অনলাইনে লেখালেখির শুরুটা ২০০৬ এর নভেম্বর থেকে। নিয়মিত লেখার শুরু আরো ১ বছর পরে। তারপর আর থেমে থাকিনি। একের পর এক লিখে গিয়েছি বাংলাদেশের স্বনামধম্য সব কয়টা বাংলা ব্লগ সাইটে, মিউজিক ফোরামে, ফ্লিকরে, ফেসবুক আর টুইটারে। এখনো লিখে চলেছি, আজীবনই লিখে চলার ইচ্ছে আছে। কারন লেখালেখি করে হয়তো পেট চালাতে হয় না, তবে মন চালাতে হয় আমার। আমার লেখালেখির কোন নির্দিষ্ট বিষয় নেই। গল্প, কবিতা আর উপন্যাস থেকে শুরু করে ফটোগ্রাফি, মিউজিক, কমেডি, রোমান্টিক টিপস, মুভি রিভিউ, রাজনীতি, সমসাময়িক কলাম, প্রযুক্তি আর রান্নাবান্না, মুটামুটি এইসব বিষয় নিয়েই প্রচুর লেখা হয়। বিশেষ করে প্রযুক্তির প্রতি আমার বিশেষ রকমের আকর্ষন রয়েছে তার ফলে প্রযুক্তি বিষয়ক কোন লেখা পেলে গোগ্রাসে গিলে ফেলি, নিজেও টুকটাক লেখার চেষ্টা করি। প্রযুক্তি বিষয়ে এই টুকটাক লেখার চেষ্টা করার জন্যই এই ফোরামে আসা। 🙂

From Bangladesh, ঢাকা, ঢাকা

10 বছর 4 মাস

Personal

Relationship

Profession

Education

Living

Basic

Name

প্রলয় হাসান