ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আলাদা একটা টান অনুভব করতাম। বিভিন্ন যন্ত্রপাতি বিশেষকরে ইলেক্ট্রনিক্সের প্রতি ছিলো আলাদা একটা ভালোবাসা। ইলেক্ট্রনিক্সের কোন খেলনা পেলে তা না খুলে দেখা পর্যন্ত মনে শান্তি পেতাম না। কেমন করে কাজ করে এগুলো এই প্রশ্ন ঘুরপাক খেতো মাথায়। বাসার টর্চলাইট থেকে শুরু করে বড়ভাইয়ের ক্যালকুলেটর কোন কিছুই রেহাই পেতো না আমার এ কৌতুহলের হাত থেকে। এজন্য যে বাকাবকি শুনিনি তা কিন্তু নয়। ভর্তি হলাম কে,কে গভ: ইন্সটিটিউশন, মুন্সীগঞ্জ বিদ্যালয়ে এখানে পড়ালেখা শুরুর পর প্রথম সুযোগ হলো জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহনের। নতুন নতুন বিজ্ঞান প্রোজেক্ট তৈরি করাটা হয়ে গেল আমার নেশার মত। আমি যে শুধু বিজ্ঞান মেলাতে অংশগ্রহনের জন্যই প্রোজেক্ট তৈরি করতাম তা কিন্তু নয়। খুব আনন্দ হতো যখন দেখতাম নিজ হাতে তৈরি কারা আমার নতুন কোন সৃষ্টি কাজ করছে। স্কুল এবং জেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় প্রথম স্থানটা আমার জন্য বালা যায় নির্ধারিতই ছিলো এবং মোলা উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগীতাতেও ছিলাম এগিয়ে। ২৫ তম জাতীয় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রোযুক্তি সাপ্তাহ ২০০২ আমি জাতীয় পুরুস্কার লাভ করি যা আমার জীবনে এটি বিশাল প্রেরনা হিসেবে কাজ করে। আমার প্রোজেক্ট ছিলো “ইলেক্ট্রনিক্স ইন্সট্রুমেন্ট টেস্টার” এর মাঝে ৭ম শ্রেণীতে পাড়ার সময় বড় ভাইয়ের কল্যানে আমার সাথে পরিচয় হয় আমার জীবনের সবচেয় কাছের বন্ধু কম্পিউটারে সাথে। খুলে যায়

From

15 বছর 1 মাস

Personal

Relationship

Profession

Education

Living

Basic

Name

আকাশছোঁয়া