কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি কিন্তু পরে কখনও সুযোগমত তাকে পেলে উচিত শিক্ষা দিতে পিছ পা হয় না । ভালো লাগে চোখ বন্ধ করে বিভিন্ন কিছু ভাবতে মানে জেগে জেগে স্বপ্ন দেখতে । খারাপ লাগে যখন আপনজন থেকে কষ্ট পায় । নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করি । এক জায়গায় বেশীক্ষণ থাকি না । মাঝে মাঝে এমন কিছু ঘটনা দেখি , মনে হয় যে এই ঘটনাটা গতকাল ও আমার সাথে ঘটেছিল ।কিছু কিছু ব্যাপার এমন ও হয় যে এখন যেটা ভাবছি কিছুক্ষন পরে ঠিক তেমনি ঘটনা আমার সাথে ঘটে । সব সময় অযাচিত কারনে হতাশা অনুভব করি , নিজেকে বড় অসহায় মনে হয় । এই ছোট্ট জীবনে এমন কিছু শিক্ষা পেয়েছি যে আপনজনকে ও বিশ্বাস করতে কষ্ট হয় তবে বন্ধুদের জন্য সব কিছু উজার করে দিতে পারি হাসি মুখে । বন্ধুদের জন্য পিতামাতার অনেক কথায় মানা হয়না । ২৪ ঘণ্টায় ৫ বার খাবার খায় । আমার সবচেয়ে প্রিয় স্থান হল বিছানা একটানা ১৫/১৬ ঘণ্টা ঘুমাইতে পছন্দ

From Bangladesh, ঢাকা, ঢাকা

9 বছর 6 মাস

Personal

Relationship

Profession

Education

Living

Basic

Name

রিফাত হোসেন