ঘাসের উপর জমে থাকা এক শিশির বিন্দু আমি। সবাই দেখে হাসে, যেমনটা আমি সবাইকে হাসাই। আসতে আসতে সময় বদলে যাচ্ছে। একদিন কাক ডাকা ভোরে আর ঐ ঘাসের উপর শিশির বিন্দু জমবে না। ঠিক আমিও হারিয়ে যাব চিরতরে। আর হয়ত হাসবে না কেও আমায় ভেবে। আস্তে আস্তে সবাই ভুলে যাবে। যা রয়ে যাবে, তা আমার দেয়া কিছু মুহূর্ত। হয়তবা ধুলো মাখা স্মৃতির পাতায়।

From

12 বছর 10 মাস

Personal

Relationship

Profession

Education

Living

Basic

Name

ASHIK_SAJJAT