অসীম আকাশের অসীম নীলিমার মত,এই জগতের মানুষগুলোর আকাঙ্ক্ষাও অসীম। সবাই চায় নিজের স্বপ্নগলোকে সাজিয়ে গুছিয়ে তুলে ধরতে। হয়তবা কখনো নিজের স্বপ্ন রঙয়ে রাঙ্গাতে চায় অন্যকে। কিন্তু তবুও সবার মাঝেই লুকিয়ে থাকে স্বকীয়তাবোধ। হাজার মানুষের অসীম স্বপ্ন-ভীড়ের মাঝেও নিজের স্বপ্নগুলোকে তুলে ধরার অদম্য এক ইচ্ছা আমার! অথচ ইচ্ছা গগনে বিচরনশীল অসংখ্য মানুষের ভিড়ে অতি তুচ্ছ এক মানব আমি। তবুও আপনমনে আমি স্বপ্ন বুনে চলি। স্বপ্নের মায়াজাল পেরিয়ে বাস্তবতার পানে ছুটতে গিয়ে,নিজের মনের কথা শুনি। মনের মাঝেই তো লুকিয়ে থাকে বিবেকবোধ। আর বিবেক তো ভূল কিছু বলে না। তাইতো হাজার মানুষের হাজার কথার ভীড় থেকে নিজের মনের কথাগুলকে আঁকড়ে ধরি। জীবন পথে চলতে গিয়ে আমি আপনমনে নিজের পথ খুঁজে-ফিরি। আর সেজন্যই আমি আপনমনা...............। আপন-জগত থেকে বাস্তবে ফিরে এলে,মানুষের কাছে রিপন নামেই পরিচিত আমি। এই এত বড় জগতের মাঝে,সৃষ্টিকর্তার অতি ক্ষুদ্র একটি সৃষ্টি আমি। তবে স্বপ্ন দেখি অনেক বড় মানুষ হবার,ভাল মানুষ হবার।

From Bangladesh, রংপুর, রংপুর

8 বছর 9 মাস

Personal

Relationship

Profession

Education

Living

Basic

Name

RIPON