আল মামুন বরিশালের আলোকশিল্পী হিসেবে এক পরিচিত নাট্যকর্মী। অন্যতম নাট্যসংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটারে দীর্ঘ ১১ বছর যাবৎ সে নিয়মিত কাজ করে যাচ্ছেন। বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলের অধিকাংশ নাটক মঞ্চায়নেই আল মামুন আলোক নির্দেশক কিংবা আলোক পরিকল্পক কখনওবা আলোক প্রক্ষেপক হিসেবে স¤পৃক্ত থাকেন। ২০০২ সালের শব্দাবলীর ৩৭ তম প্রযোজনা শিলারি নাটকে অভিনয় করতে গিয়ে নাট্যাঙ্গনে তার অনুপ্রবেশ। কিন্তু দু’ একটি নাটকের অভিনয় করেই তার কর্মক্ষেত্র বাছাই হয় মঞ্চের আলোক নিয়ন্ত্রনে। এর অন্যতম কারণ ছিল শব্দাবলীর স্টুডিও থিয়েটার কার্যক্রম পরিচালনা। এ কার্যক্রমে শব্দাবলী সপ্তাহে একদিন নিয়মিত নাটক মঞ্চায়ন করে থাকে। সেক্ষেত্রে কারিগরি দিকে আলোক নিয়ন্ত্রনে একজন দায়িত্বশীল কর্মী প্রয়োজন। যিনি নিয়মিত এ কাজটি নিষ্ঠার সাথে পালন করবে। শব্দাবলীর কর্মীদের মধ্যে এমন কয়েকজন থাকলেও পেশাগত কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় আলোক শাখায় এক ধরণের শূন্যতা দেখা দেয়। সেই মূহুর্তেই আল মামুন হাল ধরেন শব্দাবলী স্টুডিও থিয়েটারের আলোক ব্যবস্থার। সেই থেকে এ পর্যন্ত তিনি নিয়মিত নিরলসভাবে এশাখায় কাজ করে যাচ্ছেন। বিশেষ করে শব্দাবলী স্টুডিও থিয়েটারে কাজ করার সুবাদে তিনি দেশের ও দেশের বাইরের স্বনামধন্য বেশ কয়েকজন নাট্যনির্দেশকের সাথে কাজ করার সুযোগ পান। সেইসাথে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কয়েকটি কর্মশালাতেও অংশগ্রহণ করেন। নিয়মিত চর্চা অনুশীলন ও প্রয়োগের জন্য শব্দাবলীর মামুন আজ একজন দক্ষ আলোকশিল্পী। তিনি বর্তমানে শব্দাবলীর কার্যনির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
From
13 বছর 2 মাস
Personal
Relationship
Profession
Education
Living