প্রযুক্তি মানুষকে অপকর্ম আর অসৎ কাজ করার সুযোগ করে দিয়েছে আগের চেয়ে অনেক বেশি। একজন টেকনাফে বসে অবলীলায় ফোনে বলে দিচ্ছে ‘দোস্ত, আমি তো তেতুলিয়ায়!’। ইন্টারনেটের বদৌলতে সেটা আরও সহজ হয়ে গেছে। ব্লগ আর ফোরামগুলোতে (বিশেষ করে বাংলা ব্লগ) পাইরেটেড সফটওয়্যার, কীজেন, লাইসেন্স কী’র ছড়াছড়ি। আমাদের দেশি সঙ্গীত শিল্পীরা এ্যালবাম বের করা ছেড়ে দিচ্ছেন; কেন দেবেন না? ২৫-৩০ টাকার একটা ডিস্কে আমরা পাচ্ছি কয়েকশ গান, সেটা আবার একজনের কাছ থেকে আরেকজনের কাছে কপি হয়ে যাচ্ছে বিনামূল্যে! টাকা দিয়ে কেউ এ্যালবাম কিনছেন? আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম একজন জনপ্রিয় শিল্পীকে বলতে শুনেছি, ‘আমরা এখন এ্যালবাম বের করি যাতে মানুষ আমাদের অস্তিত্ব মনে রাখে, টাকার আশা আর করা যায় না!’ এর দায়ভার কি আমাদের মতো প্রযুক্তিপ্রেমিদের(!) নিতে হবে না?
কয়েকদিন আগে Dolancer বিষয়ক একটা পোষ্ট লিখেছিলাম। সেটি বেশ আলোচিত-সমালোচিত হয়েছিল, খোদ মুক্তকণ্ঠ-এ সেই লেখায় এখন পর্যন্ত ২৮৪ টি কমেন্ট হয়েছে। লেখাটি মুক্তকণ্ঠ, মুক্তব্লগ, প্রথমআলোব্লগ আর টেকটিউনস-এ দিয়েছিলাম নাজমুল আহসান আর মেধাবী ডট কম নামে। অথচ সেই লেখাটি এখন প্রায় ২০টির মতো ব্লগে শোভা পাচ্ছে! দুইএকটি ব্লগে সোর্স উল্লেখ করা হয়েছে, বাকিরা সেটার প্রয়োজন মনে করেন নি। লেখাটি ছিল জনসচেতনতামূলক, মানুষ জানলেই আমি খুশি হবো, লেখা সার্থক হবে; তারপরও খানিকটা মর্মাহত হয়েছি। একটি লেখা লেখকের কাছে সন্তান সমতুল্য, সেই লেখা কেউ চুরি করলে খারাপ লাগার কথা! মূর্খরা এটা জানে না যে নকল করে নিজের ব্লগের ক্ষতি নিজেই করছে।
টেকনোলোজি বিষয়ক জনপ্রিয় যে কয়েকটা ব্লগ, সেগুলোতে গেলেই দেখা যাচ্ছে ’৭০ ডলার মূল্যের অমুক বই নিন বিনামূল্যে’, ‘অমুক সফটওয়্যারের লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন লাইসেন্স কী সহ’ ইত্যাদি পোষ্ট! জনপ্রিয়তার লোভে ব্লগের কর্তাব্যক্তিরা এসব দেখে যাচ্ছেন চোখ বন্ধ করে! তাঁদের কি ভাবা উচিৎ না যে তাঁরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন? আমি মানছি এসব পোষ্ট অনেকের উপকার করছে, যাঁদের কেনার সামর্থ নেই তাঁরা উপকৃত হচ্ছেন; কিন্তু তার একটা সীমা থাকা উচিৎ না?
মেধাবী কুইজের ৩১তম পর্বে বিজয়ী হয়েছিলেন রংপুরের কাউসার হাসান। কুরিয়ারে তাঁর ঠিকানায় পুরস্কারের ৫০০ টাকা সমমানের উপহার পাঠিয়ে দেওয়া হল। সাধারণত ৪-৭ দিনের বেশি লাগে না কুরিয়ার পৌঁছতে। ৮ দিনের মাথায় কাউসার হাসান ফোন দিয়ে জানালেন তিনি তাঁর উপহার পান নি। বললাম- ‘আর দুইএকটা দিন দেখুন, না গেলে আবার পাঠানো হবে।’ ঠিক দুইদিন পর উনি আবার ফোন দিলেন, উপহার পৌঁছায় নি। আমরা দ্বিতীয় দফায় পাঠিয়ে দিলাম। মানুষ কত জঘন্য দেখুন, এই ঘটনার ৫-৬ দিনের মাথায় কাউসার হাসান ফোন দিয়ে জানালেন তিনি উপহার পেয়েছেন, আগেরটাও পেয়েছিলেন! বলার সাথে সাথে তাঁর সে কী অট্টহাসি! এতো নীচ মানসিকতা! আর দেখুন, সুযোগটা পেলেন কিন্তু প্রযুক্তির কল্যাণে!
হাল সময়ে আরও একটি বিষয় এখানে যোগ হয়েছে। হ্যাকিং! সরকারী সাইট সহ বিখ্যাত-অখ্যাত অনেক ওয়েবসাইটই হ্যাকারদের কবলে পড়েছে। একজন হ্যাকার বললেন- ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে ওইসব সাইটের নিরাপত্তার ত্রুটির বিষয়টা চোখে আঙ্গুল দিয়ে দেখানো!’, এটা কোনও যুক্তি হল? সেটা কি নিরাপত্তার দায়িত্বে যাঁরা আছেন তাঁদের বলা যেত না? মেধা কি ভালো কাজে লাগানো যায় না?
আসুন এসব আমানবিক কাজ থেকে দূরে থাকি। প্রযুক্তি আমাদের অনেক কিছুই দিয়েছে, ভালো দিকটা কাজে লাগিয়ে খারাপটা বর্জন করি। প্রয়োজন সচেতনতা। ভালো হতে পয়সা লাগে না, জানেন তো?
আমি মেধাবী ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
MedhabiDotCom একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এখানে আছে- ১. দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য। ২. সাপ্তাহিক কুইজ। বিজয়ীর জন্যে ৫০০ টাকা সমমানের পুরষ্কার। ৩. মেধাবী তারকা প্রোগ্রাম। ভিজিট করুনঃ http://www.medhabi.com
ki bolbo? kichhu bolar nai, shohanubhuti janateo bibek e badhchhe karon ja likhechhen shei doshe to amio doshi, amio pirated CD kini, amio keygen die full version kori
Kawsar hasaner protaronar ninda janachhi kintu pirated CD kine amio ki ek e dhoroner protarona korchhi na oi shipi tar shathe? nogod laaver ashay amra shotota,bibekbodh harie felchhi, er shesh kothay? apnar moto amaro ek e proshno