সেলস ট্র্যাকিং এবং টিম ম্যানেজমেন্টে নতুন এক ডিজিটাল উদ্ভাবনী “কোথায় অ্যাপ”

বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় মোবাইল অ্যাপ খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। দৈনন্দিন জীবনের প্রায় সবকিছুই এখন মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালনা করা সম্ভব। এমন অনেকেই আছেন যারা মোবাইল অ্যাপের মাধ্যমে করছেন ব্যবসা। সেই ধারাবাহিকতাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে কোথায় অ্যাপ। যা কি না মোবাইল অ্যাপ দিয়ে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে নতুন এক উদ্ভাবক। কোথায় অ্যাপ হতে পারে ব্যবসা পরিচালনায় অনন্য এক সমাধান যেটি ব্যবসাকে রাখবে একদম হাতের মুঠোয়। পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই কোথায় অ্যাপের মাধ্যেম করা যাবে ব্যবসার পুরোপুরি নিয়ন্ত্রণ। ব্যবসায়িকদের সর্বোচ্চ সুবিধার কথা মাথায় রেখে, ব্যবসাকে আরো বেশি সহজ এবং সুবিন্যস্তভাবে পরিচালনা করতে আধুনিক সব ফিচারস দিয়ে সাজানো হয়েছে কোথায় অ্যাপ। এই এক ডিজিটাল অ্যাপ-এই পাওয়া যাবে লাইভ লোকেশন ট্র্যাকিং, জোন ম্যানেজমেন্ট ও জিওফেন্সিং এই মতো বেশ কিছু অত্যন্ত দরকারি এবং অসাধারণ সব লেটেস্ট ফিচার। এইসব অত্যাধুনিক সব সুবিধা কোথায় অ্যাপ-কে করেছে অন্যদের থেকে আলাদা এবং জনপ্রিয়। তাই কোথায় অ্যাপ-কে একটি সম্পূর্ণ ব্যবসায়িক সমাধান বলে আখ্যায়িত করাই যায়। সহজেই যেকারো ব্যবহারযোগ্য এই অ্যাপ পরিচালনা করা যাবে অনলাইন কিংবা অফলাইন যেকোনো মোডে। ইন্টারনেটের এই যুগে অফলাইনে পরিচালনা করার এই সুবিধাটিও কোথায় অ্যাপ-কে রেখেছে অন্যদের থেকে কয়েকধাপ এগিয়ে।

 

নিচে থাকছে কোথায় অ্যাপ নিয়ে বিস্তারিত কিছু আলোচনা:

 

রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং হচ্ছে কোথায় অ্যাপ-এর অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য।

এটি কাজ করবে নির্ভুল এবং সহজভাবে সেলসটিমের লাইভ লোকেশন ট্র্যাক করতে। অর্থাৎ, ফিল্ডে থাকা সেলসটিম কোথায় আছে সেটি সরাসরি দেখা যাবে কোথায় অ্যাপ-এ থাকা জিপিএস ম্যাপের মধ্যে। সেলসটিম দেশের যেই প্রান্তেই থাকুক না কেনো, কোথায় অ্যাপ-এর মাধ্যেম প্রত্যেকের লাইভ লোকেশন বা রিয়েল টাইম অবস্থান ট্র্যাকিং করা যাবে। সেলস মার্কেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় এই চ্যালেঞ্জকে খুব সহজেই টেক্কা দিতে পারবে কোথায় অ্যাপ। সেলসপার্সন তার নির্দিষ্ট জোনে আছে নাকি জোনের বাইরে আছে কিংবা তার নির্দিষ্ট জোন থেকে কতো কি.মি. দুরত্বে আছে ইত্যাদি বিষয়াদি সম্পর্কে একদম বিস্তারিত তথ্য দিতে সক্ষম কোথায় অ্যাপ। তাই পুরো সেলসটিম থাকবে এডমিনের নিয়ন্ত্রণেই। এছাড়াও কোথায় অ্যাপ ব্যবহার করে আলাদাভাবে প্রতিটি সেলসপার্সনকে নির্দিষ্ট জোনে এক বা একাধিক দায়িত্ত্ব প্রদান করা যাবে। এর মাধ্যমে আরোও বেশি কার্যকরী ও স্বচ্ছ হয়ে উঠবে সেলস প্রক্রিয়া। যা কিনা বা ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

 

কোথায় অ্যাপ ব্যবহার করেই সেলসপার্সনরা চেক-ইন, চেক-আউট ও ব্রেক ম্যানেজমেন্ট করতে পারবে। একজন সেলসপার্সন সরাসরি অথবা সশরীরে অফিসে উপস্থিত না হয়েও শুরু এবং শেষ করতে পারবেন তার প্রতিদিনের কাজ। এই অ্যাপ ব্যবহার করে নেওয়া যাবে কাজের মাধ্যেবর্তী বিরতি। জনপ্রিয় এই অ্যাপের মাধ্যমে একজন এডমিন খুব সহজেই তার সেলসপার্সনদেরকে আলাদা আলাদাভাবে তাদের প্রতিদিনের কাজের এরিয়া বা জোন সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়াও একজন সেলসপার্সন কি কারণে বিরতি নিতে চাচ্ছেন সেটি উল্লেখ করে দিতে পারবেন অ্যাপের মধ্যেই। কোথায় অ্যাপ এর মধ্যে পাওয়া যাবে আলাদাভাবে প্রতিটি সেলসপার্সনের চেক-ইন, চেক-আউট ও ব্রেক ম্যানেজমেন্টের একটি সম্পূর্ণ রিপোর্ট যেখানে সেলসটিমের কর্মঘন্টার পুরো বিস্তারিত বিবরণ থাকবে। এটি সার্বিক ব্যাবসায়িক ব্যবস্থাপনাকে গতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করবে।

 

কোথায় অ্যাপে-এ রয়েছে অত্যাধুনিক অর্ডার ম্যানেজমেন্ট রিপোর্টিং সিস্টেম । যা অর্ডার ব্যবস্থাপনাকে ডিজিটালি সমাধান করতে পারে খুবই পারদর্শীতার সাথে। সেলস প্রক্রিয়াকে আরোও দ্রুততার সাথে নির্ভুল ও সঠিকভাবে সম্পন্ন করতে এর অভ্যন্তরে আছে অর্ডার ক্রিয়েশন, অর্ডার ট্র্যাকিং ও অর্ডার রিপোর্টিং সিস্টেম। সেলসপার্সন তার নির্দিষ্ট জোনে থাকা শপগুলোতে ভিজিট করে “অর্ডার ক্রিয়েশনের” মাধ্যমে অর্ডার নিতে পারবে। বহুল চাহিদাসম্পন্ন “অর্ডার ট্র্যাকিং” সুবিধার মাধ্যমে এডমিন সেলসটিমের প্রত্যেকের নেওয়া প্রতিটি অর্ডার আলাদা আলাদাভাবে ট্র্যাকিং করতে পারবে।

এবং ব্যবসায়ের এই গুরুত্বপূর্ণন অর্ডার ম্যানেজমেন্ট প্রক্রিয়াটিকে সহজলভ্য করতে তুলতে কোথায় অ্যাপ-এ রয়েছে অর্ডার ম্যানেজমেন্টের উপরে একটি রিপোর্টিং সিস্টেম। যার ফলে অর্ডার বৃদ্ধি কিংবা হ্রাসের নিখুঁত হার পাওয়া যাবে সহজেই এবং খুবই অল্প সময়ে ডেলিভার প্রক্রিয়াও সম্পন্ন করা যাবে।

 

কোথায় অ্যাপ- এর মধ্যেই পাওয়া যাবে সেলস টেরিটরি এবং জোন ম্যানেজমেন্টের সমাধান। ব্যবসাকে কৌশলগতভাবে দ্রুততার সাথে উন্নত করতে সেলস কভারেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোথায় অ্যাপ-এ ম্যাপ থেকে নিজের ইচ্ছামতো এরিয়া সিলেক্ট করে জোন ক্রিয়েট করার মতো সুবিধা রয়েছে। প্রতিটি জোনে এক বা একাধিক সেলসপার্সন নিয়োগ করা যাবে সহজেই। এছাড়াও একই জোনে থাকা এক বা একাধিক সেলসপার্সনকে সেই জোনে থাকা শপগুলোর মধ্যে আলাদাভাবে ভিন্ন ভিন্ন শপে নিযুক্ত করা যাবে। এই সুবিধার ফলসশ্রুতিতে সেলসপার্সন তার হাতে থাকা স্মার্টফোনে কোথায় অ্যাপ চালু করলেই এডমিন দ্বারা তার প্রতিদিনের নিযুক্ত কাজগুলোকে সুবিন্যস্তভাবে দেখতে পারবে।

 

জিওফেন্সিং এর মাধ্যমে সেলসপার্সনের লাইভ ট্র্যাকিং, জোন এরিয়া ও রিয়েল টাইম এক্টিভিটি সবকিছুই পাওয়া যাবে এক ক্লিকে। কোথায় অ্যাপ-এর মধ্যে থাকা “ফেচ কারেন্ট লোকেশন”- এ ক্লিক করলে প্রতিটি সেলসপার্সনের রিয়েল টাইম অবস্থান জিপিএস থেকে দেখে নেওয়া যাবে। তাছাড়া এক্টিভিটিতে ক্লিক করে একজন সেলসপার্সনের সারাদিনের রিয়েল টাইম এক্টিভিটি যেমন-
চেক-ইন টাইম, ব্রেক টাইম, ব্রেক ডিউরেশন, ভিজিটেড শপ, ক্রিয়েটেড অর্ডার, চেক-আউটের মতো ইত্যাদির বিস্তারিত তথ্য লাইভ ট্র্যাকিং করা যাবে। যা পরর্বতীতে সেললসটিমের কর্মক্ষ্মতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক হবে। একই সাথে কোথায় অ্যাপ-এ থাকবে প্রতিটি সেলসপার্সনের উপস্থিতি ও এক্টিভিটির উপরে একটি বিস্তারিত পারফর্ম্যান্স রিপোর্ট।

আমরা মনে করি, কোথায় অ্যাপ ব্যবহারের মাধ্যেমে যেকোনো ব্যবসার সেলস অপারেশনকে মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই পরিচালনা করার পাশাপাশি সেলসটিমের কার্যক্ষমতা বৃদ্ধি করা সম্ভব % পর্যন্ত। ব্যবসায়িক ক্ষেত্রে কোথায়-এর মতো ট্র্যাকিং অ্যাপের ব্যবহার বৃদ্ধি পাবে ৫৮%। এছাড়াও যেকোনো কোম্পানির সার্বিক কর্মক্ষমতা বৃদ্ধি হবে ৪৬%

পরিশেষে বলা যায় যে, কোথায় অ্যাপ-এর ব্যবহার আপনার সেলসটিম ব্যবস্থাপনায় নতুন এক দিগন্ত উন্মোচিত করবে। জিপিএস ট্র্যাকিং, জিও-ফেন্সিং এবং রিয়েল টাইম রিপোর্টিং-এর মতো বৈশিষ্ট্যগুলি আপনার সেলস্টিমের কর্মদক্ষতা ও ব্যবসার উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে সেলসপার্সনরা যেকোনো স্থান থেকে সেলস কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। কোথায় অ্যাপ-টি আপনার ব্যবসার সাফল্য নিশ্চিত করতে একটি অপরিহার্য হাতিয়ার হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। আপনার সেলসটিমকে সুসংগঠিত ও ব্যবসাকে কার্যকরভাবে পরিচালনার জন্য আজই কোথায় অ্যাপ ব্যবহার শুরু করুন এবং ব্যবসায়িক লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে যান। আরও জানতে এবং নিবন্ধন করতে ভিজিট করুন: কোথায় অ্যাপঃ https://kothay.app

 

 

Level 0

আমি নাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 দিন 5 ঘন্টা যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস