স্বাগতম সবাইকে।
আসসালামু আলাইকুম
কেমন আছেন টেকটিউনস কমিউনিটি?
আশাকরি সকালে ভালো আছেন,
এর আগে আমার ৪ টি টিউন করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। এটিও তার বিপরীতে নয়। আজ আমি কথা বলব এ আই এর ভবিষ্যৎ নিয়ে। এ আয় বুদ্ধিমত্তার আবিষ্কার হয়েছে মূলত মানুষের জীবন সহজ করার জন্য, কাজকে দ্রুত করার জন্য এবং ভুল না করার জন্য। এ আই এর ব্যবহার বহুমুখী, এটি দ্বারা প্রায় সব ধরনের কাজ করা যায় বা ভবিষ্যতে যাবে। আজ কাল কার এ আই দ্বারা প্রায় সব কাজ করা যায় কিন্তু ভবিষ্যতে আরো এআই তৈরি হচ্ছে বা আজকে যেগুলো আছে সেগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। মানুষ যা কল্পনা করতে পারেনি তা এই আধুনিক বিজ্ঞানীরা করে দেখিয়েছেন। ঠিক যেমন মোবাইল এর মত। এআইয়ের সুবিধা অসুবিধা নিয়ে এর আগে আলোচনা করা হয়েছে। আজ আমি কথা বলবো এআই এর ভবিষ্যত নিয়ে।
এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইতোমধ্যেই মানুষকে চমকে দিয়েছে। চ্যাটজিপিটি, বিং এ আই এর মত এ আই গুলো ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। এবং নতুন নতুন এ আই গুলো আরো তৈরি হচ্ছে। বর্তমানে এআই গুলো ইমেজ জেনারেটর, ওয়েব সাইট ডিজাইনিং, ওয়েবসাইট ডেভলপ এর মত কাজগুলো বর্তমানের এআই গুলো করতে পারে। কিন্তু ভবিষ্যতে আরও কঠিন কঠিন বা জটিল কাজগুলো এআইগুলো নিমেষে শেষ করতে পারবে। সামনে ১২০ বছরের মধ্যে এ আই গুলো সব ধরনের কাজ করার মত পারদর্শী হয়ে উঠবে। বলা হয়ে থাকে যে কয়েক বছর পর বইও লিখতে পারবে। সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী কারণে প্রায় সাত কোটি মানুষ চাকরি হারাবে। কিন্তু তারা এটাও জানিয়েছে যে এআইয়ের কারণে আরো ১৩ কোটি মানুষের কর্মসংস্থান হবে। এ আই ভবিষ্যতের উন্নয়নে মানুষের মতোই সহযোগিতা করবে। স্বাস্থ্য সেবা, শিক্ষার দিকে প্রচুর উন্নতি হওয়ার আশা করা যাচ্ছে। বিভিন্ন চ্যাটবট গুলো সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার মতো সক্ষম হয়ে উঠবে।
এ আই এর কারনে বিভিন্ন সংস্থার খরচ কমে যাবে, প্রত্যেক মানুষের বাড়িতেই বিভিন্ন এআই এর সামগ্রী জনপ্রিয় হয়ে উঠবে। ভবিষ্যত এআই গুজব বা ভুল তথ্য অনুসন্ধানে পারদর্শী হয়ে উঠবে। ফলে এ ধরনের তথ্যের প্রকোপ কমে আসবে। এআই যত উন্নত হতে থাকবে তার সুবিধাও তত বাড়তে থাকবে। ঘন্টার পর ঘণ্টার কাজগুলো খুব দ্রুত করা সম্ভব হবে। সবসময়ই এআই আপনার পাশে থাকবে ফলে আপনি ২৪ ঘন্টা অ্যাসিস্ট্যান্ট এর মত তাকে ব্যবহার করতে পারবেন। ai এর কারণে মানুষের করা ভুলগুলো কমে আসবে। মানুষের সিদ্ধান্ত নিতে আরো সহজ হবে এবং কাজটি নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। 2022 সালে এআই এর মূল সম্পদ ছিল 387 বিলিয়ন এবং তা ধারণা করা শুধু ২০২৯ সালে বেড়ে দাঁড়াবে ১৩৯৪ বিলিয়ন ডলার এর থেকে আমরা ধারণা করতে পারি ভবিষ্যতে এআই এর চাহিদা কত বাড়বে। বিশ্বের বিভিন্ন সংস্থা এআই এর বিভিন্ন প্রযুক্তি যেমন robot এর মত প্রযুক্তি ব্যবহার শুরু করবে। ভবিষ্যতের প্রায় সব কাজ করার সময় এই এআই এর ব্যবহার উল্লেখযোগ্য হারে দেখা যাবে। ভবিষ্যতে বিভিন্ন দোকানের সপকিপারের ভূমিকাতে রোবট কে দেখা যেতে পারে। ভবিষ্যৎ এ আই প্রায় সব ধরনের কাজকে আরো সহজ করতে পারবে।
আজকে আমি বিষয়ে অনেকটাই আলোচনা করলাম। এআই আমাদের ভবিষ্যতের একটা অংশ। একটি প্রায় সব ধরনের কাজই ভবিষ্যতে করতে পারবে। এবং ভবিষ্যতে এ আই এর দায়িত্ব নিতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে। তাই তাদেরকে এ আই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান এখন থেকে দিতে হবে। মজুরি জাতীয় কাজ বন্ধ করে প্রযুক্তি জাতীয় জ্ঞান অর্জন করলে এবং কাজ শুরু করলে হয়তো বা কর্মসংস্থান এর সমস্যা হবে না।
শেষ পর্যন্ত আসার জন্য ধন্যবাদ। জোসস দেওয়ার জন্য অনুরোধ থাকবে।
আমি মাসুমা মিরা। Field officer, Sfdf, Ishwardi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি টেকটিউনস এ আর্টিকেল লিখি।