টাচ প্রযুক্তি, OLED স্ক্রিন এবং ওয়্যারলেস প্রযুক্তির এক অপূর্ব মিশেল নিয়ে হাজির হল জার্মানির ওরকিন ডিজাইন। কনসেপ্টটির নাম দেয়া হয়েছে রোলটপ যা একই সাথে ট্যাবলেট পিসি, নোটবুক কিংবা ফ্লেক্সিবল মনিটর হিসেবে কাজ করবে।
এটি মূলত একটি ল্যাপটপ যার মূল অংশ একটি সিলিন্ডার এবং ফ্লেক্সিবল মনিটর। মনিটরটি সিলিন্ডারের সাথে পেচিয়ে ফেলা যায় আবার প্রয়োজনমত সিলিন্ডার থেকে মনিটরটি রোল করে বের করে ফেলা যায়। ফ্ল্যাট অবস্থায় মনিটরটী ১৭” এবং টাচ স্ক্রিন প্রযুক্তির। প্রয়োজনে এই মনিটরের একটি অংশ ভাজ করে একে ল্যাপটপের আকৃতি দেয়া যায়, তখন এর একটি অংশ হয় অন স্ক্রিন কি বোর্ড এবং বাকি অংশ একটি ১৩” মনিটরের কাজ করে। বাকা অবস্থায় সাপোর্ট দেবার জন্য মনিটরের পেছনে স্ট্যান্ড ও রয়েছে। এছাড়াও মনিটরের পাশ থেকে একটি স্টাইলিশ ডিজিটাল পেন বের করা যায় যা টাচ মনিটরে যেকোন ড্রয়িং এর জন্য খুবই কার্যকর।
সিলিন্ডার অংশটিতে রয়েছে লাউডস্পিকার, ওয়েবক্যাম এবং ইউএসবি পোর্ট। সিলিন্ডারের সাথে সংযুক্ত কাধে ঝুলানোর স্ট্রাপটি পাওয়ার কেবল হিসেবে কাজ করে। পাওয়ার প্ল্যাগটি সিলিন্ডারের মাথা থেকে খুলে ফেলা যায়। সিলিন্ডার থেকে একটি চিকন কেবল এর মাধ্যমে মনিটরের পাওয়ার এবং ডাটা আদানপ্রদান হয়। সম্পূর্ন রোল করা অবস্থায় রোলটপটি ১১ইঞ্চি লম্বা এবং ৩.২৬ ইঞ্চি ব্যাসার্ধ্যের একটি সিলিন্ডার।
অরকিন ডিজাইন বলেছে এটি একটি কনসেপ্ট হলেও তারা এর বাস্তবায়নে কাজ করছেন। এরকম অসাধরন সমন্বয় নিসঃন্দেহে সবার পছন্দ হবে।
ভিডিও–
আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারন জিনিস ভাই