নতুন রোবট আইকাব (নিজেই নিবে সিদ্ধান্ত )

iCub

ফ্রান্সের লায়ন-এর একটি ল্যাবে তৈরি ‘আইকাব’ নামের রোবটটি নিজেই সিদ্ধান্ত নিতে পারে। এ পর্যন্ত রকমারি রোবট দেখা গেলেও, স্বাধীনভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেয়া বা ডিসিশন মেকার রোবট দেখা গেল এই প্রথম।

icub 2

সাদা মুখের রোবটটিকে শিশুর গড়নই দেয়া হয়েছে। উচ্চতা ১ মিটার। বড় চোখগুলো সব কিছু অনুসরণ করতে পারে। শিশুর মতোই সময়ের সঙ্গে আশপাশের পরিবেশ থেকে শিক্ষা নিয়ে এর মানসিক বিকাশ ঘটবে, এমনটাই আশা করছেন বিজ্ঞানীরা। ইউরোপের বিভিন্ন ল্যাবে তৈরি করা হয়েছে এর ছ’টি সংস্কার। যার প্রতিটিতেই রোবটটির ইলেকট্রনিক মগজকে শেখার ক্ষমতা দেয়ার চেষ্টায় ত্রুটি করেন নি বিজ্ঞানীরা। হাত-পা সবটাতেই জটিল সার্কিট। এর নির্মাতা বলছেন ভবিষ্যতে গৃহস্থলি সাহায্যের জন্যই এর ব্যবহার হতে পারে। আর এর সঙ্গেই শুরু হবে রোবট যুগের নতুন এক অধ্যায়।

সংগ্রহ - আমাদের সময়

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for this news.

ভাই শেষে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়।

ওয়াও!!
চমৎকার তথ্যটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ….