কেমন আছেন সবাই ?
আমি এখন ভালো আছি। আগে ভালো না থাকার কারন হল টেকটিউনস মাঝে মাঝে আমাদের না বলে কোথায় হারিয়ে যায় বুঝিনা।
টিটিকে অনেক ভালোবাসি তাই টিটিকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয়।
এবার আশা করি টিটি আমাদের বলে কয়ে যাবে।
এবার আমি আমার টিউন শুরু করছি।
আজ আমি আপনাদের শেয়ার করবো ২০১১ সালের সেরা ১০টি সফটওয়্যার কোম্পানির নাম। এটি একটি বিশ্ব রাঙ্কিং। এখানে কোম্পানির সফটওয়্যার আর মান, কাজ আর উতপাদন আর উপর নির্ভর করে রাঙ্কিং করা হয়।
আসুন তাহলে আমারা এক নজরে দেখি নিই সেই কোম্পানি গুলর নাম।
01 – Microsoft :
বরাবরের মতই বিল গেটসের মাইক্রোসফট আবারো ঠিক প্রথম স্থান দখল করে আছে।
মাচ্রসফত নিয়ে বলার কিছুই নেই মাইক্রোসফট নিয়ে আশা করি সবাই খুব ভালো করেই জানেন।
02 – IBM (International Business Machines) :
এইবিএম এর অবস্থান হল ২ নম্বরে।
এইবিম হল টেকনোলোজি ইনটেনসিভ মাল্টিন্যাশনাল অরগানেজেশন কোম্পানি। এইবিএম আর কাজ হল কম্পিউটারের হার্ডওয়্যার এবং কম্পিউটারের সফটওয়্যার বিক্রি।
03 – Google :
গুগল এর অবস্থান হল ৩ নম্বরে।
😀 😀 😀 গুগল মামার কথা আর কি বলব ??? 😛 😛 😛
গুগল আমার মামা, যে কোন বিপদে আপদে যাকে পাই।
04 – HP (Hewlett Packard) :
HP এর অবস্থান হল ৪ নম্বরে।
HP হল আমেরিকার কালেফনিয়ার জনপ্রিয় ইনফরমেশন টেকনোলোজি কোম্পানি। এই কোম্পানির কাজ কম্পিউটিং, ডাটা সংরক্ষণ, হার্ডওয়্যার নেটওয়ার্ক, সগত্বারে ডিজাইন, ডেলিভারিং সার্ভিস ডেভোলোপ্ট করা।
05- Accenture :
Accenture এর অবস্থান হল ৫ নম্বরে।
এই কোম্পানির কাজ হল global management consulting, technology outsourcing, and technology consulting.
06 – Oracle :
Oracle হল আমেরিকার জনপ্রিয় একটি মাল্টিন্যাশনাল কোম্পানি।
এটির অবস্থান ৬ নম্বরে।
07 – Adobe :
Abobe এর অবস্থান হল ৭ নম্বরে।
Adobe আমেরিকার একটি কোম্পানি।
Adobe এর কাজ হল সফটওয়্যার ডিজাইন এবং ডেভোলোপ্ট এর কাজ করা, মাল্টিমিডিয়া সফটওয়্যার, রিচ ইন্টারনেট অ্যাপ্লিকেশান, এবং কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার এর কাজ করা।
08 – SAP :
SAP জার্মানির একটি জনপ্রিয় সফটওয়্যার কোম্পানি।
09 – Yahoo :
গুগল এর মত ইয়াহু এর জন্য কিছু বলা লাগবে বলে মনে হয়না।
1 0– CA (Computer Associates) Technologies :
CA Technologies পৃথিবীর অন্যতম প্রধান স্বাধীন সফটওয়্যার কোম্পানি।
কোন ভুল হলে মাফ করবেন এর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
valo