নারী পুরুষ এর মধ্যে পার্থক্য নিয়ে অনেক মতামত যুগ যুগ ধরে চলে আসছে। শারীরিক ক্ষমতা তো বটেই চিন্তা শক্তির ক্ষমতা নিয়েও বিতর্ক এর শেষ নেই। কিন্তু আসলেই কি চিন্তা ক্ষমতার দিক দিয়ে নারী পুরুষ এর মধ্যে পার্থক্য আছে?
জামার্নির ইউলিশ শহরে একদল বিজ্ঞানীরা নারী পুরুষের মস্তিস্ক নিয়ে গবেষণা করেছেন। পুরুষদের মস্তিষ্ক নারীদের তুলনায় বড় হলেও সেটি আরও দ্রুত বা আরও উন্নতভাবে চলে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। একজন পুরুষ এর মস্তিষ্কের ওজন ১৩৩৬ গ্রাম সেখানে একজন নারীর মস্তিষ্কের ওজন১১৯৮ গ্রাম। মস্তিষ্কের ‘মিডিয়াল প্রিঅপটিক নিউক্লিয়াস' নামের কয়েক মিলিমিটার চওড়া পরিচালন কেন্দ্র রয়েছে৷ সব স্তন্যপায়ী প্রাণীর পুরুষের মস্তিষ্কে এই অংশটি অপেক্ষাকৃত বড়৷ মানুষের ক্ষেত্রে তা দ্বিগুণ
ওজন বেশি হলেও ক্ষমতার দিক দিয়ে নারী পুরুষ সমান। বরং কিছু কিছু ব্যাপারে নারীদের মস্তিষ্ক পুরুষ এর তুলনায় বেশি শক্তিশালী। তবে একটি পার্থক্য বিজ্ঞানীরা বের করতে পেরেছেন। আমাদের মস্তিস্ক দুটি সেরেব্রাল হেমিস্ফিয়ার নিয়ে গঠিত। এখানে মোট চারটি লোব বা ভাগ আছে। ফ্রন্টাল, প্যারাইটাল, টেমপোরাল এবং ওসিপিসিপোলোব। এই ফ্রন্টাল লোব এ পুরুষ দের নারীর চেয়ে বেশি খাজ থাকে। বেশি খাঁজ থাকার কারণ এ পুরুষ রা সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। উন্নত এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা পুরুষ দের নারীদের তুলনায় বেশি।
লিঙ্গের মস্তিষ্কের মধ্যে কার্যত কোনো পার্থক্যই নেই৷ অমিলের তুলনায় মিলই অনেক বেশি। কিছু আচরণগত যে পার্থক্য দেখা যায় তা পারিপার্শ্বিক থেকেই হয়তো অভ্যাসগত হয়ে গেছে।
বর্তমান যুগে নারী পুরুষ এর পার্থক্য নিয়ে বিতর্ক করার আর কোনো সুযোগ নেই। প্রতিটা সেক্টরে নারী পুরুষ এর সাথে তালে তাল মিলিয়ে চলছে। অনেক ব্যাপারে পুরুষ এর চেয়েও এগিয়ে গেছে।
আমি জাহান হুমা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।