গুগল ক্রম এর ভিতর বাহির

গুগলের কোন সেবা মানেই বিশেষ কিছু। গুগল কোন সেবা বা পণ্য ব্যবহারকারী হাতে পৌছানোর পূর্বে তা নিয়ে অনেক গবেষনা করে। আমরা গুগল ক্রমের কথা সবাই কম-বেশি জানি। আমরা অনেকে আবার ব্যবহারও করি। গুগল ক্রম গুগলের একটি সাধনার ফসল। গুগল গবেষনা করে দেখেছে যে এখন মানুষ অনলাইনে অনেক বেশি সময় কাটাচ্ছে,এবং অনলাইনে এমন কাজ করছে যা ১৫ বছর আগে কল্পনাও করা যেত না। এ সমস্ত ব্যাপার গুলো মাথায় রেখেই গুগল ক্রমের পথচলা।

joss

ওয়েব মূলত সাধারণ টেক্সট পৃষ্টা থেকে জটিল আন্তঃক্রিয়াশীল অ্যাপ্লিকেশনে পরিণত হয়েছে এবং তাই ব্রাউজারের ব্যাপারে পুরোপুরি নতুন ভাবে চিন্তা-ভাবনা শুরু করে গুগল। গুগল শুধু ব্রাউজারই নয়,ওয়েব পেজ এবং অ্যাপ্লিকেশনের জন্য একটি আধুনিক প্ল্যাটফর্ম তৈরি করে,তাই হচ্ছে গুগল ক্রম। গুগল ক্রম এমন একটি ব্রাউজারের ভিত্তি তৈরি করতে সক্ষম হয়েছে যা জটিল অ্যাপ্লিকেশন আরো ভাল ভাবে চালনা করে। প্রতিটি ট্যাবকে একটি বিচ্ছিন্ন ‘স্যান্ড বক্স’ এ রেখে একটি ট্যাবের সাথে অন্য ক্রাশ রোধ করে এবং অবাঞ্জিত সাইটের ক্ষেত্রে উন্নত নিরাপত্তা প্রদান করতে সক্ষম। পরবর্তী প্রজন্মের ওয়েব অ্যাপ্লিকেশন,যা এমনকি আজকের ব্রাউজারে সম্ভব নয়,তা সফল করতে V8,একটি শক্তিশালী Java Script বানিয়েছে গুগল। এটা শুধু শুরু-গুগল ক্রম সম্পন্ন হতে এখনও অনেক দেরি। এখন আমরা উইন্ডোজ বিটা ভার্শন ব্যবহার করছি। গুগল ক্রম ম্যাক এবং লিনাক্স এর উপরও কাজ করছে।গুগল ক্রমের পেছনের কথা তো অনেক জানলাম এখন চলুন দেখি এর বিভিন্ন ফিচার-

নতুন ট্যাব পৃষ্ঠা

tab

যখন আপনি কোন নতুন ট্যাব খোলেন তখন, Google Chrome সেটিকে ব্যবহারোপযোগী তথ্য সহ পুনঃলোড করে৷ একটি ক্লিক করেই আপনি সেই ওয়েব সম্পদ পেতে পারেন যা আপনি সর্বাধিক ব্যবহার করেন৷ একটি নতুন ট্যাব খোলার জন্য, শেষ ট্যাবের ঠিক পরে + চিহ্নটি ক্লিক করুন৷

আপনার সর্বাধিক দেখা ওয়েবসাইটের লিঙ্ক

2

আপনার নিয়মিতভাবে কিছু ওয়েবসাইট দেখার সম্ভাবনা আছে৷ নতুন ট্যাব পৃষ্ঠাটি সেই সকল ওয়েব সাইটের থাম্বনেল ছবি এবং লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করে৷

বন্ধ হওয়া ট্যাব

3

আপনি ভুলবশত কোন কিছু বন্ধ করে ফেলতে পারেন, তাই আপনার সাম্প্রতিক বন্ধ করা ট্যাবগুলির লিঙ্ক সঞ্চয় করা হয়৷ সর্বাধিক তিনটি লিঙ্ক প্রদর্শিত হয়৷

সহজে ডাউনলোড করুন

down n

যখন কোন ওয়েব সাইট থেকে ফাইল ডাউনলোড করেন তখন ডাউনলোড বাটনটি ট্যাবের নিচে এসে উপস্থিত হয়,যেকানে আপনি আপনার ফাইল ডাউনলোডের উপর নজর রাখতে পারেন। ফাইল বোতামটি ডাউনলোডের মাপ এবং ডাউনলোড সম্পূর্ণ হতে কত সময় বাকি আছে তা জানায়৷ ডাউনলোড হচ্ছে তা বোঝানোর জন্য ট্যাবে একটি তীর চিহ্ন দেখানো হয়। আপনি যদি কোন সম্পাদনযোগ্য ফাইল (যেমন .exe, .dll, বা .bat এক্সটেনশনযুক্ত ফাইল) ডাউনলোড করেন তাহেল, আপনাকে প্রথমেই ডাউনলোড বাটনে ফাইল বোতামে উপস্থিত হওয়া সংরক্ষণ বাটনে ক্লিক করে ডাউনলোড স্বীকার করতে হবে। এই পদক্ষেপটি আপনার কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিকারক সফ্টওয়্যার ডাউনলোড হওয়াকে আটকাতে সাহায্য করে৷ আপনি যদি ডাউনলোড সামগ্রীটির ব্যাপারে নিশ্চিত না হন সেক্ষেত্রে এর পরিবর্তে ক্যান্সেল বাটনেটি ক্লিক করুন৷ আপনি Google Chrome বন্ধ করলে অসংরক্ষিত ডাউনলোডগুলি মুছে যায়।
আপনারা চাইলে গুগল ক্রম ব্যবহার করে দেখতে পারেন,আসলেই গুগল ক্রম অন্যান্য ব্রাউজারের তুলনায় সব দিক বিবেচনায় বেশ নান্দনিক। এখান থেকে গুগল ক্রম ডাউনলোড করতে পারবেন। আর আপনাদের ব্যবহারের সুবিদার্থে গুগল ক্রমের কিছু কী-বোর্ড শর্টকার্ট দিয়ে দিচ্ছি-

কী-বোর্ড শর্টকাট

short cut

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ইউজ করছি..ভালোই লাগে

অনেকদিন ধরে শুধুমাত্র ক্রোমই ব্যবহার করছি….. 🙂

প্রয়োজনীয় টিপস্