ক্রোম Incognito Tab এ কিভাবে স্কিনশট নিবেন৷

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। টেকটিউনস এর নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমার দেখবো ক্রোম incognito tab এ কিভাবে স্কীনশন নিবেন বা অন করবেন?

Incognito Tab কী?

এটি হলো কোন ব্রাউজারের গেস্ট মোড। এখানে কোন পারসোনাল ডাটা জমা হয় না। আমরা যখন স্বাভাবিক মোডে ব্রাউজ করি তখন আমরা যা দেখি সবকিছু মোবাইলে সেভ হয়ে থাকে৷ কিন্তু এই মোডে কোন ডাটা সেভ হয়ে থাকে না। ফলে মেমোরি অপচয় কম হয়৷ কিন্তু এই মোডের সমস্যা হলো এখানে কোন স্কিন শট নেওয়া যায় না। তবে আজকের এই সেটিংস টি করলেই নেয়া যাবে স্কিনশট।

Banglalink Internet offer 7 days

কিভাবে incognito tab এ স্কিনশট নিবেন? বা অন করবেন।

  • প্রথমে ক্রোম ব্রাউজার অন করুন। এবং সার্চ করুন "chrome://flags"Incognito tab কিভাবে স্কিনশট নিবেন
  • এরপর নতুন পেজ ওপেন হবে। সেখনে সার্চ বক্সে লিখুন "screenshot "এবং দেখবেন " incognito screenshot "আসবে। যা " default "দেয়া। আপনি তা " enable "করে দিন।
  • এখন কাজ শেষ। এখন আপনি চাইলে যেকোনো " incognito tab" mode এ স্কিনশট নিতে পারবেন।

তো বন্ধুরা এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আরও:জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
e passport status check by SMS

Level 0

আমি ফজলে রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I am Fazlay Rabbi. Kalertech CEO


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস