আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
প্রযুক্তির যুগে ঘরের অন্যতম দরকারি জিনিস এখন রাউটার। কিন্তু অধিকাংশ মানুষ জানেই না কিভাবে রাউটার কাজ করে। অনেকে আবার রাউটার আর মডেমের পার্থক্যের বিষয়েও অজ্ঞাত। আজকের এই টিউনে আমি রাউটারের ব্যাসিক ফাংশনালিটি নিয়ে আলোচনা করব, আশা করা যায় আপনি ভাল একটা ধারণা পেয়ে যাবেন।
সহজ ভাষায় রাউটার একটি নেটওয়ার্কের সকল ডিভাইসকে কানেক্ট করে এবং ডিভাইস গুলোর মধ্যে ডেটা প্যাকেট স্থানান্তর করে। এই ডেটা ডিভাইস থেকে ডিভাইসে অথবা ইন্টারনেট থেকে ডেটা প্যাকেট স্থানান্তর করে। রাউটার নেটওয়ার্কের ডিভাইস গুলোকে একটি লোকাল আইপি এড্রেস এসাইন করে এবং ডেটা প্যাকেট সেন্ড করে। আর এর মাধ্যমে ডেটা ভুল জায়গায় না গিয়ে সঠিক জায়গায় প্রেরিত হয়।
একটা কুরিয়ার সার্ভিসের কথা চিন্তা করুন, আপনি যখন সঠিক এড্রেস দেবেন তখন সেটা সেই এড্রেসে চলে যাবে। এড্রেস ভুল হলে ভুল জায়গায় প্যাকেজ চলে যেতে পারে। রাউটার প্রতিটি ডিভাইসের একটা ইউনিক নাম্বার দেবে, যাতে করে ভুল জায়গায় ডেটা প্যাকেট চলে যাবার চান্স থাকে না।
আপনি যেমন প্যাকেজ ফিরিয়ে আনতে পারেন, রাউটারও একই কাজটি করতে পারে। রাউটার প্রতিটি ডেটা আলাদা ভাবে সেন্ড করে এবং এত দ্রুত করে যে একই সময় মাল্টিপল ডিভাইস ডেটা আদান প্রদান করতে পারে।
অনেকে রাউটার মডেমের পার্থক্য ধরতে পারে না কারণ মডার্ন মডেম গুলোতে বিল্ড-ইন রাউটার দেয়া থাকে। ইন্টারনেট আসার প্রথম দিকের দিন গুলোতে কিন্তু মানুষ দুটি ডিভাইসের আলাদা আলাদা ফাংশনালিটি ধরতে পারতো।
ISP এর সাথে ইন্টারনেটে কানেক্ট হতে মডেল ব্যবহৃত হতো, এবং রাউটারের কাজ ছিল নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইসকে কানেক্ট করা, এমনকি মডেমকেও কানেক্ট করা। সুতরাং রাউটার মডেম এবং মাল্টিপল ডিভাইস গুলোকে এক জায়গায় থেকে অন্য জায়গায় ডেটা আদান-প্রদানের সুযোগ করে দিতো। বর্তমানে এই পুরো বিষয়টি রাউটারে বিল্ড-ইন অবস্থাতে পাওয়া যায়।
মডেমের মুল কাজ হচ্ছে কম্পিউটার উপযোগী সিগনাল স্থানান্তর করা। কম্পিউটার বা মোবাইল ডিভাইসে ব্যবহৃত হয় ডিজিটাল সিগনাল কিন্তু ইন্টারনেট কাজ করে এনালগ সিগনালের উপর। মডেম যেটা করে, এনালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তরিত করে।
এজন্য মডেমকে একই সাথে মডিউলার এবং ডি-মডিউলার বলা হয়। মডেমের কাজ হচ্ছে সিগনাল কনভার্ট করা এবং রাউটারের কাজ হচ্ছে এসব সিগনাল সমন্বয় করা।
একটা সময় ছিল যখন একটা ঘরে একটা পিসি ছিল এবং সেটার মাধ্যমেই ইন্টারনেট ব্যবহৃত হতো। এবং তখন একটা মডেম দিয়ে একটা পিসি চালানো যথেষ্ট ছিল। আর এখনো একটা মডেম দিয়ে একটা ডিভাইসই চলে তবে রাউটারের মাধ্যমে আমরা মাল্টিপল ডিভাইসে কানেক্ট করি। মডেম দিয়ে একটা ডিভাইস চালানো গেলেও, রাউটার দিয়ে একটা ডিভাইস চালানো বেশি সিকিউর।
যাই হোক, বলছিলাম আগের দিনে একটা পিসি একটা মডেমের মাধ্যমে চালানো হতো এতে সমস্যাও হতো না কারণ তখন ইন্টারনেট ডিভাইস এই একটাই ছিল। কিন্তু এখন আমাদের ঘরে এক সাথে অনেক ডিভাইস থাকে যেখানে প্রতিটি ডিভাইসের জন্য আলাদা আলাদা মডেম কেন সম্ভব না, আর এখানেই রাউটারের ব্যবহার। রাউটারের মাধ্যমে এক সাথে অনেক গুলো ডিভাইস আমরা কানেক্ট করি।
এখানে কুরিয়ারের উদাহরণটা মনে করতে পারেন। ধরুন আপনার লোকেশনে, নির্দিষ্ট রোডে যদি একা আপনার বাসা থাকে তাহলে কুরিয়ার এড্রেসে বাসার নাম্বার দেয়ার দরকার নেই রোডের নাম দিলেই হবে, তবে একাধিক বাসা হলে আপনাকে নির্দিষ্ট করে বাসার নাম্বার দিতে হবে।
মাল্টিপল ডিভাইস ইন্টারনেটে কানেক্ট করার জন্যই কেবল নয় বরং নেটওয়ার্কে কানেক্ট সকল ডিভাইসকে পরস্পরের সাথে কানেক্ট করতে রাউটার ব্যবহৃত হয়। রাউটারের মাধ্যমে ইন্টারনেট ছাড়াও আপনি সব গুলো ডিভাইস কানেক্ট করে একটি লোকাল নেটওয়ার্ক তৈরি করতে পারেন। যার মাধ্যমে ডিভাইস গুলোতে ফাইল আদান প্রদান করা সহজ হয়। প্রিন্টার স্ক্যানার এবং গেম কনসোলের মত ডিভাইসে এক সাথে কাজ করা যায়।
রাউটার না থাকলে আপনি ডিভাইস গুলোকে কানেক্ট করতে পারবেন না প্রিন্ট কমান্ড দিলেও প্রিন্টার সেটা পাবে না।
তাছাড়া স্মার্ট হোম হিসেবে যেসকল ডিভাইস যেমন গুগল এসিস্ট্যান্ট, স্মার্ট টিভি ইত্যাদি ব্যবহার করি, এগুলো একে অপরের সাথে যোগাযোগ করতে ইন্টারনেট সমৃদ্ধ রাউটার প্রয়োজন। কাজের উপর নির্ভর করবে ডিভাইস গুলোর ইন্টারনেট লাগবে কিনা, তবে এখানে সমন্বয় করার কাজটি রাউটারই করে থাকে।
একটি লোকাল নেটওয়ার্ক ইন্টারনেট এবং মডেম ছাড়াও তৈরি হতে পারে কিন্তু রাউটার ছাড়া এটা সম্ভব না।
ওয়ারড রাউটারের কেবল একটি LAN ক্যাবল পোর্ট থাকে অন্যদিকে ওয়ারলেস রাউটার, যা ওয়াই ফাই রাউটার হিসেবে পরিচিত, সেটার এন্টেনা থাকে এবং ওয়ারলেস এডাপ্টার থাকে যার মাধ্যমে তার ছাড়াই এখানে ডিভাইস কানেক্ট হতে পারে।
বেশির ভাগ রাউটার এবং মডেম গুলোতে এখন LAN পোর্ট এবং এন্টেনা উভয়ই থাকে। আপনাকে কেনার আগে শুধু ভেবে নিতে হবে আপনার সিচুয়েশনে কোনটা দরকার।
হার্ডওয়্যার সম্পর্কে ভাল জ্ঞান থাকলে, হোম নেটওয়ার্ক সেট আপ করা এবং পরবর্তীতে ডিভাইস আপগ্রেড বা রিপ্লেস করা সহজ হয়। আশা করছি বুঝতে পেরেছেন আপনার ইন্টারনেটের পেছনে রাউটারের অবদান কী এবং এটা কিভাবে কাজ করে।
তাছাড়া রাউটার এবং মডেমের পার্থক্য বুঝতে পারলে, কোনটা কখন কিনবেন সেই সিদ্ধান্ত নিতে সহজ হবে এবং অতিরিক্ত ফিচার যা দরকার নেই সেটাও এড়িয়ে যেতে পারবেন।
তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।