হঠাৎ করেই গুগল একটি বিশাল অংকের অর্থে কিনে নিল আমেরিকার মোবাইল জায়ান্ট মটোরোলাকে। প্রতিটি শেয়ার ৪০ ডলার করে কেনা এই লেনদেন গুগলের ইতিহাসের সবচেয়ে বড় ইনভেস্ট। গুগলের এই সাহসী পদক্ষেপের পেছনে কারন খুঁজতে যেয়ে বিশেষজ্ঞরা ধারনা করছেন অ্যাপলের মার্কেট লিডিং মোবাইল 'আইফোনকে' টেক্কা দেবার জন্যেই গুগলের এ পদক্ষেপ। বিশ্বে প্রতিদিন প্রায় ৫৫০,০০০ টি এন্ড্রয়েড সমর্থিত সেলফোন প্রায় ৩৯টি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে সক্রিয় হচ্ছে। কিন্তু তাতেও গুগলের প্রত্যাশা পূরন হচ্ছে না। তাই তারা সম্পূর্ণ নিজেদের ব্যবস্থাপনায় মোবাইলের হার্ডওয়্যার তৈরি করতে চায় বলেই সবার ধারনা। এতে করে গ্রাহকদের গুগল নিজেদের পছন্দমত স্পেসিফিকেশনের সেলফোন উপহার দিতে পারবে বলে সিদ্ধান্তে এসেছে।
কাল সকালেই গুগল মটোরোলাকে কিনে নেবার প্রস্তাব করে এবং মাত্র ১ ঘন্টার মধ্যে তারা মটোরোলার নতুন মালিকানা ঘোষনা করে।
গুগল মটোরোলাকে ব্যবহার করে নিজেরাই সেলফোন তৈরি করবে, সেক্ষেত্রে এন্ড্রয়ে কি আগের মত সবার ব্যবহারের জন্য ওপেন থাকবে? হ্যা, গুগলের ঘোষনা মতে, এন্ড্রয়েড আগের মতই ওপেন থাকবে।
গুগল জানায়, "The acquisition of Motorola Mobility, a dedicated Android partner, will enable Google to supercharge the Android ecosystem and will enhance competition in mobile computing. Motorola Mobility will remain a licensee of Android and Android will remain open. Google will run Motorola Mobility as a separate business."
গুগলের সি.ই.ও ল্যারি পেইজ গুগল ব্লগে আরো বলেন,
মটোরোলার ৮০ বছরের অভিজ্ঞতা ও উদ্ভাবনী জাদু ও মেধায় যোগাযোগ প্রযুক্তিতে এসেছে বিপ্লব, যা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। এছাড়াও মাইক্রোসফট ও অ্যাপল যেভাবে উপুর্যুপুরি এন্ড্রয়েডের পেটেন্টের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে, সেখানে মটোরোলাকে কিনে নেয়া আমাদের একটি সুবিধাজনক অবস্থানে পৌছে দেবে।
সব কিছু বিবেচনা করে আশা করা যাচ্ছে গুগলের এ যুগান্তকারী পদক্ষেপে টেলিকমিউনিকেশন্স সেক্টরে বড় একটি বিপ্লব ঘটতে যাচ্ছে।
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
আমি তো শিরোনাম দেখে ভেবেছি মটোরোলাই কিনে নিয়েছে গুগোলকে।যাক মটোরোলার এই পড়ন্ত বাজারে আশা করছি গুগোল মটোরোলা নতুন কিছু নিয়ে আসবে বাজারে যা হবে চমকপ্রদ।ধন্যবাদ খবরটি শেয়ার করার জন্য।