বলা হয়ে থাকে আজকে প্রযুক্তির যে অংশ বাস্তবে দেখছেন তা চিন্তা করা হয়েছে কমপক্ষে ২০-৩০ বছর আগে। সে অর্থে প্রযুক্তিগুলো কিন্তু একদমই নতুন নয়। প্রযুক্তির অগ্রগতি কখনো থেমে থাকে না, কারন সারা দুনিয়ার মানুষ কোন না কোন দিকে আর উন্নয়নের চিন্তা করছেন সবসময়। প্রযুক্তিবিদেরা যে বসে নেই তার প্রমান পাওয়া যা ভবিষ্যতের প্রযুক্তির কনসেপ্ট ডিজাইনগুলো দেখলে। এদের সব কিছু হয়ত বাস্তবায়িত হবে না, তবে অনেক কিছুই হবে ততদিন চলুন ছবি আর স্বপ্নে দেখে অপেক্ষা করতে থাকি!
আজকের আয়োজন ভবিষ্যতের কিছু কনসেপ্ট কারের ডিজাইন নিয়ে–
জাগুয়ার কনসেপ্ট–
ডিজাইনারঃ হিতেশ পানচাল
======================================================================
======================================================================
বৈশিষ্ট্য ঃ ইলেক্ট্রিক গাড়ি, ২ টি লিথিয়াম আয়ন ব্যাটারি চালিত ৪টি ইলেক্ট্রিক মটর (১৯৫ হর্স পাওয়ার প্রতিটি) ৬৮ মাইল পর্যন্ত গাড়িটি টেনে নিতে সক্ষম এবং ২টি মিনিয়েচার গ্যাস টারবাইন রয়েছে যা প্রয়োজনের মুহুর্তে ব্যাটিরী দুটিকে রিচার্জ করে নিতে পারে খুব দ্রুত এবং অতিরিক্ত গতি প্রদান করতে পারে যা একটানা গাড়িকে চালিয়ে নেমে ৫৬০ মাইল পর্যন্ত! গাড়িটি ০-৬০ মাইল/ঘন্টা গতি তুলতে পারে মাত্র 3.4 সেকেন্ড সময়ে! মটরগুলো সর্বোচ্চ গতি দেবে ৬০মাইল/ঘন্টা এবং একটি টার্বাইন সেই গতি বাড়িয়ে দেবে ১২০মাইল/ঘন্টা পর্যন্ত!
======================================================================
ডিজাইনারঃ মার্কো সোয়েস্টন
বৈশিষ্ট্য ঃ মানুষের শরীরের গঠন অনুসারে তৈরী, এর চামড়া আছে, পেশী ও আছে! আসলে পুরো গাড়ীটি এক ধরনের সিন্থেটিক ফাইবার দিয়ে তৈরী। এর ভিতরে আছে মাসল প্যাটার্ন যা স্পর্শের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পারে। তাই অ্যাকসিডেন্ট এর ভয় নেই তেমন। গাড়ীটি তৈরী হয়েছে রেইস কার হিসেবে ব্যাবহারের জন্য। এর বাইরের স্কিনটি বিশেষ ধরনের কাচের তৈরী তাই চালক গাড়ির ভিতরে বসে বাইরের সব কিছুই দেখতে পাবেন!
======================================================================
ডিজাইনারঃ ইয়ান কেটল
======================================================================
======================================================================
BMW Electric Trike-Car
ডিজাইনারঃ আমাদু বা এন্দিয়া
======================================================================
======================================================================
BMW pixie
ডিজাইনারঃ মাগদালিনা স্মিড
======================================================================
ডিজাইনারঃ Kukil Han, Daehyun Kim, Bojoong Kim & Jihwan Yun
বৈশিষ্ট্য ঃ বলব না কিছু, নিজে দেখে নেন!
======================================================================
সূত্রঃ সুখবর২৪.কম
আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইয়া আল্লাহ! মাথা ঘুরতাসে!! মাথা ঘোরা থামানোর লাগি ওষুধ দেন।
ভালা পোস্টের লাগি ধইন্যা পাতা 🙂