আপনি যদি প্রফেশনাল মানের ফ্লাশ এনিমেশন তৈরী করতে চান তাহলে স্বাভাবিকভাবেই আপনাকে এডোবি ফ্লাশ সফটওয়্যারের উপরে নির্ভর করতে হবে. আপনার যদি ফ্লাশে ভাল দক্ষতা না থাকে তাহলে আপনি অ্যাডভান্সড লেভেল এসব সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না. আবার যদি আপনি চান যে এসকল সফটওয়্যারের উপরে আপনি দক্ষ হবেন তাহলেও আপনাকে অনেক সময় এবং শ্রম দিতে হবে. এডবি ফ্লাশের বিকল্প হিসাবে আপনি অনেক ভাল মানের সফটওয়্যারও বাজারে পাবেন, কিন্তু সেগুলোর অধিকাংশই আপনি ফ্রী পাবেন না. আপনাকে অনেক দাম পরিশোধ করে সেগুলো কিনতে হবে. তবে এই পোষ্টে আমি আপনাদের সাথে একটা সফটওয়্যার শেয়ার করবো. এই সফটওয়্যারটির নাম হচ্ছে Vectorian Giotto.
এই সফটওয়্যারটিকে দেখতে খুব সাধারন মনে হলেও এটা খুবই শক্তিশালী. ওয়েবসাইট কিংবা অন্য কোন প্রজেক্টের জন্য আপনি ভাল মানের ফ্লাশ এনিমেশন কোন প্রকার কোডিং ব্যতীতও ভালভাবে করা যায়. এই সফটওয়্যারটির মূল ইন্টারফেস এডোবি ফ্লাশ সফটওয়্যারের মতই. কাজেই ফ্লাশ ব্যবহারে কম বা বেশি দক্ষ যে কেউ খুব সহজে এই সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবেন. নতুন ব্যবহারকারীরা প্রথমে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও কিছুদিন সময় দিলে তারাও বেশ দক্ষ হয়ে উঠবে. এই সফটওয়্যারে 50 টিরও বেশি কাস্টমাইজেবল ইফেক্ট দেওয়া আছে এবং প্রায় 100 টিরও বেশি ইফেক্টের প্রিসেট রয়েছে. সফটওয়্যারটির প্রধান ওয়েবসাইটে বেশ কিছু টিউটোরিয়ালও দেওয়া রয়েছে যা আপনাকে এনিমেশন তৈরী করতে খুবই সাহায্য করবে. টিউটোরিয়ালটির ঠিকানা হচ্ছেঃ http://vectorian.com/help/tutorials.
ডাউনলোড করবার ঠিকানা হচ্ছেঃ http://vectorian.com/downloads/
আমি এম আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ।