টেসলা কেন রোবট তৈরি করছে?

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক ভবিষ্যদ্বাণী করেছেন যে, টেসলার হিউম্যানয়েড রোবট একদিন কোম্পানির ব্যবসার সবচাইতে মূল্যবান একটি অংশ হবে। আর ইলন মাস্ক Tesla's AI Day তে রোবটের মত দেখতে ডিজাইন করা একজন ব্যক্তিকে বডি-স্যুট পরিহিত অবস্থায় মঞ্চে নিয়ে আসেন এবং দর্শকদের সামনে তাকে ড্যান্স করতে দেন।

যেখানে ইলন মাস্ক বলেন যে, তাদের লক্ষ্য এমন একটি মেশিন তৈরি করা, যা শ্রমের খরচ কমাতে পারে এবং মানুষের কাজকে সহজ করে দিতে পারে।

আর আমরা বর্তমানে বুঝতে পারছি যে, প্রতিনিয়ত আমাদের চারপাশের কাজগুলো অটমেশন হয়ে যাচ্ছে। আমাদের ব্যবহার করা ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে, বাড়ির হোম এপ্লায়েন্স গুলো ও অটমেশন হয়েছে। এমনকি বর্তমানের কল-কারখানা গুলোতেও জটিল সব কাজ করার জন্য রোবট ব্যবহার করা হয়। কেননা, এসব কাজ করার জন্য মানুষ উপযোগী নয় এবং করলেও সেটি অনেক সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। আর এই চাহিদা থেকেই সামনে আসে ইলন মাস্কের সেই রোবটের কথা।

ইলন মাস্কের রোবট কি মানুষকে কায়িক শ্রমের হাত থেকে মুক্তি দিবে?

ইলন মাস্কের রোবট

Elon Musk বলেন যে, তারা ভবিষ্যতের জন্য এমন এক পরিকল্পনা করেছেন, যেখানে রোবটটি তার মালিকের জন্য প্রতিদিনের কাজ গুলো করে দিবে। এসব কাজের মধ্যে যেমন, সে দোকানে যাবে এবং পণ্য কিনে নিয়ে আসবে।

যাইহোক, ইলন মাস্কের এই ড্য্যন্সিং রোবট কি সত্যি মানবজাতিকে কায়িক শ্রমের হাত থেকে মুক্তি দেবে? তিনি অবশ্য তাই মনে করেন। আর এই Tesla Supremo (ইলন মাস্ক) মনে করেন যে, তাদের তৈরি এই রোবটটি সবচেয়ে জটিল সমস্যাগুলোর সমাধান করতে পারবে। কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয় টেসলার AI দিবস, যেটি Palo Alto এর কোথাও একটি Budget Conscious স্থান থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তার এই অনুষ্ঠানে ইলন মাস্ক সবাইকে চমকে দিয়ে বলেন, "এরকমই হবে টেসলার তৈরি হিউম্যানয়েড রোবট। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি টেসলা এবার নির্মাণ করতে যাচ্ছে, Tesla Bot নামের মানব সদৃশ রোবট। আর তাদের তৈরি এই রোবটটি হবে মূলত একটি কর্মী রোবট। যা একজন মানুষের মতো কারখানাতে কর্মী হিসেবে কাজ করবে। আর Elon Musk এর ভাষ্যমতে, সর্বপ্রথম এটি টেসলার কারখানাতেই কাজে লাগানো হবে। "

Tesla Bot এর উচ্চতা হবে ৫ ফুট ৮ ইঞ্চি এবং এর ওজন হবে প্রায় ৫৭ কেজি। এছাড়া রোবটটি তৈরিতে ব্যবহার করা হবে হালকা ওজনের যন্ত্রাংশগুলো। এতে করে এই রোবটটি তার কাজের তুলনায় অত বেশি ভারী হবে না। আর এই রোবটটি ঘন্টায় পাঁচ মাইল বেগে চলাফেরা করতে পারবে এবং এটি প্রায় ২১ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় প্রায় ৬৯ কেজি পরিমাণ ওজন নিয়ে গিয়ে সরাতে পারবে।

এই রোবটের এসব বৈশিষ্ট্য দেখে বোঝা যায় যে, এটির মাধ্যমে সব ধরনের কাজ করা যাবে। এমনকি এই হিউম্যানয়েড টেসলা বট রোবট এর মাধ্যমে বিপদজনক, একঘেয়েমি এবং বিরক্তিকর সব কাজগুলো করা যাবে। যেখানে এটি ব্যবহার করা হতে পারে, কোন একটি কারখানার ভেতরে মালামাল বহন করা থেকে শুরু করে, যন্ত্রাংশের কাজগুলো করানোর মাধ্যমে। যা ভবিষ্যতে মানুষের জীবনযাত্রাকে আরো অনেক বেশি সহজ করে তুলবে এবং কাজকে করবে অনেক দ্রুত গতির।

আর, ইলন মাস্ক এটিও দাবি করেন যে, এই রোবট বাজারে আসলে, কারখানার ভিতরের কর্মী সংকট দূর হয়ে যাবে। কর্মীসংকট পরিস্থিতিতে এই Robot কে কাজে লাগিয়ে, সেই সংকট কাটিয়ে উঠা যাবে এবং শ্রমের মূল্য ও কমিয়ে আনা যাবে।

দেখতে মানুষের মতো এই রোবটটি তারা ২০২২ সালের মধ্যেই পরীক্ষামূলক সংস্করণ নিয়ে আসবে বলে দাবি করেছেন।

প্রকৃতপক্ষে, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার টেসলা AI দিবস, অনুষ্ঠানটি আসলে রোবট সম্পর্কে ছিল না। বরং, সেখানে টেসলার শীর্ষ প্রযুক্তিগত কর্মকর্তারা স্বয়ংক্রিয় চালিত গাড়ির সর্বশেষ অগ্রগতি সম্পর্কে রিপোর্ট করতে জড়ো হয়েছিল। আর তার মধ্যমেই তারা Tesla Bot এর ডেমোনস্ট্রেশন দেয়।

সেলফ ড্রাইভ কারের পেছনে তাদের পরিকল্পনা

সেলফ ড্রাইভ কারের পেছনে তাদের পরিকল্পনা

বর্তমানে জ্বালানি তেলের গাড়ির পরিবর্তে ইলেকট্রিক গাড়ি গুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর ইলন মাস্কের Tesla প্রতিষ্ঠানটি এই চাহিদাকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আর বর্তমানের তারা গুরুত্ব দিচ্ছে সেলফ ড্রাইভ কারের পেছনে। আর বিশ্বের টেসলার গাড়ি প্রিয় মানুষের কাছে একটি আশা হয়ে থাকে যে, এবছর কোন মডেলের গাড়ি বাজারে আসবে।

Autopilot হার্ডওয়ারের সিনিয়র ডিরেক্টর Genesh Venkataraman উপস্থিত সমাবেত জনতাকে তার ফার্মের D1 চিপ সম্পর্কে অবগত করেন। D1 হল সিলিকনের তৈরি একটি মসৃণ নতুন 7 ন্যানোমিটারের একটি চিপ। যা টেসলার প্রসেসিং পাওয়ার কে আরো শক্তিশালী করবে।

আমি এখানে টেসলার সেই রোবটের কথা বাদ দিয়ে গাড়ির কথা আলোচনা করছি। চিন্তা করবেন না, আমি আবার সেই রোবটের আলোচনা করতে যাচ্ছি। আমাদের মূলত এটি জানা প্রয়োজন যে, টেসলার কেন এত কমপিউটিং পাওয়ার প্রয়োজন। অর্থাৎ, কেন তাদের এত শক্তিশালী প্রসেসর বা তৈরি করার দরকার। চলুন, এবার সেটি নিয়ে একটু আলোচনা করা যাক।

কেন টেসলার এত কমপিউটিং শক্তি প্রয়োজন?

টেসলার এত কমপিউটিং শক্তি

আমরা জানি যে, প্রত্যেকটি ইলেকট্রিক স্মার্ট ডিভাইস পরিচালনার জন্য শক্তিশালী চিপ এর দরকার হয়। যে ডিভাইসটির চিপ যত বেশি শক্তিশালী, সেটির কর্মদক্ষতা ও ততবেশি। আর আমাদের ভবিষ্যতের সকল কাজগুলো করে দেবার জন্য শক্তিশালী সব ডিভাইস এবং যন্ত্রাংশের প্রয়োজন। আর এজন্য সেগুলোতে কম্পিউটার পাওয়ারের জন্য ব্যবহার করা প্রয়োজন হবে শক্তিশালী সব মাইক্রোচিপের। এই বিষয়টি যদি টেসলার ক্ষেত্রে বিবেচনা করা যায়, তাহলে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সেলফ ড্রাইভিং কার গুলোর ভবিষ্যতে উন্নতির জন্য খুবই উচ্চমানের চিপের প্রয়োজন হবে।

তাদের তৈরী এই D1 চিপটি প্রসেসিং পারফরমেন্সের দিক থেকে অ্যাপলের M1 এরপরই অবস্থান করছে। যেটিকে ২৫ টি শক্তিশালী Squadrons এ বিভক্ত করা হবে এবং একটি "Training Tile" ১২০-এ সাজানো হবে। অর্থাৎ, টেসলার ডিজাইনের কেন্দ্রবিন্দু হলো DOJO D1 চিপ, যেটি অনেক হাই ব্যান্ডউইথ এবং কমপিউটিং কার্যক্ষমতা প্রদান করবে।

টেসলার এই নতুন DOJO সিস্টেম DOJO-এর স্নায়ু কেন্দ্রের সমন্বয়ে গঠিত, যা ঐতিহ্যবাহী Japanese House of Learning and Reflection এর জন্য নামকরণ করা হয়েছে। আর এটিকে টেসলার তৈরি বহর থেকে ট্রিলিয়ন Real-world ডেটা ইনপুট প্রক্রিয়া করার জন্য ডিজাইন করা হয়েছে। আমরাও আশাকরি যে, একদিন এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সেলফ ড্রাইভিং অ্যালগরিদম ডেভলপ হবে, যখন সেসব গাড়িগুলোতে কোন  দুর্ঘটনা ঘটবে না।

ইলন মাস্ক AI day এর সেই ইভেন্টে বলেন যে, আমাদের গাড়িগুলো চাকার উপরে একটি Semi-silent বা অর্ধ-সংবেদনশীল রোবট। সুতরাং, এটিকে একটি মানবিক রোবটের মত বলা চলে। বর্তমানে আমাদের এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট তৈরি করতে হবে, যা একটি স্বয়ংক্রিয়ভাবে চালিত গাড়ি, একটি জটিল এবং বাস্তব বিশ্বে নেভিগেট করার ক্ষমতা ও যেটির এসব পরিস্থিতিতে চলার জন্য প্রয়োজনীয় বুদ্ধিমত্তা রয়েছে। আমাদের এমন কাজ করতে সক্ষম একটি রোবট দরকার, যা আমরা একজন নিয়মিত মানুষের কাছ থেকে আশা করতে পারি।

ইলন মাস্কের তৈরি টেসলা বট

টেসলা বট

Elon musk এর দৃষ্টিতে, আমাদের নিকট ভবিষ্যতে এমন একটি দরকারী AI রোবট অবশ্যই প্রয়োজন; যে রোবটটি দোকানে যেতে পারে এবং আমাদের জন্য পণ্য সামগ্রী কিনে আনতে সক্ষম হবে। আর বর্তমানে তারা এই ধরনের রোবট নিয়েই কাজ করছে।

আর Tesla's AI Day তে দেখানো সেই রোবটটি আসলে কোন রোবট নয়। এটি ছিল আসলে একটা স্যুট পরা মানুষ এবং সে রোবটের মত ড্যান্স করছিল। কিন্তু তবুও, সেই মানুষটি রোবটের চরিত্র খুব ভালোভাবে সবার সামনে তুলে ধরেছিল। টেসলা কিংবদন্তি Robotics Dennis Hong এর সাথে পর্দার আড়ালে কাজ করছে, যেটি একটি হিউম্যানয়েড বট তৈরীর প্রতিষ্টান। টেসলা বট দিয়ে বাস্তব বিশ্বের অনেক কাজই করা যাবে, যেসব কাজগুলো মানুষের জন্য করা অনেক বিরক্তিকর। এসব কাজের মধ্যে যেমন: রাস্তা ঝাড়ু দেওয়ার মতো কাজ থেকে শুরু করে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার করার মতো কঠিন কাজও করতে পারবে।

মূলত মাস্ক বলেছেন যে, ভবিষ্যতের শারীরিক কাজগুলো করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটের প্রয়োজন হবে। তখন, কারখানাগুলোতে মানুষের বদলে রোবটের প্রয়োজনীতা ব্যাপক ভাবে দেখা দিবে। আর সেই লক্ষ্যেই তিনি এমন একটি Robot তৈরি করার চেষ্টা করছেন, যেটি সেসময়ের এই বৈশ্বিক নীতির প্রয়োজনীয়তা কাটিয়ে উঠাতে পারবে। আমরা জানি যে, টেসলা বটের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা হবে। আর এটি টেসলার তৈরি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রাইভিং কার গুলোর বেশিরভাগ অংশই দখল করবে।

টেসলা বটের মাথায় একটি ক্যামেরা থাকবে এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্যগুলো দেখার জন্য একটি স্ক্রিন অন্তর্ভুক্ত থাকবে। এই রোবটের সারা শরীরের প্রায় ৫০ টি ইলেক্ট্রোম্যাগনেটিক অ্যাকচুয়েটর বিতরণ করা হয়েছে। যেখানে প্রতিটি হাতে ১২ টি, প্রতিটি অঙ্গের ১২ টি, ঘাড়ে এবং ধড়ের প্রতিটি জায়গায় একজোড়া রয়েছে। টেসলা বট টি অঙ্গগুলোকে খুব দ্রুত এবং সাবলীল ভাবে ফিট করে নেয়।

ইলন মাস্ক অনেক সময় মজা করে বা কৌতুক করে বলেছেন যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানুষের মানবতার জন্য অনেক হুমকিস্বরূপ। আপনি এবার হয়তোবা যেটি ভাবছেন যে, কেন ইলন মাস্ক এমন একটি কাজের দিকে যাচ্ছেন, যেটি সম্পর্কে তিনি আগে আমাদেরকে বা অন্যদেরকে সতর্ক করেছেন। এর উত্তর হতে পারে, "তিনি যদি এটি নিয়ে কাজ না করেন, তাহলে অন্য কেউ করবে"। এটি এমন একটি রোবট হতে যাচ্ছে, যেটি মানুষের মতো বাস্তবসম্মত কাজগুলো করে দিতে সক্ষম। বর্তমান সময়ের মানবীয় রোবটের নেতা হলো Boston Dynamics

কেন টেসলা বট কে মানবিক গুণাবলী সম্পন্ন হতে হবে?

কেন টেসলা বট কে মানবিক গুণাবলী সম্পন্ন হতে হবে

আমরা উপরের আলোচনা থেকে বুঝতে পারলাম যে, বর্তমানে ইলন মাস্ক এমন একটি রোবট তৈরির কথা চিন্তা করছেন, যেটি হবে কিছুটা মানবীয় গুণসম্পন্ন। এটি মূলত একটি যন্ত্র। আর এটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সকল কঠিন কাজ গুলো করে দিতে সক্ষম হবে এবং মানুষের সাথে মিশতে পারবে। এবার আমাদের মনে হতে পারে যে, কেন আমাদেরকে এমন একটি রোবট তৈরি করতে হবে, ‌ যেখানে চার পায়ের রোবটটিই বেশি স্থিতিশীল?

আপনি এবার কল্পনা করুন যে, শত শত টেসলা বট একটি কারখানায় কাজ করছে। যেখানে এসব রোবট গুলো অনেক বেশি স্মার্ট এবং বর্তমান সময়ের রোবট, মানুষের চাইতেও অনেক বেশি কাজ করতে সক্ষম। আর বর্তমান সময়ের সবচাইতে স্মার্ট কারখানার রোবটগুলো সামান্যতম মানবিক নয়। অর্থাৎ, এগুলো মানুষের সাথে মিশতে পারবে না এবং মানুষের কাজে আলাদাভাবে সাড়া দিতে পারে না। অর্থাৎ, এগুলোকে বর্তমানের যে কাজের জন্য তৈরি করা হয়েছে, এটি শুধুমাত্র সেই কাজটিই করতে পারে।

আর আমরা যদি এসব রোবটগুলোকে নিজের সেবার জন্য বা সহকারি হিসেবে দেখতে চাই, তবে সেসব রোবটগুলোকে অবশ্যই আমাদের মতো করে তৈরি করতে হবে। আর খুব সম্ভবত এটা সত্য যে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিবসে ইলন মাস্ক যে ক্যারিশমাটিক রোবটটিকে দিয়ে নাচ করিয়েছিল, মূলত ভবিষ্যতে এরকমই একটি রোবট প্রয়োজন।

আর টেসলা বট মঙ্গল গ্রহের পরবর্তী স্টারশিপে থাকবে। যা মানবজাতির জন্য প্রথম মঙ্গল গ্রহে একটি ইতিহাস স্থাপন করবে। যাইহোক, ইলন মাস্ক যে অনুযায়ী প্রতিশ্রুতি দিয়েছে, সে কথা অনুযায়ী এটিকে কয়েক বছরের মধ্যে সামনে নিয়ে আসলেই হয়।

তো, আপনি কি মনে করেন যে, এই ইলন মাস্কের এই রোবটগুলো সত্যিই ভবিষ্যতে সামনে আসবে? আপনি আপনার মতামত টি অবশ্যই নিচের টিউনমেন্ট বক্সে লিখে জানাবেন। আর টিউনটি ভাল লাগলে অবশ্যই একটি জোসস করবেন।

শেষ কথা

বর্তমানে প্রযুক্তির এই যুগে, মানুষ আরো শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট তৈরি করার পেছনে কাজ করছে। আর সেই লক্ষ্য থেকেই ইলন মাস্কের টেসলা বট টি সবার মাঝে একটু আশার আলো দেখাচ্ছে। যে রোবটটি হবে একটি মানবীয় গুণসম্পন্ন রোবট এবং এটিকে মানুষের সহকারী হিসেবে ব্যবহার করা যাবে। তাদের ওই কাজ সফল হলে, মানুষ প্রযুক্তিগত উৎকর্ষতার দিক থেকে আরও একধাপ এগিয়ে যাবে।

আশা করা যায়, খুব শীঘ্রই টেসলার এই রোবট আমাদের সামনে আসবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস