গুগলের এন্ড্রয়েড – আজ ও আগামীর অপারেটিং সিস্টেম

বর্তমানে সারা বিশ্বে স্মার্টফোনের গ্রহণযোগ্যতা বিশেষভাবে লক্ষণীয়। এককালে আমাদের মোবাইল ফোন মূলত ফোন করা বা এসএমএস এর জন্য ব্যবহার করা হলেও, আজ আমরা মোবাইলে ইন্টারনেট ব্যবহারের দিকে ক্রমান্বয়ে ঝুঁকে পড়ছি। আর কেনই বা পড়ব না বলুন – মোবাইল ফোন যদি আমাদের প্রিয়জনের সাথে ফেসবুক এর মত এপ্লিকেশন ব্যবহার করার সুযোগ দেয় বা বলে দেয় আজকের আবহাওয়া কেমন যাবে, বা আপনার শেয়ারের বর্তমান রেট কত যাচ্ছে কিংবা হুমায়ুন আহমেদের বই ডাউনলোড করে পড়ার সুযোগ দেয় – তাহলে তো এই “হাতের মুঠোয় ছোট্ট বিশ্ব” টাই আমাদের সার্বক্ষণিক সঙ্গী হয়ে পড়বে। আর সহজ ব্যবহার, ইন্টারনেট সুবিধা ও সহজ বহনযোগ্যতার জন্য দিন দিন ট্যাবলেট পিসির প্রতি মানুষের আকর্ষণ যেভাবে বাড়ছে, তাতে বলা যায়, আমাদের ল্যাপটপের দিন শেষ হল বলে।

আ্যপেল এর আইপড (iPod), আইফোন (iPhone) বা সদ্য বের হওয়া আইট্যাব (iTab) এর কথা আমরা কমবেশি সবাই জানি। আ্যপেল তার এই মোবাইল প্রোডাক্টসমূহে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করে তা হল আইওএস(iOS)। কোন সন্দেহ নেই আ্যপেল এর আইফোন তার সহজে ব্যবহার্য, সুন্দর ইন্টারফেস আর নানারকমের কাজের এপ্লিকেশনের স্বকীয়তার জন্য সারাবিশ্বে বহুল ব্যবহৃত একটি পণ্য। আর এসমস্ত কারণে আর বিশেষতঃ বহনযোগ্য একটি কম্পিউটারের বিকল্প হিসেবে আইট্যাবের প্রতিও মানুষের আকর্ষণ স্বভাবতঃই বেশি।

কিন্তু ইদানীং আ্যপেল পড়েছে এক দারুণ চাপের মুখে। চাপটা আসছে আমাদের সবার প্রিয় টেক-জায়ান্ট গুগল থেকে। গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড শুরু থেকেই বেশ হইচই ফেলে দিয়েছিল। বর্তমানে মোবাইল অপারেটিং সিস্টেমের এনড্রয়েড মধ্যে বোধ করি সবচেয়ে জনপ্রিয়, আর এই জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

এনড্রয়েড কি?

এক কথায় এনড্রয়েড একটি অপারেটিং সিস্টেম, একটি মিডলওয়্যার ও কিছু আবশ্যকীয় এপ্লিকেশন/প্রোগ্রামের সমন্বয়ে তৈরি একটি সফটওয়্যারগুচ্ছ বা প্লাটফর্ম। এনড্রয়েডের সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (SDK) এর বিভিন্ন টুলস ও এপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) এর মাধ্যমে জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে এপ্লিকেশন তৈরি করার সুযোগ দেয়।

এনড্রয়েডের ভার্সন

এনড্রয়েডের জন্য ওপেন হ্যান্ডসেট এলায়েন্স (OHA) সদস্য হিসেবে এর নির্মাতা গুগল, আমাদের বিভিন্ন ভার্সনের সেবা প্রদান করে যাচ্ছে। এনড্রয়েডের বিভিন্ন ভার্সন লিনাক্সের বিভিন্ন ভার্সনের মতই খুব মজার একটি নামকরণ পদ্ধতি বেছে নিয়েছে। এনড্রয়েডের ভার্সনগুলোর প্রতিটিই কোন না কোন মজার খাবারের নামে নামকরণ করা হয়। যেমনঃ

- এনড্রয়েড ভার্সন ২.০/২.১ (Eclair)

- এনড্রয়েড ভার্সন ২.২ (Froyo)

- এনড্রয়েড ভার্সন ২.৩ (Gingerbread)

- এনড্রয়েড ভার্সন ৩.০/৩.১ (Honeycomb)

- এনড্রয়েড ভার্সন ২.৩ + ৩.১ (Gingerbread  + Honeycomb) (Ice Cream Sandwich) (এই বছর মুক্তি পাবে)

এনড্রয়েডের গঠনচিত্র

একনজরে আসুন দেখে নেই এনড্রয়েডের গঠনশৈলি

কেন এনড্রয়েডের জয়যাত্রা

কেন এনড্রয়েড এত জনপ্রিয়? ঐ একটাই কারণ – ওপেন সোর্স। যে কারণে দিন দিন লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলছে, সে কারণেই আমরা অনেকেই এনড্রয়েডে আসক্ত হয়ে পড়ছি। আমরা তো সাধারণ ব্যবহারকারী – কিন্তু বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল ফোন ও মোবাইল প্রোডাক্টের নির্মাতারাও এই আসক্তির শিকার হয়ে, উইন্ডোজ, সিমবিয়ান, আইওএস ইত্যাদি ছেড়ে এনড্রয়েড নির্ভর পণ্য তৈরি করে চলেছে। তাদের অবশ্য এই আসক্তির একটি বাণিজ্যিক কারণও আছে।

যাই হোক, চলুন দেখে নেই এনড্রয়েড এর জনপ্রিয়তার কারণগুলো কি কি?

- ফ্রী ও ওপেন সোর্স লিনাক্স কার্নেল নির্ভর অপারেটিং সিস্টেম।

- অত্যন্ত ব্যবহার-বান্ধব (ইউজার-ফ্রেন্ডলি) ইন্টারফেস।

- নিজস্ব ওপেন সোর্স ওয়েবকিট ভিত্তিক ইনটিগ্রেটেড ব্রাউজার ছাড়াও অনন্য বিখ্যাত ব্রাউজার যেমন অপেরা, ফায়ারফক্স বাবহারের সুবিধা।

- উন্নত মিডিয়া সাপোর্ট যা বিভিন্ন অডিও ও ভিডিও ফরম্যাট (যেমন MPEG4, H.264, MP3, AAC, AMR, JPG, PNG, GIF) সাপোর্ট করে।

- ফ্রী লাইব্রেরী – আপনি পাবেন গুগল বুকস, জিনিও ম্যাগাজিন, বা এনড্রয়েড পিট থেকে শত শত ই-বই (ePub ফরম্যাটে)।

- উন্নত ক্যামেরা, জি পি এস, কম্পাস, এক্সেলারোমিটার সাপোর্ট।

- জি এস এম টেলিফোনি, ব্লু-টুথ, এজ, থ্রি-জি, ওয়াই-ফাই সাপোর্ট

- উন্নত গ্রাকিক্স সাপোর্ট।

- উন্নত ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এবং ডালভিক ভার্চুয়াল মেশিন

- “এনড্রয়েড মার্কেট” নামের প্রায় দুলক্ষ সফটওয়্যারের এক বিশাল ভাণ্ডার যেখানে বেশিরভাগ সফটওয়্যারই ফ্রী ও সম্পূর্ণ কার্যকরী।

- বিভিন্ন ওয়েবসাইট/ওয়াপসাইট থেকে সফটওয়্যার ডাউনলোডের সহজলভ্যতা। আইফোন বা আইপডের জন্য কোন  সফটওয়্যার বা মিডিয়া আপনার ডিভাইসে ব্যবহার করতে হলে আপনাকে আ্যপেলের ওয়েবসাইট বা আইটিউনসের সাহায্য নিতেই হবে। কিন্তু এনড্রয়েডের ডাউনলোড আপনি যে কোন থার্ড পার্টি ওয়েবসাইট (যেখানে পাওয়া যায়)

- সম্পূর্ণ ফ্ল্যাশ সাপোর্ট যা ভার্সন ২.২ থেকে পাওয়া যাচ্ছে।

- বর্তমানে যে হারে এনড্রয়েড নির্ভর ফোন ও মোবাইল কম্পিউটিং ডিভাইস তৈরি হচ্ছে, তাতে আপনাকে নির্দিষ্ট কোন ব্রান্ডে আটকে থাকতে হবে না।  ফোন ও মোবাইল কম্পিউটিং ডিভাইস হিসেবে আপনি বেছে নিতে পারেন Samsung, HTC, Dell, Acer, Lenovo, Motorola, Haier, Huawei ইত্যাদি।

এনড্রয়েডের ওয়েবসাইট

এনড্রয়েডের সাপোর্ট আপনি অনেক জায়গা থেকে পাবেন। নীচে মাত্র কয়েকটা ওয়েবসাইটের নাম দেয়া হলঃ

এনড্রয়েডএনড্রয়েড ডেভেলপমেন্ট, এনড্রয়েড মার্কেট, এনড্রলিব, এপএওয়ার, এট্র্যাকডগ, এনড্রয়েড এন্ড মি, এনড্রয়েড কমিউনিটি, ফ্যানড্রয়েড, এনড্রয়েড পিট

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউন চালিয়ে যাবেন বলে আশা করছি… এবং পরবর্তী টিউন এ আরো বিস্তারিত কিছু পাবো সেই অপেক্ষাতে রইলাম.

    চেষ্টা করে যাব। আপাতত: আমার গ্যালাক্সী ট্যাবে এনড্রয়েডের চমকগুলো এক্সপ্লোর করে মুগ্ধ হচ্ছি।
    একটা ভাল ধারনা নিয়ে পরে লিখব।

    Level 0

    সময়োপযোগী লেখা। আপনার অভিজ্ঞতা এবং জানা বিষয়গুলি নিয়ে আরও লিখবেন— আশা করছি, ধন্যবাদ।

    ধন্যবাদ ওমর ভাই, চেষ্টা করব।

thank you….

আমি কয়েকদিব পরে একটা মোবাইল কিনবো? কিন্তু কোনটা ভালো হবে ?নোকিয়া নাকি এন্ড্রয়েড সাপোর্ট মোবাইল?আমি ২০০০০ টাকা বাজেটের মদ্ধে ফ্ল্যাশ যুক্ত মোবাইল কিনতে চাই ।কোনটা ভালো হবে?

    চোখ বন্ধ করে এনড্রয়েড নির্ভর সেট কিনে ফেলুন। যদি ভার্সন ৩.০/৩.১ (হানিকম্ব) সাপোর্টেড সেট পান তাহলেতো কথাই নেই। আমার একজন আত্মীয় তার এইচ টি সি ফোনের উইন্ডোজ ফ্ল্যাশ করে এনড্রয়েড ইনস্টল করার কথা চিন্তা করছে।

    Level New

    এন্ড্রয়েড ৩.০/৩.১ হানিকম্ব শুধুমাত্র ট্যাবলেট পিসির জন্য বানানো। মোবাইলের জন্য এখন পর্যন্ত এন্ড্রয়েডের লেটেস্ট ভার্সন হচ্ছে এন্ড্রয়েড ২.৩.৪ জিনজারব্রীড। তবে আইসক্রীম স্যান্ডউইচ মোবাইল এবং ট্যাবলেট দুটোতেই ব্যবহার করা যাবে।এটি বছরের শেষ নাগাদ বের হবে।

    ধন্যবাদ সেতু ভাই, যদিও গুজবে আছে যে এইচ টি সি ও মটরোলা তাদের সেটগুলোতে হানিকম্ব ব্যবহার করতে পারে, তবে এর সত্যতা এখনও পাওয়া যায়নি।

    মোবাইল ফোনের জন্য তাই আপনি যেভাবে বললেন – জিনজারব্রেডই সবচেয়ে আধুনিক।

    Level New

    ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ডেভেলপার তাদের মোবাইল হানিকম্ব দিয়ে চালাতে সক্ষম হয়েছেন। কিন্তু যেহেতু অপারেটিং সিস্টেমটি পুরোপুরিই ট্যাবলেটের জন্য বানানো তাই এই পদ্ধতিটি পুরোটাই পরীক্ষামূলক মাত্র। এটা ব্যবহার করা সম্ভব হয়েছে বলে এখনো আমি জানি না।

    জ্বী সেতু ভাই, এটা নিয়ে নেট ঘেটে দেখলাম – প্রত্যক্ষ প্রমান পেলাম না। ধন্যবাদ আপনাকে।

    একটু আগেই জানলাম যে windows মোবাইলে উবুন্টু , এন্ড্রইড বুত করা যায়! এই নিয়ে এ্কটি টিউন করবো ভাবছি!

Level New

দারুন হয়েছে, আপনার [email protected] এ ইমেইল করেছি , দেখবেন একটু

    দেখেছি, উত্তর দিয়েছি
    ধন্যবাদ মন্তব্যের জন্য।

নতুনদের জন্য দারুন লিখেছেন 🙂

    ধন্যবাদ সাম্য ভাই, আসলে আমিও এনড্রয়েডে বেশ নতুন – এটাকে এখনও বোঝার চেস্টা করে যাচ্ছি।

অনেক ভালো লিখেছেন…

দারুন টিউন। ফেসবুক পেজে ( facebook.com/itricks ) শেয়ার করলাম।

…………….. ভাইয়া……।। আমি জানি যে ঊইন্ডোজ মোবাইলকে এন্ড্রইড করা ্যায়……।। কিন্তু বুজতে পারছিনা পুরা বেপার টা। এ্কটু বেপারটার সম্পরকে ববেন ??? আমি sony ericsson xperia x1 ব্যবহার করি……… এটা windows………..!!!!!!

অনেক ধন্যবাদ।

জানার আছে অনেক কিছু 😀

    আসলেই, অনেক কিছুই আছে – সমস্যা হল সময়।
    ধন্যবাদ।

Android Rockzzz 🙂 সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ দেশের অনেকেই Android OS নিয়ে ধারনা নেই আপনার পোষ্ট থেকে হয়তো বেশ কিছু ধারনা পাবে।
আমি বেশ কয়েক মাস ধরে ব্যাবহার করছি খুব ভালো লাগেছে, আমার HTC ফোনে বাংলা দেখতে পাচ্ছি কিন্তু Galaxy Tab এ দেখতে পাচ্ছিনা অপেরা মিনি'তে দেখতে হয়, নেটে ঘেটে বেশ কিছু টিপস্ পেয়েছিলাম কিন্তু ট্যাব রুট করতে বলে স্যামসং কাস্টমার কেয়ারে যোগাযোগ করে বলে রুট করলে ওয়্যারেন্টি থাকবে না 🙁
Acer Iconia Tab A500 খুব ভাল লেগেছে Android 3.0 (Honeycomb) দাম তুলনামুলক কমই আছে তবে Android 3.0 (Honeycomb) বাংলা সাপোট করবে কিনা তা নিয়ে একটু চিন্তিত 🙁

    রুট করতে আমিও চেয়েছিলাম, সহজ রুট সফটওয়্যার ডাউনলোড করে রেখেছি। কিন্তু সাহস পাচ্ছি না।
    আমার গ্যালাক্সী ট্যাবে আমি বাংলা দেখতে অপেরা মিনিই ব্যাবহার করি।
    আপনাকে ধন্যবাদ।

    Level New

    ওয়ারেন্টি না থাকলে রুট করে ফেলতে পারেন। তবে রুট করলে ওভার দা এয়ার/ কাইস/ পিসি আপগ্রেড বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপগ্রেড ফার্মওয়ারও বিভিন্ন ফোরাম থেকে ডাউনলোড করে নিজে ইন্সটল করতে হবে। এখন পর্যন্ত সনি এরিকসন এই ঘোষণা দিয়েছে। আর রুটেড ফোনে অনেক এপ পুরোপুরি কাজ নাও করতে পারে যেমন গুগল মুভিজ।

    রুট করার চিন্তাটা মাথা থেকে বের করতে পারছিনা – এই দিকে আবার ওয়ারেন্টির চিন্তা – দোটানায় আছি।
    আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

চমৎকার েলখা, পেড় ভােলা লাগল। thanks….

লেখাটাতো বেশ ভাল :)। কিন্তু আপনি কই? আপনাকে তো দেখতে পাচ্ছি না ? 😛

    আমি আপাতত: এনড্রয়েডের খপ্পরে পড়ে জিম্মি 🙂
    ধন্যবাদ সাইফুল ভাই।

এন্ড্রয়েড সম্পর্কে অনেক কিছু জানলাম।লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমগুলোর চাহিদা দিন দিন বেড়ে চলেছে।একসময় হয়তো দেখা যাবে উইন্ডোজ ও মুক্ত অপারেটিং সিস্টেম হয়ে গেসে।

    নাইম ভাই উইন্ডোজ ওপেন সোর্স হবে সেই সম্ভাবনা কম – বরং দেউলিয়া হবার সম্ভাবনা বেশী। 🙂
    ধন্যবাদ।

Level 0

অনেক ধন্যবাদ কস্ত কষ্ট করে এত এত সুন্দর তথ্য গুল শেয়ার করার জন্য।চালিয়ে যান।

    আপনাকেও ধন্যবাদ আপনার অনুপ্রেরণার জন্য।

আর ও বিস্তারিত কিছু পাবো সেই অপেক্ষাতে রইলাম। অনেক ধন্যবাদ।

    একটু হাত পাকিয়ে নেই, চেষ্টা করব চালিয়ে যেতে। ধন্যবাদ।

খুব ভাল টিউন ভাইয়া ধন্যবাদ দিলাম ১ কোটি কারন এই বিষয় নিয়ে জানার প্রবল ইচ্ছা ছিল যা আপনি পুরন করলেন । আশা করি পরে এমন টিউন আরো করবেন ।

আমরা PC তে SKYPE,GTALK,YAHOO MESS এর মাধ্যমে যেমন VOICE CHAT,VIDEO CHAT করতে পারি ANDROID APPLICATION এর মাধ্যমে কি VOICE CHAT,VIDEO CHAT করা যাবে? আর এই সব APPLICATION কি ANDROID V2.1 এ সাপোর্ট নেবে?

    Level 2

    ha vai sob korte parben

    এনড্রয়েড মার্কেটের যে লিংকটা দিয়েছি সেখানেই গেলেই প্রয়োজনীয় সফটওয়্যারগুলো পাবেন।
    ধন্যবাদ।

Level 0

আপনার সুন্দর টিউনের মধ্যে দিয়ে আপনি দৃশ্যমান হয়েছেন। এন্ড্রয়েড সম্পর্কে আরো টিউন দেখতে চাই। ধন্যবাদ ভাল থাকুন সুস্থ্য থাকুন।

    আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

গ্রামীণফোনের ANDROID PHONE "HUAWEI U8500" এ operating system ANDROID 2.1 এটা কি ANDROID 2.2 তে upgrade করা যাবে?জানালে উপকৃত হব।

    সম্পূর্ণ নিশ্চিত নই – কিন্তু মনে হয় পারা যাবে। গুগলে সার্চ দিয়ে তাই দেখলাম। এব্যাপারে আমি একটু জানাশোনা করে লিখব ভাবছি।
    ধন্যবাদ।

সুন্দর টিউনের এর জন্য আপনাকে ধন্যবাদ ভাই…

অসংখ্য ধন্যবাদ, অনেক নতুন তথ্য জানলাম।একটা ব্যাপার জানার দরকার ছিল, আমি নোকিয়া ব্যবহার করি এবং এখানে একটি সফটওয়ার আছে যার মাধ্যমে আমার মোবাইলের সমস্ত কথা অটো রেকর্ড হয় এবং আমি চাইলে সেটা আমার ইমেইলে অটো চলে যায়। এবং ব্ল্যাক লিস্ট নামের আরও একটি সফটওয়ার আছে যার মাধ্যমে আমি চাইলে অপ্রতাশিত যেকোন কল ব্লক করে দিতে পারি। আ্যনড্রয়েডে কি এমন কোন সফটওয়ার আছে? জানালে খুব খুশি হবো।

khub valo post chalie jaan pls

Level 0

ভাই আমি Android এর 2.1 use করছি। এতে কি android এর সব application চলবে ?? আর android using ও customization নিয়ে একটি চেইন টিউন করলে আমার মত নতুন android user দের জন্য খুব উপকার হত।

Ame amr hp netbook a Android application cala te cai help me. (Start BlueStacks) aita cali se speed kom. help me pls.