সবচেয়ে সু-রক্ষীত গাড়ী, প্রযুক্তি-কথন- মিনি টিউন

প্রথম আলো পএিকায় নিউজ-টা পরে ভাল লাগল। তাই শেয়ার করলাম---

এটি একটি কালো ক্যাডিলাক গাড়ি। বাংলাদেশি মুদ্রায় এই বিলাসবহুল গাড়িটির দাম প্রায় দুই কোটি ২২ লাখ টাকা (তিন লাখ ডলার)। গাড়িটি গুলিনিরোধী। রকেটচালিত গ্রেনেডেও গাড়িটির কিছু হবে না। শত্রুর হামলা মোকাবিলার প্রয়োজনীয় প্রতিরোধব্যবস্থা ছাড়াও এতে রয়েছে প্রতিপক্ষের পাল্টা জবাব দেওয়ার মতো আধুনিক আগ্নেয়াস্ত্র। আরও রয়েছে আরামদায়কভাবে ভ্রমণের আয়োজন। একই সঙ্গে রয়েছে আধুনিক যোগাযোগব্যবস্থা।
‘দ্য বিস্ট’ নামে পরিচিত এ গাড়িটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি যান। পদাধিকার বলে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এখন ব্যবহার করছেন এটি।
গত মঙ্গলবার ডেইলি এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাড়িটির কাচ এত পুরু যে রকেটচালিত গ্রেনেডও এটি ভেদ করতে পারবে না। গুলিনিরোধী দরজাগুলো ১০ ইঞ্চি পুরু। প্রয়োজনে লোকজনকে ছত্রভঙ্গ করে দিতে এই গাড়িতে কাঁদানে গ্যাস ছোড়ার ব্যবস্থা রয়েছে।
প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে ঘণ্টায় ৬০ মাইল। গাড়ির চালক মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একজন সুপ্রশিক্ষিত গোয়েন্দা। এর চাকা এমনভাবে তৈরি যে বোমা মেরে টায়ার উড়িয়ে দিলেও এটি চলবে।
সর্বাধুনিক যোগাযোগ-প্রযুক্তির মাধ্যমে ওই গাড়িতে এমন ব্যবস্থা রাখা হয়েছে যে ওবামা গাড়ির পেছনের আসনে বসে তাঁর স্বাভাবিক দায়িত্ব পালন করতে পারেন। স্রেফ একটি বোতাম টিপলেই ওবামার সামনে খুলে যায় ল্যাপটপ। তারবিহীন ইন্টারনেটব্যবস্থা ও স্যাটেলাইট ফোনের মাধ্যমে নিমেষে তিনি শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গাড়িতে ওবামার জন্য বিনোদনের ব্যবস্থাও রয়েছে। এ জন্য রয়েছে সিডি ও আন্যান্য আধুনিক ইলেক্ট্রনিক সরঞ্জাম। পিটিআই।

সূএ- প্রথম আলো

Level 0

আমি ওমর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যদি মোর বিদায়-ক্ষনে পিছিয়ে পরে কেউ, বলব আমি কূল না-ভাঙ্গা সেই সে নদির ঢেউ। -সময়ের অপেক্ষায় বর্তমান.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

Level 0

হুম আমি আজকের প্রথম আলো তে পরলাম। nice tune

    Level 0

    আমিও পড়া মাএই টিউন করে দিলাম……. ধন্যবাদ মন্তব্যের জন্য।

Level 0

গতি এত কম কেন?

    Level 0

    USA-এর প্রেসিডেন্ট………অনেক ভারী জিনিস। আমার মনে হয় এজন্যই গতি কম। ধন্যবাদ আপনাকে।

আমারও একটা আছে