বাংলাদেশিদের জন্য Online Payment Gateway!

প্রারম্ভিক কথা:

আস্সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশাকরি নিশ্চয়ই সবাই ভালো আছেন? কামনা করি আপনারা ভালো থাকুন। আসলে অনেক দিন থেকে আমি টেকটিউন্স এর একজন অন্ধ ভক্ত। তবে সেটা একজন টিউন রাইটার হিসেবে নয়, বলতে পারেন একজন টিউন রিডার হিসেবে। অনেক দিন থেকে ভাবছি টেকটিউন্সের বন্ধুদের সাথে একটা বিষয় শেয়ার করব। তবে সাহস পাচ্ছিলামনা কিভাবে লিখব। কি লিখতে গিয়ে কি লিখে আবার টিউনার ভাইদের বকা ঝকা শুনতে হয়! তাই প্রথমেই আমার টিউন এর ভুল গুলোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আশাকরি ভুল গুলো ধরে দিয়ে, আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। যাই হোক এইবার মূল বিষয়ে আসা যাক।

হতাশার কথা:

আপনারা কি কখনো ভেবে দেখেছেন? আমরা যারা বাংলাদেশে বাস করি, তারা online এ কেনাকাটায় কি সমস্যায় না পড়ি? কোন কিছু কিনতে যাবেন? কিন্তু কিনতে পারবেন না। আর যারা Online এ Out sourcing করেন, তারাও রাতভর জেগে কাজ করার পারিশ্রমিক টুকু ঠিকভাবে আনতে পারেন না। কেন? কারন হিসেবে নিশ্চয়ই আপনারা বলবেন, হ্যাঁ, কারন তোমার কোন International VISA অথবা Master Card নেই! আর তা ছাড়া তোমার কোন paypal একাউন্ট ও নেই! কিন্তু একবার ও কি ভেবে দেখেছেন? কেন আমার International VISA , Master Card থাকবেনা? কেন আমি বাংলাদেশি হওয়ার কারনে paypal একাউন্ট করতে পারবো না? ওই দিন আমাদের কোম্পানির এক Software Specialist  ভাইয়া কে এই প্রশ্ন গুলো জিজ্ঞেস করলে, তিনি আমাকে বললেন, আসলে আমরা এখনো এইগুলো ব্যবহার করার মতো ম্যচিউর্‌ড না! কারন Web এ এমন অনেক সাইট আছে, যে গুলোর কাজ হচ্ছে, সহজ সরল মানুষ গুলোর সাথে প্রতারনা করে তাদের এইসব কার্ডগুলোর নাম্বার টা নিয়ে নেয়। আর তাতে কার্ড এর সব টাকাই হ্যাকার রা নিয়ে যেতে পারে। আর তাই হয়তো এই জন্যই বাংলাদেশ সরকার এই সব International Card এর অনুমতি দিচ্ছে না। তখন আমি ভাইয়াকে বললাম, আচ্ছা আমরা কি India , Pakistan, Srilanka এবং Nepal থেকেও ইম্যচিউর্‌ড?....... তখন ভাইয়া বললেন, ধৈয়্য ধর। সবই ধীরে ধীরে ঠীক হয়ে যাবে। তখন আমার মনে পড়লো, একবার বাংলাদেশকে free Fiber Optic line দেওয়ার জন্য বলা হয়েছিল। তখন নাকি বাংলাদেশ সরকার Information চুরি হয়ে যাবে। এই ভয়ে Free Fiber Optic line নিতে রাজি হয় নাই। আর ভাবলাব তখন আমাদের সরকার ইম্যচিউর্‌ড ছিল। আর এখন আমরা (সাধারণ জনগন) হয়তো ইম্যাচিউর্‌ড! আর তাই Online এ কোন কিছু কেনাকাটা এখনো আমাদের স্বপ্নই রয়ে গেল।

আশার কথা:

প্রিয় টিউনার  ভাইয়েরা, এইবার সম্ভবত আমাদের সেই স্বপ্ন ভাঁঙ্গার সময় এসেছে। বলতে পারেন কি ভাবে? হ্যাঁ বলছি। আমাদের দেশে SSL Wireless নামের একটি কোম্পানি SSL Commerz নামে, Dutch Bangla Bank Limited এবং Brac Bank Limited কে সাথে নিয়ে এই কাজটি করেছে। এবং এদের সাথে Security নিয়ে কাজ করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় Online Security Certificate প্রদানকারী প্রতিষ্ঠান VeriSign।  আর এরা মূলত বাংলাদেশে একটি Payment Gateway হিসেবে কাজ করছে। আপনি যদি Merchant হোন, তাহলে আপনি আপনার Buyer কাছে যেকোন ধরনের International এবং Local কার্ড অথবা Bank Account  দিয়ে নিশ্চেন্তে যে কোন Physical এবং Virtual Product বিক্রি করতে পারেন এদের মাধ্যমে। একটু অবাক হতে পারেন, এরা শুধু International Credit Card ই  Support করে না, পাশাপাশি এরা বাংলাদেশেরে যত লোকাল ATM কার্ড আছে, সেগুলো ও সাফোর্ট করে। তাছাড়া আপনার Buyer এর যদি কোন কার্ড ও না থাকে, সমস্যা নেই। আপনার Buyer এর যেকোন Bank Account থাকলেও চলবে। এরা Credit Card এবং ATM Card ছাড়াও যে কোন ধরনের Bank Account দিয়ে Buyer থেকে Merchant এবং Marchant থেকে Buyer এ Credit Transfer করে থাকে। এক্ষেত্রে বলতে পারেন এরা paypal এবং Authorize.net থেকেও আপনাকে একটু বেশি সুবিধা দিচ্ছে। বলতে পারেন কি ভাবে? হ্যাঁ, কারন paypal এবং Authorize.net শুধু International Credit Card গুলো Support করে থাকে। আর SSL Commerz , International Credit Card ছাড়াও বাংলাদেশের সব ধরনের ATM Card এবং যে কোন ধরনের Bank Account সাফোর্ট করে থাকে।

যারা তাদের সাথে কাজ করছেন:

Already বাংলাদেশের অনেকগুলো Online Marchant Company তাদের থেকে Service নিচ্ছে। যে সব Company তাদের থেকে Service নিচ্ছে, সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো:

http://www.bdjobs.com/

http://booking.gmgairlines.com/ibe/home/index.jsp

https://www.boi-mela.com/

http://www.mydomainic.com/

https://www.24-7kenakata.com/

https://www.ekushey.com.bd/

http://www.rkmdhaka.org/

http://www.cityshopbd.com/

http://www.champs21.com/

বিস্তারিত জানার জন্য:

প্রিয় টিউনার  ভাইয়েরা, এই স্বল্প পরিসরে এখানে সব কিছু জানানো সম্ভব হয়নি। যদি কেউ এদের সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থাকে। তাহলে যেতে পারেন এই সাইট এ: https://www.sslcommerz.com.bd/

শেষের কথা:

আগেই বলেছি, যদিও আমি টেকটিউন্স এর একজন অন্ধ ভক্ত, তবে সেটা একজন টিউন রাইটার হিসেবে নয়, বলতে পারেন একজন টিউন রিডার হিসেবে। তাই যদি আমার টিউনটি আপনাদের কাছে ভালো লাগে, সেটাই হবে আমার মূল পাওয়া। ধন্যবাদ।

Level 0

আমি Masud Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ মাসুদ ভাই আপনার এই মূল্যবান টিউন শেয়ার করার জন্য। এগিয়ে জান।

    আপনাকেও ধন্যবাদ।

Level 0

olpo kthay onek kichu share korlen.go ahead brother.

    অনুপ্রানিত হলাম। ধন্যবাদ

জটিল টিউন বস । এমন কিছুই খুঁজছিলাম

    খুশি হলাম বস। দোয়া করবেন যেন এই ভাবে ভবিষ্যতে আরো কিছু আপনাকে দিতে পারি। ধন্যবাদ…

Level 0

khub valo tune.Paroborti tune er opekhay thaklam.Thanks.

    আপনাকে ও ধন্যবাদ। পরবর্তীতে আরো ভালো কিছু লেখার ইচ্ছ আছে।

টিউনটির জন্য ধন্যবাদ। কিন্তু ভিতরের আসল কথা হয়তো সবাই জানে না। আমি জানুয়ারীতে জব চেঞ্জ করার আগে আমি কম্পিউটার সোর্স-এ ছিলাম। তাদের তখনকার ওয়েবসাইট আমার তৈরি করা ছিল। এবং আমাকে ব্র্যাক ব্যাংক-এর পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইকমার্স সাইট বানানোর নির্দেশ দেয়া হলো। সেই মতো আমিও আমার কাজ ৮০% শেষ করে ফেলার পর যখন টেস্ট মোডে যাব তখন আসল বিষয়টি সামনে আসল। আর সেটি হলো – ব্র্যাক ব্যাংক-এর পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হলে দরকার পড়বে ডেডিকেটেড সার্ভার এবং রিয়েল আইপি। সাধারন শেয়ার্ড সার্ভার/আইপি দিয়ে হবে না। কারণ একটি জাভা স্ক্রীপ্ট সার্ভারে ২৪ ঘন্টা রান করবে। আর আমাদের দেশের বিদ্যুত ব্যবস্থার যে অবস্থা তাতে নিজেদের জন্য উচ্চ মুল্যের ডেডিকেটেড সার্ভার কিনে এই সার্ভিস নিবেন কিনা তা ভেবে দেখুন। আর ২৪ ঘন্টার জন্য সবসময় লোক রাখাও বাঞ্চনীয়। তাই বড় বড় কোম্পানি ছাড়া এই সুবিধা কোনো কাজেই আসবে না। আর ব্র্যাক ব্যাংক শুধু মাত্র ভিসা কার্ড সাপোর্ট করে। মাষ্টার কার্ড বা এমেরিকান এক্সপ্রেস সাপোর্ট করে না।

    অনেক সমস্যায় জর্জরিত বাংলাদেশ।

    আমিও একমত । পেপাল এর মত আন্তর্জাতিক মানের সার্ভিস দিতে আরো অনেক বছর তাদের সাধনা করতে হবে ।
    তবে উদ্যোগ ভালো । 😀

    হ্যাঁ আপনার কথা ঠিক, ব্র্যাক ব্যাংক শুধুমাত্র ভিসা কার্ড সাফোর্ট করে, আবার ডাচ বাংলা ব্যাংক শুধুমাত্র Master Card এবং American Express সাফোর্ট করে, আর ssl wireless যেহেতু দুটি ব্যাংকের সাথেই কাজ করছে। সুতরাং সমস্যা হওয়ার কথা না।আর ডেডিকেটেড সাভার এর দাম একটু বেশি হলেও রিয়েল আইপির দাম বেশি না। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ভাই খুবএই ভাল লাগল আশার পথ পেলাম। বেকার সমস্যা দূর হবে। বাংলাদেশ এগিয়ে যাক ,জটিল টিউন হয়েছে কিন্তু । থ্যাংকস

    আপনাদের ভাল লাগছে জেনে আমার ও ভালো লাগছে। থ্যাংকস।

ভাল লাগলো। বেশ লিখেছেন। চালিয়ে যান বস।

    আপনাদের ভালো লাগাই আমার ভালো লাগা। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ

    ধন্যবাদ আপনাকেও।

Level 0

সুন্দর পোস্ট এর জন্য ধন্যবাদ। আমরা আসলেই মনে হয় ইনম্যাচিউরড। আপনার দেওয়া ওয়েব এড্রেস এ ক্লিক করলাম একটা একটা করে কিন্তু এই ওয়েব টা-http://www.cityshopbd.com/ attacked page হিসেবে ওয়ার্নিং দিলো।

    কমেন্টস্‌ এর জন্য ধন্যবাদ, আসলে ঐ সাইট এর হোস্টিং এর সমস্যা। কোন ভাবে ওদের হোস্টিং সাভার্র এ সমস্যা। তবে তাদের উচিৎ এই সমস্যা দ্রুত সমাধান করা।

ভাই কিছু মনে করেন না, এই সার্ভিস মার্চেন্টদের জন্য ভালো, ইউজারদের জন্য না, আমি amazon.com থেকে বই কিনতে চাই, boi-mela.com থেকে নয়।

    মতামতের জন্য ধন্যবাদ, তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

Level 0

sundor vabe sundor bisoy take tule dorar jonno apnake, Donnobad !

উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। আরো ভাল কিছু লেখার জন্য উৎসাহিত এবং অনুপ্রাণিত হলাম। আবারো ধন্যবাদ।

ভাই মাসুদ আলম,
লেখাটি নিঃসন্দেহে সুন্দর হয়েছে। কিন্তু একটি প্রতিষ্ঠান সম্পর্কে ভাল ভাবে না জেনে এভাবে রিভিউ লেখা ঠিক হয়নি।

SSL Commerz এর অনেক সমস্যা আছে। এত সমস্যা নিয়ে শুরু করা ঠিক হয়নি।

১. নতুন একটি সফটওয়্যার চালু করার আগে যে পরিমাণ টেস্টিং করা দরকার হয় তার ১০ ভাগের এক ভাগও মনে হয় করেনি। অথবা ওদের টেস্টিং সম্পর্কে কোন ধারণাই নেই। নতুন একটি সফটওয়্যারে বাগ থাকাটাই স্বাভাবিক। কিন্তু ওদের সফটওয়্যারে যে পরিমাণ বাগ এখনো আছে তা গ্রহন যোগ্য নয়।
২. রেজিস্ট্রেশন এবং বার্ষিক যে ফি দিতে হবে তা আসলেই অনেক বেশি।
৩. সাপোর্ট সিসটেম বলতে কিছুই নেই। সাপোর্ট কাকে বলে ওরা বোঝে না।
আরো বেশ কিছু সমস্যা আছে যা দূর না করা পর্যন্ত ওদের সার্ভিস ব্যবহার করার পক্ষে নই।

    Level 0

    মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। আশা করছি ওরা আপনার ক্ষোভটা পজিটিভলি নিবে, এবং তাদের সমস্যা গুলো দ্রুত সমাধান করবে।