আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরমেট রয়েছে যথা টেস্ট, ওয়ানডে, T20।
এগুলোর মধ্যে টেস্ট খেলার ধরন কিছুটা ভিন্ন। একটি টেস্ট ম্যাচ ৫ দিনের হয়ে থাকে এবং প্রতিদিন ৯০ ওভার করে খেলা হয়। টেস্ট ম্যাচ দুটি ইনিংসে হয়ে থাকে, ১ম ইনিংস এবং ২য় ইনিংস। প্রথমে ব্যাট করা দল ১ম ইনিংসে আড়াই দিন প্রযন্ত খেলার সুযোগ পায়। কিন্তু এর আগে সবাই আউট হয়ে গেলে ২য় দল ১ম ইনিংসের জন্য ব্যাট করতে নামে। ২য় দলের খেলোয়াররা যদি ১ম দলের করা মোট রানের ৭৫% করতে না পারে সেক্ষেত্রে তারা Follow On এ পয়ে যায়। তখন ১ম দল তাদের ২য় ইনিংসে ব্যাট করার আমন্তন জনায়।
তখন ২য় দল তাদের ২য় ইনিংস খেলার জন্য মাঠে নামে। Follow On এ পড়ার কারনে তারা আগের রান পরিশোধ করে আড় কিছু রান করে লিড হিসেবে ১ম দলকে দেয়। ১ম দল যদি লিড দেওয়া সেই রানের চাইতে এক রান বেশি করে তাহলে ১ম দল জয়ী হয়েছে বলে গন্য করা হবে। আর যদি লিড দেওয়া সেই রান না করতে পারে তবে তারা পরাজিত হয়। তবে অনেক সময় ২য় ইনিংসে যদি ৫ম দিনও ব্যাসম্যানরা আউট না হয়ে নিধারিত ৯০ ওভার খেলতে পারে সেক্ষেত্রে ম্যাচটি Draw হয়েছে বলে গন্য করা হবে।
আমি স্বদেব মন্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।