বন্ধুরা আজ একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আপনারা সবাই কম বেশি ইন্টেলের প্রসেসর সম্পর্কে অবগত, বিশেষ করে যারা পিসি ব্যবহার করছেন। তো ইন্টেলের প্রসেসরের গুনগত মানের আলোচনার থেকে এই কোম্পানি কী কী সুবিধা দিচ্ছে সে সম্পর্কে কিছু কথা না বললেই নয়।
ইন্টেল ৪ নভেম্বর ২০২১ সালে ১২ জেনারেশনের কয়েকটি প্রসেসর লঞ্চ করেছে তন্মধ্যে চারটি আলাদা আলাদা ফিচারের ও দামের প্রসেসর আপনারা পাচ্ছেন খুবই সূলভ মুল্যে। আপনাদের পুরো ধারনার জন্য জন্য লিঙ্ক করে দেয়া হলো যেখান থেকে আপনি পুরো ফিচারগুলির তুলনামূলক একটি স্টাডি করতে পারবেন। এই চারটা মডেল হলোঃ Intel Core i5 12600K, Intel Core i7 12700KF, Intel Core i7 12700K, Intel Core i9 12900K। বর্তমানে ক্রেতাদের কথা ও নতুন ফিচারের সমন্বয়ে এর দাম ধরা হয়েছে ৩০৫০০ টাকা থেকে শুরু করে ৬৩০০০ টাকা পর্যন্ত। কিতু এই দামের তারতম্য হতে পারে যেকোন সময়। তাই আপনারা যারা প্রসেসর আপগ্রেডিং এর কথা ভাবছেন বা যারা নতুন প্রসেসর লঞ্চের জন্য অপেক্ষা করছিলেন তারা সাদরে অভিনন্দন।
এখানে আপনারা পাচ্ছেন core i9, ১২ জেনারেশন যা ইন্টেলের সবচেয়ে লেটেস্ট ভার্সন। আরও থাকছে ৩ বৎসরের ওয়ারেন্টি সার্ভিস।
আমি মোঃ মিসবাহুচ্ছাদাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।