উইন্ডোজ পিসিতে দুইটি ভিপিএন একত্রে ব্যবহার করবেন যেভাবে

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

আপনার কম্পিউটারে দুটি VPN ইন্সটল করা থাকলে, একই সময়ে দুইটি VPN ব্যবহার করতে চাইলে আপনি কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমি সাধারণত দুইটি VPN ব্যবহার করার পরামর্শ দিই না, তবে আপনি এমন কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে আপনার দুটি VPN প্রয়োজন হতে পারে - উদাহরণস্বরূপঃ আপনি কর্পোরেট ভিপিএন এবং পারসোনাল ভিপিএন একত্রে ব্যবহার করতে চান।

সৌভাগ্যক্রমে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেশিন সেটআপ করে খুব সহজেই ডাবল ভিপিএন ব্যবহার করতে পারবেন। আর ঠিক একই ভাবে macOS এবং Linux অপারেটিং সিস্টেমে ডাবল ভিপিএন ব্যবহার করতে পারবেন। তা যাইহোক, iPhones, iPads এবং Macs এর মত মোবাইল ডিভাইসে একত্রে দুইটি ভিপিএন ব্যবহার করা সহজে সম্ভব নয়।

১. একই ডিভাইসে কিভাবে দুইটি ভিপিএন ব্যবহার করবেন?

প্রথমত, আপনাদের একটা ভুল ধারণা সংশোধন করিঃ আমরা অনেকেই মনে করি একটি ডিভাইসে দুই বা ততোধিক ভিপিএন ইন্সটল করা থাকলে আমাদের ডিভাইসে সমস্যা হতে পারে, আসলে একাধিক ভিপিএন ইন্সটল করা থাকলে সমস্যা নেই তবে সমস্যাটি হচ্ছে একই সময়ে একাধিক ভিপিএন চালু করা নিয়ে। উদাহরস্বরূপ- আপনি প্রথম ভিপিএন-এ কানেক্ট হওয়ার পরে যদি দ্বিতীয় ভিপিএন-এ কানেক্ট হওয়ার চেষ্টা করেন তাহলে আপনার ভিপিএন কানেক্টশনটি অফ হয়ে যাবে, এবং ইন্টারনেট কাজ করবে না।

অন্যদিকে, আপনার ডিভাইসে যদি দুটি ভিপিএন ইন্সটল করা থাকে - যখন আপনি বাড়ি থেকেই অফিসের কাজ করছেন তখন কর্পোরেট ভিপিএন এ কানেক্ট করবেন এবং যখন আপনি Netflix দেখতে চান তখন আপনার ব্যক্তিগত ভিপিএন-এ কানেক্ট করবেন - তবে মনে রাখবেন ভিপিএন গুলো একত্রে চালু করা উচিত নয়, চালু করলেও কোন সমস্যা হবে না।

একমাত্র ব্যতিক্রমটি হচ্ছে NordVPN, যা মাঝে মাঝেই সার্ভারের সাথে কানেক্টশন বন্ধ করে দিতে পারে যদি আপনার ডিভাইসে দুইটি ভিপিএন ইন্সটল করা থাকে। তবে আমরা নিশ্চিত নই কেন এই সমস্যাটি হচ্ছে, এই সমস্যাটি সমাধান করতে আপনার কম্পিউটার থেকে NordVPN এবং অন্য যে ভিপিএন ইন্সটল করা আছে সেটি আনইন্সটল করে আবার উভয় ভিপিএন ইন্সটল করবেন। এরপরে, মনে রাখবেন প্রথমে NordVPN ওপেন করে ভিপিএন সার্ভারে কানেক্ট করবেন।

২. কেন একত্রে দুটি VPN ব্যবহার করবেন?

VPN কি এ সম্পর্কে এই টিউনে আমরা আলোচনা করেছি, VPN হচ্ছে আপনাকে আপনার ISP-এর সার্ভার থেকে VPN সার্ভারে এবং সেখান থেকে আপনি যে সাইটে ভিজিট করতে চান তার সার্ভারে কানেক্ট করে থাকে। আর VPN এবং ওয়েব সাইটের মধ্যে কানেক্টশন প্রক্রিয়াটি এনক্রিপ্ট করা হয়, যাকে বলা হয় “secure tunnel”। আর এই টানেলটি এজন্য তৈরি করা হয় যাতে আপনার ISP আপনাকে ট্রাক করতে না পারে, অথবা আপনি যে ওয়েব সাইটে ভিজিট করতে চাচ্ছেন তারা আপনার লোকেশন সম্পর্কে না জানতে পারে।

একাধিক VPN কানেক্টশনকে - “double-hop, ” “multi-hop” বা “double VPN” ও বলা হয় - অর্থাৎ আপনি যখন একটি VPN সার্ভারের সাথে কানেক্ট করেন এবং তারপর অন্য একটি VPN সার্ভারের সাথে কানেক্ট করেন তাকেই double VPN বলে। ফলে কার্যকর ভাবে ডাবল ভিপিএন ডাবল এনক্রিপ্ট করা কানেক্টশন তৈরি করে যা দ্বিগুণ নিরাপদ - আর তাই NordVPN হল এমন একটি VPN যা সর্বপ্রথমই মনে আসে।

সে যাইহোক, ডাবল এনক্রিপ্ট করা কানেক্টশন নিরাপদ বলে সাধারণভাবে মনে হতে পারে, তবে এটি ভাবার কোন কারণ নেই। সর্বোপরি, যদি একটি কানেক্টশন ট্র‍্যাক করা যায় তাহলে অন্যটি কানেক্টশনটি কেন নয়? আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে, ডাবল কানেক্টশন VPN সার্ভিস প্রোভাইডার আপনার ডেটা কালেক্ট করে রাখতে পারে, কিন্তু আপনি কেন তাদের সার্ভিস সম্পর্কে এরকম ধারণা পোষণ করেন! যখন আপনি নিজেই এই সার্ভিসগুলো ইতিমধ্যে ব্যবহার করছেন।

কর্পোরেট ভিপিএন যারা ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা চায় তাদের নিয়োগকর্তা যেন তাদের লগ গুলো ট্র্যাক করতে না পারে, আর তাই আপনি এই ক্ষেত্রে ডাবল ভিপিএন সেটআপ করার আগে দুবার ভেবে নিবেন। এর প্রধান কারণ ইন্টারনেট স্পীড অথবা একদমই কম ইন্টারনেট স্পীড পাবেন। এমনকি আপনি সবচেয়ে সেরা ভিপিএন ব্যবহার করলেও আপনার ইন্টারনেট কানেক্টশনটিকে স্লো করে দিবে, তাছাড়া একই সময়ে দুটি ভিপিএন আপনার ডিভাইসের পারফরম্যান্স ও অনেকটা কমিয়ে দিবে।

আপনি ডাবল ভিপিএন কানেক্টশন ব্যবহার করার সময়, এটি আপনার নিজের তৈরি করা হোক বা ভিপিএন সার্ভিস প্রোভাইডারের তৈরি করা হোক, ইন্টারনেট স্পীড স্লো করে দিবে তা মাথায় রাখবেন।

৩. কেন আপনি ডাবল ভিপিএন কানেক্টশনে একসাথে কানেক্ট থাকতে পারেন না?

ডাবল ভিপিএন ব্যবহার করার আরেকটি সমস্যা হচ্ছেঃ একই সময়ে দুটি আলাদা ভিপিএন ব্যবহার করলে কাজ করে না। প্রায় সব সময়ই প্রথম ভিপিএন কানেক্টশনটি ভাল কাজ করবে কিন্তু দ্বিতীয় ভিপিএন কানেক্টশনটি কানেক্ট করার সময় আটকে যাবে।

আপনি যখন উইন্ডোজ কম্পিউটারে ভিপিএন ইন্সটল করেন, তখন ভিপিএন সফটওয়্যার TAP adapter নামের একটি অ্যাডঅন ইন্সটল করে। আর এটি এমন একটি অ্যাডঅন যা আপনার নেটওয়ার্ক ডিভাইসের সাথে ইন্টারঅ্যাক্ট করে - এবং আপনার কম্পিউটার কিভাবে অন্যান্য ডিভাইস এবং ইন্টারনেটের সাথে কানেক্ট হয় তা নিয়ন্ত্রণ করে- এবং রেগুলার নেটওয়ার্ককে ভিপিএন নেটওয়ার্কে ওভাররাইড করে দেয়; আর ভিপিএন এর থেকেও কঠিন ভাবে কাজ করে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে সহজভাবে বোঝান হয়েছে।

যেহেতু, ভিপিএন আপনার ডিভাইসের TAP adapter টি নিজের নিয়ন্ত্রণে নেয়, তাই একই সময়ে দুটি ভিপিএন অন থাকতে পারে না, কেননা TAP adapter টি ইতিমধ্যে একটি ভিপিএন সফটওয়্যার নিয়ন্ত্রণ করছে। সৌভাগ্যক্রমে, এই সমস্যাটি খুব গুরতর নয় এবং শুধুমাত্র দ্বিতীয় ভিপিএন কানেক্ট করার সময় ক্র্যাশ করতে পারে, আর আপনার কপাল খারাপ হলে প্রথম ভিপিএনটিও ক্র্যাশ করতে পারে। আর এতে আপনার কম্পিউটার বা ডিভাইসের স্থায়ী কোন ক্ষতি হবে না - কিন্তু এমনটা হওয়াটা সত্যিই বিরক্তিকর।

৪. কিভাবে দুটি VPN কানেক্টশন সেট আপ করবেন

যাইহোক, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এই সমস্যাটির সমাধান করার দুটি উপায় রয়েছে। প্রথমটি বেশ টেকনিক্যাল এবং এটি করতে আপনাকে একটি সাবনেট সেটআপ করতে হবে যার নিজস্ব কিছু পোর্ট থাকবে। তারপরে আপনি প্রতিটি ভিপিএন এর নিজস্ব সাবনেট এবং পোর্টকে কনফিগারেশন ফাইলে এসাইন করে দিতে হবে- উদাহরণস্বরূপ, ধরে নিই আপনার ভিপিএনটি OpenVPN এর মতো VPN protocol কনফিগার করার অপশন দেয় এবং আপনাকে নিজস্ব ডাবল ভিপিএন কানেক্টশন ক্রিয়েট করতে দেয়।

ভার্চুয়াল মেশিন ব্যবহার করুন

অবশ্যই, ডাবল ভিপিএন ব্যবহার করার সহজ সমাধান রয়েছে, যা আপনাকে উপরে বর্নিত পদ্ধতির ঝাক্কি ঝামেলা এড়াতে সাহায্য করে, ফলে ভার্চুয়াল মেশিন (VM) ব্যবহার করে আপনার কম্পিউটারে ডাবল ভিপিএন ব্যবহার করতে পারবেন, আর এটি ব্যবহার করে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে দ্বিতীয় অপারেটিং সিস্টেমও ব্যবহার করতে পারবেন। এই পদ্ধতিটি কি আপনাদের কাছে উপরের পদ্ধতি থেকেও কঠিন মনে হচ্ছে? নিম্নে কিভাবে আপনার কম্পিউটারে ভার্চুয়াল মেশিন সেটআপ করবেন তা নিয়ে আলোচনা করা হল।

আপনার কম্পিউটারের মেইন অপারেটিং সিস্টেমে একটি ভিপিএন রান করবেন এবং দ্বিতীয় ভিপিএনটি ভার্চুয়াল মেশিনে রান করাবেন, ফলে উভয় ভিপিএন TAP adapter কে নিয়ন্ত্রণ করতে পারবে কোন সমস্যা ছাড়াই। আর যেহেতু ভার্চুয়াল মেশিনের অপারেটিং সিস্টেম এবং মেইন মেশিনের অপারেটিং সিস্টেম সম্পূর্ণ আলাদা, তাই কোন সমস্যা ছাড়াই আপনি ডাবল ভিপিএন ব্যবহার করতে পারবেন। আর এই পদ্ধতির আরেকটি ভাল দিক হচ্ছে এটি মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট করে অর্থাৎ একই সাথে আপনি Windows, macOS, এবং Linux এ এটি ব্যবহার করতে পারবেন।

যদিও, ভার্চুয়াল মেশিনের মাধ্যমে আপনার কম্পিউটারে ডাবল ভিপিএন চালানোর কারনে আপনার ইন্টারনেট কানেক্টশনকে আরও স্লো করে দিবে। সর্বোপরি, প্রাথমিক অবস্থায় ডাবল ভিপিএন ব্যবহার করে কোন উপকার হয়না, আর স্লো ইন্টারনেটের কোন মূল্য বর্তমান সময়ে আছে বলে আমার মনে হয় না। একই সময়ে ডাবল ভিপিএন ব্যবহার করার পরিবর্তে আমরা আপনাকে সাজেস্ট করি আপনি সেরা ভিপিএনগুলোর মধ্যে থেকে যেকোন একটি ভিপিএন ব্যবহার করুন।

শেষ কথা

একই সাথে দুইটি ভিপিএন ব্যবহার করার তেমন প্রয়োজন না হলেও মাঝে মধ্যে আমাদের দরকার হতে পারে। ফলে এই বিষয়টি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সহজেই আমাদের প্রয়োজনে তা ব্যবহার করতে পারবো। তবে দুটি ভিপিএন একত্রে ব্যবহার করতে হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন যার সমাধান উপরের আলোচনাতে বিস্তারিত ভাবে উল্ল্যেখ করা হয়েছে।

আর তাই প্রাথমিক অবস্থায় ডাবল ভিপিএন ব্যবহার করে কোন উপকার হয়না, আর স্লো ইন্টারনেটের কোন মূল্য বর্তমান সময়ে আছে বলে আমার মনে হয় না। একই সময়ে ডাবল ভিপিএন ব্যবহার করার পরিবর্তে আমরা আপনাকে সাজেস্ট করি আপনি সেরা ভিপিএনগুলোর মধ্যে থেকে যেকোন একটি ভিপিএন ব্যবহার করুন।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 189 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস