আপনার Facebook প্রোফাইলের নিয়ন্ত্রণ, ব্যক্তিগত তথ্য চলে যাবে অন্যজনের হাতে, যদি ফোনে থাকে এই তিনটি অ্যাপ

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন

আসুন জেনে নেওয়া যাক অ্যাপগুলো কি কি?

বর্তমানে এক বড় সমস্যা হচ্ছে  ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া। আমাদের কিছু কিছু ভুলের কারণে আমাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হচ্ছে প্র‍তিনিয়ত।

এখন  আপনাদের  ভিতরে অনেকের প্র‍শ্ন হতে পারে কারা, কেন, কিভাবে  আমাদের ব্যক্তিগত তথ্য জেনে ফেলছে?

Facebook Login মেকানিজম সিস্টেম ব্যবহার অ্যাপগুলি  ব্যবহারকারীদের ব্যক্তিইগত তথ্য  এবং টাকা হাতিয়ে নিচ্ছ।  আমাদের সবাই  সোশাল মিডিয়ার সাথে জড়িত।  আমরা মনে করে থাকি নিজের ব্যক্তিগত ছবি, ভিডিও সোশাল মিডিয়াতে টিউন করে নিজেকে আপডেট  করতে হবে। আর এটার সুযোগ হ্যাকার নিয়ে থাকে চিহ্নিত ব্যক্তির ফেসবুক  আইডি হ্যাক করে  ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

 

ইদানিংকালে Google Play Store-এ ম্যালিশিয়াস অ্যাপের অস্তিত্বের ঘটনা যেন টেক দুনিয়ার খবরের নিত্যনৈমিত্তিক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। প্রায়শই গবেষকরা এই বহুল জনপ্রিয় প্ল্যাটফর্মে বেশ কিছু ক্ষতিকারক অ্যাপের সন্ধান পাচ্ছেন, যেগুলি ডাউনলোড করলে ইউজাররা বড়োসড়ো বিপদের সম্মুখীন হতে পারেন। এর আগেও Google এই ধরনের একাধিক অ্যাপ Play Store থেকে সরিয়ে ফেলেছে। সম্প্রতি আবারও এরকম তিনটি অ্যাপের অস্তিত্ব মিলল।

 

সাধারণত অ্যাপ নামানোর পর অ্যাপ গুলো আমাদের কাছে পারমিশন চেয়ে থাকে, আমাদের মধ্যে অনেকেই না বুঝে সব পারমিশন allow  করে দিয়ে থাকি। বিনিময়ে অ্যাপ গুলো আপনার location, media file, Gallery, ইত্যাদি খুব সহজেই তারা দেখে নিতে পারছে।

সিকিউরিটি ফার্ম Kaspersky এই তিনটি অ্যাপের কথা প্রকাশ্যে এনেছে। অ্যাপগুলি হল – “Magic Photo Lab – Photo Editor”, “Blender Photo Editor-Easy Photo Background Editor”, এবং “Pix Photo Motion Edit 2021″। এই অ্যাপগুলি প্লে স্টোর থেকে নিষিদ্ধ করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, Facebook Login মেকানিজম ব্যবহার করে এই অ্যাপগুলি ইউজারদের ব্যক্তিগত তথ্য এবং কস্টার্জিত টাকা হাতিয়ে নিচ্ছে।

উল্লেখ্য যে, বেশ কয়েকটি ওয়েব সার্ভিস এবং অ্যাপ্লিকেশনের ‘Login with Facebook’ বাটনটি ব্যবহারকারীদের দ্রুত অথেনটিকেট করতে এবং নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি না করেই পরিষেবা ব্যবহার করতে দেয়। Spotify এবং Tinder-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মেও একই সুবিধা রয়েছে। Kaspersky-র গবেষকদের মতে, উল্লেখিত তিনটি অ্যাপ্লিকেশনেও একই সুবিধা পাওয়া যেত। তবে এখানে কেউ যখন ফেসবুকের মাধ্যমে লগইন করার চেষ্টা করত, তখন তাদের আইডি চুরি করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হত।

তাই যে সকল ইউজার এই অ্যাপগুলি ডাউনলোড করেছেন, তাদের ফোন থেকে অবিলম্বে এগুলি ডিলিট করে ফেলুন, এবং সেইসাথে ফেসবুকের লগইন সংক্রান্ত তথ্য, পাসওয়ার্ড  পরিবর্তন করুন।

মনে রাখবেন, যথাযথ সতর্কতা অবলম্বন করাই এই ধরনের বিপদের হাত থেকে নিরাপদ এবং সুরক্ষিত থাকার এক এবং একমাত্র উপায় হতে পারে। যে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে যথাযথভাবে যাচাই করে নিন। ডাউনলোড করার আগে Google Play Store-এ অ্যাপটির বিবরণ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করুন; যদি তাতে ভাষাগত বা বানানগত কোনো ত্রুটি লক্ষ্য করেন তাহলে অবিলম্বে সেই অ্যাপগুলি ডাউনলোড করা থেকে বিরত থাকুন। অ্যাপগুলোকে  এড়িয়ে চলুন।

Level 0

আমি ইমন মাহদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস