কিভাবে কম্পিউটার স্ক্রীন পরিষ্কার করবেন

আপনি কি একবার ভেবে দেখেচেন, আপনার কম্পিউটারে আপনি কত কাজ করেন। বাড়ি থেকে কাজ করা, মুদি দোকান, খুচরা অর্ডার, ইন্টারনেট ব্রাউজিং, মুভি বা সিরিয়াল দেখা ইত্যাদি। সুতরাং এত ব্যবহারের পর কম্পিউটারের স্ক্রীনে যখন আঙুলের ছাপ, ময়লা দাগ জমতে শুরু করে এবং কিছুটা খারাপ দেখাতে শুরু করে তখন অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আপনি কম্পিউটার স্ক্রীনের কোনও ক্ষতি না করে কীভাবে তা পরিষ্কার করবেন? তাও আবার এমনভাবে যেন কোন বিরক্তিকর রেখা বা দাগ রয়ে যায়? ভাগ্যক্রমে, আপনার খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। সামান্য তুলা আর পানি দিয়েই আপনি এ কাজটি সারতে পারেন। আপনি নিরাপদে এটি করছেন তা নিশ্চিত করার জন্য শুধু কিছু বিষয় খেয়াল রাখবেন।  

প্রথম কাজটি হচ্ছে আপনি অবশ্যই কম্পিউটার টি বন্ধ করে নেবেন। আপনার কম্পিউটারের ম্যানুয়ালটি পড়ে দেখ্লে বুদ্ধিমানের মত কাজ করবেন। দেখুন তারা কি কি প্রোডাক্ট ব্যবহারের পরামর্শ দেয়। ম্যানুয়ালটি কোথায় তা আপনি যদি না জানেন চিন্তার কিছু নেই, কোম্পানি গুলো ডাউনলোডযোগ্য পিডিএফ ফাইল অফার করে। সাধারণ ধুলা ময়লার জন্য পাতলা শুকনো কাপড়ই যথেষ্ট।  

গ্লাস ক্লিনার এড়িয়ে চলুন, কারন এগুলো কম্পিউটার স্ক্রীনের জন্য বেশ কর্কশ হয়ে থাকে। শুকনো কাপড় কণা এবং জীবাণু পরিষ্কার করতে পারে তবে স্ক্রীনের কোনার মত জায়গায় শুকনো কাপড় যায় না। এক্ষেত্রে পানি দিয়ে কাপড়টি হালকা ভিজিয়ে নিলে উপকার পাবেন। পানির সাথে অ্যালকোহল মিশিয়ে নিলে আরও ভাল ফল পাওয়া যাবে। এতে স্ক্রীন পুরোপুরি জীবাণুমুক্ত করা যাবে। শক্ত কাপড় ব্যবহার করবেন না এবং সরাসরি পানি বা তরল স্ক্রীনে প্রয়োগ করবেন না। পানির সাথে সমান অনুপাতে ভিনেগার শুকনো কাপড়ে ভিজিয়ে ব্যবহার করতে পারেন। 

নখ বা শক্ত কিছু দিয়ে খোঁচাখুচি করবেন না। স্ক্রীন সবসময় আলতো করে মুছবেন, খুব জোরে ঘষবেন না। এতে স্ক্রীন এ দাগ পড়তে পারে বা দেবে যেতে পারে। কখনও সরাসরি স্ক্রিনে স্প্রে করবেন না। সামান্য আর্দ্র কাপড় ব্যবহার করে, খুব বেশি চাপ ছাড়াই কম্পিউটারের মনিটর আলতো করে ডান থেকে বামে মুছুন, নিশ্চিত করে নিন যে আপনি স্ক্রীনের প্রতিটি ইঞ্চি পরিষ্কার করেছেন। বাজারে স্ক্রীন পরিষ্কারের বিভিন্ন উপকরণ পাওয়া যায় যেমন ম্যাট ওয়াইপ ব্যবহার করে দেখতে পারেন। 

স্ক্রীনের যথাযথ যত্ন নিন এবং আপনার পছন্দের অনুষ্ঠানগুলো স্ক্রীনে উপভোগ করুন। ময়লা স্ক্রীনে আপনার প্রিয় চরিত্রগুলো দেখতে নিশ্চয়ই আপনার ভাল লাগবে না। সুতরাং স্ক্রীনের যত্ন নিন এবং জীবনকে উপভোগ করুন। 

 

Level 2

আমি কাজী আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস