আসসালামু আলাইকুম। আশাকরি সবাই করোনা মহামারির এই সময়ে সুস্থ আছেন। আজকে আপনাদের দারুন একটি খবর দিব, আশাকরি সবার ভালো লাগবে।
প্রযুক্তির অগ্রগতির এই সময় প্রতিনিয়ত আধুনিক সব গ্যাজেট আর ডিভাইস দিয়ে বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান আমাদের অবাক করছে। এখনকার নিউ নরমাল 'মাস্ক পড়া'ইবা বাদ যাবে কেন?
প্রচলিত সব মাস্কের বাইরে গিয়ে এবার ফেস মাস্কে প্রযুক্তির ছোয়া লাগিয়ে দিল রেযার(razer)। তারা নিয়ে আসছে 'Razer Project Hazel:The world's smartest mask'. সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের সাথে এটি একটি ডিভাইসের মতো কাজ করবে। চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে স্মার্ট এই মাস্ক এ।
নিরাপত্তাঃ
Surgical N95 Respirator যা ব্যাকটেরিয়া পরিস্রুত করে(BFE)। এছাড়াও এটিকে ফ্লুইড রেসিস্টেন্স ব্যবহার করা হয়েছে যা পানির ঝাপটা (splashes) এবং বড় ফোটা আটকাতে পারে।
সক্রিয় ভেন্টিলেশনঃ স্মার্ট মাস্কের বিচ্ছিন্নযোগ্য ভেন্টিলেটর বায়ু প্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং কমপক্ষে 95% বায়ুবাহিত কণাকে ফিল্টার করতে সক্ষম। স্বয়ংক্রিয়করণ ফাংশন(Auto Sterilization)ঃ প্রজেক্ট হ্যাজেল একটি বিশেষ চার্জিং কেস নিয়ে আসে ইউভি(UV) লাইট ইন্টিরিয়র সাথে রেখাযুক্ত যা মাস্ক চার্জ হিসাবে ব্যাকটিরিয়া এবং ভাইরাসকে হত্যা করে।
ইউনিক ডিজাইনঃ
মাস্ক পড়ে সবার যে সমস্যা বেশি হয় তা হচ্ছে চেহারা দেখা যায় না, তাই সবার সাথে ভালোভাবে ভাবের আদান-প্রদান হয় না। এর সমাধানের জন্য razel এই স্মার্ট মাস্ক সম্পূর্ণ স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট রেখেছে।
Low Light Mode:
আপনি হয়তো ভাবছেন মাস্কে আবার লাইট আসলো কোত্থেকে। কিন্তু এটা সাধারণ মাস্ক না, স্মার্ট মাস্ক। আর তাই এতে পেতে পারেন অটোমেটেড লাইট সুবিধা। অন্ধকারেও যেন আপনার চেহারা দেখা যায় তাই এই সুবিধা।
Voiceamp Technology :
মাস্ক পড়ে কথা বললে অনেকসময় কথার লাউডনেস কমে যায়। তাই স্মার্ট মাস্কে ব্যবহার করা হয়েছে একটি মাইক্রোফোন এবং এম্পলিফায়ার। আর এর নিখুঁত ডিজাইনের কারণে এগুলো আছে কেউ বুঝতেই পারবে না।
এটুকু পড়েই ভাববেন না শেষ। এর আরও কয়েকটি সুবিধা সংক্ষেপে বলছিঃ
*এর এয়ার ফিল্টার পরিবর্তন করা যাবে, অর্থাৎ ময়লা জমলে মাস্ক ফেলে না দিয়ে শুধু ফিল্টার পরিবর্তন করলেই চলবে
*এতে দেয়া হয়েছে রিচার্জেবল ভেন্টিলেটর এবং দীর্ঘ ব্যাটারি লাইফ
*এর ইউভি স্টেরিলাইজারের সাথে দেয়া হয়েছে ওয়্যারলেস চার্জিং কেস
*পারসোনাল অপটিমাইজেশন সুবিধা। আপনি চাইলেই এয়ার ফ্লো এবং কানের সাথে সামঞ্জস্য(ear loops) রেখে সাইজ ঠিক করতে পারবেন।
যদিও razel থেকে এর মূল্য সম্পর্কে এখনো কিছু প্রকাশ করা হয় নি, তবে খুব শীগ্রই এই মাস্ক ইউরোপীয় বাজারে আসতে যাচ্ছে বলে জানা গেছে।
এখন দেখা যাক এই মাস্কের ইউজার রিভিউ কেমন হয়। মাস্কে এ ধরনের উন্নতি সত্যিই প্রশংসা পাওয়ার দাবি রাখে।
আমি মো.জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।