সেরা ১০টি ফ্রি ও প্রিমিয়াম ভিপিএন

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন

আমাদের ইন্টারনেটের গতিবিধিকে সুরক্ষা ও বাধাহীনভাবে সার্ফিং সুবিধা দেওয়ার জন্য যে সার্ভিসটি আমাদের জন্য কাজ করে যাচ্ছে তার নাম ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন। ভিপিএন নিয়ে অনেকের মনে অনেক জল্পনা কল্পনা থাকতে পারে। অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে। যেমন ভিপিএন আসলে কিভাবে কাজ করে। ভিপিএন কিভাবে আমাদের নিরাপত্তা দেয়। ভিপিএন আমাদের ডেটা লিক করে কি না বা ফ্রি ভিপিএন চালানো কতটা নিরাপদ। যদি আপনার জানার আগ্রহ থাকে তবে আমার লিখা এই ভিপিএন কি? কিভাবে কাজ করে? ভিপিএন আদ্যোপান্ত আর্টিকেলটি পড়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে।

ত আজ আমরা যে বিষয় টা নিয়ে আলোচনা করবো তা হলো সেরা ১০টি ভিপিএন কি কি। এদের মাঝে ৫টি ফ্রি এবং ৫টি প্রিমিয়াম ভিপিএন নিয়ে আলোচনা করা হবে।

বর্তমান সময়ে সবচে' জনপ্রিয় যে ৫ টি ভিপিএন রয়েছে সেগুলুর একটি লিস্ট নিচে দেয়া হলো। আশাকরি প্রতিটা ভিপিএনই আপনার পরিচিত মনে হবে। কারন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ভিপিএন হলো এগুলো। ত চলুন দেরী না করে দেখে নিই কি আছে সেরা পাঁচ লিস্টে।

টপ ৫ টি ফ্রি ভিপিএন
১। Proton VPN
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ও সিকিউর এবং ফাস্ট যে ভিপিএন সার্ভিস প্রভাইডার আছে, তাদের সবার মধ্যে Proton VPN রয়েছে Number 1 এ। খুবই চমৎকার, লাইট এবং ফাস্ট একটা ভিপিএন। কোন রকম ডেটা লিমিট নেই। ফ্রি তে আপনি কয়েকটি সার্ভার ইউজ করতে পারছেন, এর মাঝে USA, JAPAN, Netherlands এই তিনটা দেশ রয়েছে। ফ্রি তে এর বেশি না হলেও হয়।

২। TunnelBear
আরেকটি জনপ্রিয় ভিপিএন হলো এই টানেলবিয়ার ভিপিএন। তবে এর সার্ভিস সম্পূর্ণই প্রিমিয়াম। মাত্র ৫০০ মেগাবাইট ইউজ করতে পারবেন ফ্রি তে। তবে খুব ভালো ও রেপুটেড একটা ভিপিএন প্রভাইডার এই TunnerBear

৩। Hotspot Shield
Hotspot Shield এর নাম জানেন না এমন মানুষ কম পাওয়া যাবে। এরা ফ্রি তে সম্ভবত একটি দেশকে কানেক্ট করতে দেয়। অনেক পুরোনো ও এখনও জনপ্রিয় এই Hotspot Shield. কথায় আছে OLD ID GOLD. এই ভিপিএন টি তাই।

৪। Windscribe VPN
মার্কেটে খুব রিসেন্ট পরিচিতি পায় এই VPN টি। Windscribe VPN. পাওয়ার সাথে সাথেই ধাম করে রেংকিয়ে চলে আসে হাজার হাজার ভিপিএন কে পেছনে ফেলে। এর কারন ছিল একটাই এরা ফ্রি তে অনেকগুলো দেশে কানেক্ট করতে দিত। তবে এখন এরাও পেইড সার্ভিস দেয়া শুরু করে দিয়েছে। কয়েকটা দেশে মাত্র ফ্রি তে কানেক্ট করে যায়।

৫। Surfshark
এই ভিপিএন টি আমি কখনই ইউজ করিনাই। ইদানিং দেখছি ফ্রি ভিপিএন এর রেংকিং এ এটি নাম বার বার সামনে চলে আসছে। চিন্তা করছি এই টিউন টি লিখার পর আমিও ইউজ করে দেখবো কেন এটি রেংকিং এ এতটা এগিয়ে।

এবার আসুন আমরা দেখে নেই জনপ্রিয়তার তুঙ্গে থাকে টপ ৫টি পেইড বা প্রিমিয়াম ভিপিএন
কথায় আছে টাকা দিয়ে কিছু কিনে খাওয়ার চেয়ে চুরি করে খাওয়ার অনেক মজা। আসলে আমার মনে হয় না এটা ভিপিএন এর জন্য সত্যি। অনেকেই বলবে আমি ত মোড ভার্সন চালাচ্ছি। যদিও তা প্রিমিয়াম। ত যাইহোক সে তর্কে না যাই। চলুন লিস্ট টা একটু দেখে আসি।

টপ ৫টি প্রিমিয়াম ভিপিএন
১। Norton Secure VPN : আমি রেটিং দিব 7/10
২। PureVPN : আমি রেটিং দিব 6/10
৩। IPVanish : আমি রেটিং দিব 6/10
৪। CyberGhost : আমি রেটিং দিব 6/10
৫। Hotspot Shield : আমি রেটিং দিব 6/10
৬। VyprVPN : আমি রেটিং দিব 9/10
৭। Private Internet Access : আমি রেটিং দিব 9/10
৮। StrongVPN : আমি রেটিং দিব 5/10
৯। Surfshark : আমি রেটিং : আমি রেটিং দিব 6/10
১০। NordVPN : আমি রেটিং দিব 9/10
১১। ExpressVPN : আমি রেটিং দিব 8/10
আসলে ৫টি দিতে পারলাম না। কাকে রেখে কাকে দিব বলুন। উপরের ১১টা ভিপিএন ধরেই প্রতিটা ভিপিএন ই আমি ইউজ করেছি। আমার কাছে ভালো খারাপ বিচার করার কিছু মনে হয় নি। এরা ১১জন ই সুপার ডুপার টপ চার্টে থাকার যোগ্যতা রাখে। আশাকরি পোস্টটি ভালো লেগেছে। ভিপিএন এর নাড়িনক্ষত্র নিয়ে আমার একটি আর্টিকেল পড়তে চাইলে ভিপিএন আদ্যোপান্ত পোস্টটি পড়ে নিতে পারেন।

Level 0

আমি রকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস