TagX – ভিডিওর নির্দিষ্ট অংশকে আলাদা করে হাইলাইট আকারে শেয়ার করুন সহজেই

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

আমরা এই টিউনে একটি ভিডিওর নির্দিষ্ট অংশকে আলাদা করে হাইলাইট আকারে শেয়ার করার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করবো। আমাদের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যখন আমরা অন্য কারো সাথে যেকোন সম্পূর্ণ ভিডিওর পরিবর্তে একটি অংশ শেয়ার করতে চাই। তবে আপনি এই কাজতি ইউটিউব এর মতো সার্ভিস ব্যবহার করে time-stamping ফিচারের মাধ্যমে তা করতে পারবেন তবে একটি ভিডিওর একাধিক ভাগে ভাগ করার জন্য এটা আদর্শ সমাধান নয়। উদাহরণস্বরূপ, দীর্ঘ এডুকেশনাল ভিডিওর নির্দিষ্ট বিষয়গুলো শেয়ার করা।

TagX হচ্ছে একটি ফ্রি ওয়েব সার্ভিস যেখানে আপনি যেকোন ভিডিওর নির্দিশট অংশগুলোকে হাইলাইট আকারে মার্ক করার মাধ্যমে তা অন্যদের সাথে শেয়ার করে নিতে পারবেন। আপনি এই ওয়েব সাইটে ভিডিওর URL টি ব্যবহার করে এই সার্ভিসে ভিডিও ইম্পোর্ট করতে পারবেন এবং তারপরে টাইমস্ট্যাম্প এবং লেবেল এর মাধ্যমে ভিডিওর নির্দিষ্ট অংশকে ভাগ করতে পারবেন সহজেই। এছাড়াও আপনি দুটি হাইলাইটেড বিভাগের মধ্যেও ট্রাক তৈরি করতে পারবেন। এগুলো ছাড়াও, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিও লুপিং এবং অটোপ্লে সেটিংস গুলো কাস্টমাইজ করতে পারবেন এবং তারপরে হাইলাইট করা ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করার লিংক পেয়ে যাবেন।

একটি ভিডিওর নির্দিষ্ট অংশকে আলাদা করে হাইলাইট আকারে শেয়ার করার সহজ পদ্ধতি

TagX দিয়ে যেকোন ভিডিওর নির্দিষ্ট অংশগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা অত্যান্ত সহজ। আপনি শুধু ভিডিওর URL এন্টার করাবেন এবং তারপরে ভিডিওর হাইলাইটগুলো মার্ক করতে বিভিন্ন বিভাগে ভাগ করা শুরু করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এজন্য আপনাকে সাইন ইন করতে বা কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, শুধু ওয়েব পেইজে যান এবং আপনার ভিডিওটি হাইলাইট করা শুরু করে দিন।

একটি ভিডিওকে ট্যাগ করতে, শুধু TagX এর ল্যান্ডিং পেইজে ভিডিওর URL টি পেষ্ট করুন। আপনি এই ওয়েব সাইটে YouTube ভিডিও, Vimeo ভিডিও থেকে শুরু করে অন্য যেকোন ভিডিও URL এখানে পেষ্ট করতে পারেন। আপনি যখন ভিডিওর URL টি পেষ্ট করবেন তখন এটি URL এ থাকা ভিডিওটি আনবে এবং এডিটিং ইন্টারফেস স্ক্রিনে শো করবে যেখানে আপনি ভিডিওকে বিভিন্ন অংশে ভাগ করার জন্য বিভিন্ন অপশন দেখতে পাবেন।

এই ওয়েব সাইটের এডিটিং ইন্টারফের এবং Tags এবং Tracks পাশাপাশি ভিউয়ে দেখতে পাবেন। আর Tags সেকশনে আপনি ভিডিওটির হাইলাইটগুলো লিস্ট করবে। অন্যদিকে, Tracks সেকশনে আপনি দুটি হাইলাইটসের মধ্যে ভিডিও গুলো লিস্ট করতে পারবেন।

আপনি ভিডিওর ঠিক নিচেই একটি “Highlights” বাটন দেখতে পাবেন। আর ভিডিও চলাকালীন এই বাটনে ক্লিক করার মাধ্যমে একটি হাইলাইট তৈরি করতে পারবেন এবং তাতে ট্যাগ যুক্ত করতে পারবেন। তারপরে, time stamp কে ফাইন-টিউন করার জন্য আপনি ট্যাগগুলোকে এডিট করতে পারবেন এবং হাইলাইট গুলোর জন্য একটি লেবেল যুক্ত করতে পারবেন। একইভাবে, ট্রাকগুলোর টাইম এডজাস্ট করতে এবং কালার কোড সহ লেবেল যুক্ত করতে পারবেন।

ভিডিওকে বিভিন্ন ভাবে ভাগ করার পরে, আপনি শেয়ার ইন্টারফেস এবং প্লেব্যাক অপশনগুলো কাস্টমাইজ করতে পারবেন। এজন্য, ভিডিওর নিচে সেটিং আইকনে ক্লিক করুন, এটি একটি নতুন অপশন খুলবে যেখানে আপনি ভিডিওর জন্য একটি নাম যুক্ত করতে পারবেন, ডিফল্ট ট্যাব সিলেক্ট করতে পারবেন, ট্যাগিং মোড পরিবর্তন করতে পারবেন এবং প্লেব্যাক এবং ভিডিও লুপিং অপশনগুলো কাস্টমাইজ করতে পারবেন সহজেই। একবার ভিডিওকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে গেলে, হাইলাইট করা ভিডিওটি শেয়ার করার জন্য সেটিংস আইকনের পাশে “Share-icon”এ ক্লিক করুন। তারপরে আপনি অন্যের সাথে হাইলাইট করা ভিডিওটি শেয়ার করার জন্য সেই লিংকটি ব্যবহার করতে পারবেন।

শেষ কথা

TagX হচ্ছে একটি দুর্দান্ত সার্ভিস যার মাধ্যমে আপনি একটি ভিডিওর নির্দিষ্ট অংশকে হাইলাইট করার জন্য যেকোন পাবলিক অনলাইন ভিডিওকে ট্যাগ দিতে পারবেন। এটি এমন পরিস্থিতে অন্ত্যান্ত কার্যকর যেখানে আপনি চান যেকেউ কোন ভিডিওর একটি নির্দিষ্ট অংশটি দেখুক বা যার যা প্রয়োজন সেই অংশটি কেবল দেখুক। আর এটি শিক্ষার্থীদের পাশাপাশি প্রোফেশনালদের জন্য ভিডিওর নির্দিষ্ট বিভাগকে সহকেই ভাগ করে নেওয়া খুব কার্যকর ভূমিকা পালন করে ফলে সম্পূর্ণ ভিডিও দেখে মূল্যবান সময় নষ্ট করতে হয় না।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 182 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস