ব্লগে এডসেন্স পাওয়ার টিপস এন্ড টিক্স
ব্লগ লিখে টাকা ইনকাম করা এখন খুবই জনপ্রিয় একটি কাজ। এটা শুনতে খুব সোজা যে আর্টিকেল লিখবো মন মতো, আর গুগল আমার বাড়িতে এসে টাকা দিয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন নয়। ব্লগ এ এডসেন্স পেতে অনেক নিয়ম মেনে আবেদন করতে হয়। চলুন জেনে নেই ব্যাসিক কিছু নিয়ম সম্পর্কে।
✏ প্রথমেই বলে রাখি আপনার কন্টেন্ট কপি পেষ্ট হলে এই জনমে এডসেন্স পাবেন না। লিখতে হবে নিজে থেকেই।
✏ কমপক্ষে ৩০টা আর্টিকেল ১০০০+ ওয়ার্ড এর লিখে তবেই আবেদন করুন। ৫/৬ লিখেই আবেদন করলে হাতে রিজেকশন আর কপালে বাশ ছাড়া অন্য কিছু জুটবে নাহ।
✏ আর হ্যা অনেকেই এখনো জানেন না এখন বাংলা ব্লগ এ ও এডসেন্স এপ্রুব হয়। তব খুব কম টাকা দিয়ে থাকে।
✏ ভিজিটর কোনো বিষয় না৷ অনেকেই ভাবেন আমার তো ভিজিটর অনেক কম আমি আবেদন করলে পাবো তো? আসলে গুগল দেখে আপনার কনটেন্ট কতোটা পিওর, ভিজিটর দেখে নাহ৷
✏ সাইটে ভালোমতো এসিও(SEO) করুন। কন্টাক আস, প্রাইভেসী পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এবাউট, মেনুবার এই অপশন গুলো থাকতেই হবে সাইটে।
✏গুগল থেকে ডাউনলোড করা কোনো কপিরাইটকৃত ইমেজ সাইটে ব্যবহার করবেন নাহ।
✏ আবেদন করার আগে ডট কম.com ডোমেইন নিয়ে নিলে ভালো হয়।
✏ সব টিকঠাক থাকলে আল্লাহর নাম নিয়ে আবেদন করেই ফেলুন।
✏ সবাইকে ধন্যবাদ❤
আমি মো অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Passionate Bangladesi blogger