Redmi Note 9 কি কেনা ঠিক হবে?

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন

Redmi Note 9 ফোনটি শাওমি কোম্পানির নতুন বের হওয়া একটি ফোন। যেখানে তারা চেষ্টা করেছে নতুন কিছু যুক্ত করতে। কিন্তু কিছু ভালো দিক থাকলেও, কয়েকটি বিষয় সন্তোষজনক মনে হয়নি। তার মধ্যে অন্যতম হল ফোনটির ডিসপ্লে। যার বাম পাশে কোনাকুনিভাবে দেয়া হয়েছে সেলফি ক্যামেরা। এটা অবশ্য বিরক্তির বিষয়।

আবার প্রসেসরের দিকটা মোটেও আশানুরূপ নয়। ২০ হাজার টাকার ফোনটিতে তারা MediaTek Helio G85 (12nm) ব্যবহার করেছে। যার গ্রাফিক্স ছিল Mali-G52 MC2। Mediatek প্রসেসর এবং Mali GPU ফোনটির পারফরম্যান্স অনেকটা কমিয়ে দিয়েছে।

ঠিকমতো Full HD গেমস তথা Pubg, Asphalt 8 বা Call Of Duty খেলায় Lagging ছিল। তবে অন্যান্য দিকে বলতে হবে ফোনের দাম অনুযায়ী সব ঠিক আছে।

ক্যামেরা ফিচার আগের ভার্সনের মত হলেও দাম অনুযায়ী মেনে নেয়া যায়। তবে Back ক্যামেরার যে ছবি উঠেছে সেটা খুব একটা Better হয়নি, তাদের নতুন আপডেটে আশা করা যায় এই সমস্যার সমাধান দিতে পারবে।

ডিসপ্লে এর পিছনের অংশ প্লাস্টিক দিয়ে তৈরি। যা তেমন কোনো বড় সমস্যা নয়। ফোনটি বাজারে ৪ জিবি RAM এবং 128 GB ROM আকারে পাওয়া যাবে। SD Card চাইলে প্রায় 512 GB পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন।

সবচেয়ে ভালো দিক ছিল এই ফোনের ব্যাটারি সেকশনে। 5020 mAh ব্যাটারি কম করে হলেও ২.৫ দিন অনায়াসে চলে গিয়েছে। সাথে 18w Fast Charge সুবিধা থাকছেই। ফোনের সামগ্রিক পারফরম্যান্স Antutu তে 200414 এবং Geekbench এ 1292 পাওয়া গেছে।

CPU টা আরেকটু ভালো মানের হলে Score টা বেশি হত বলে মনে হয়। যারা দৈনন্দিন ব্যবহারের জন্য ফোনটি কিনতে চান তাদেরকে বলব কিনতে পারেন। তবে গেম প্রেমিকদের Snapdragon CPU (Redmi Note 8 Pro) যুক্ত ফোনগুলো ক্রয় করার পরামর্শ দেবো।

আজকে এতটুকুই, ধন্যবাদ।

Level 0

আমি Muhammad Abdulllah। Photo Editor, Bengal Tech বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস