ie এবং eg-এর অর্থ কী এবং এ দুটির সঠিক প্রয়োগ কী?

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন

i.e. এবং e.g.-এর অর্থ কী এবং এ দুটির সঠিক প্রয়োগ কী?

e.g. এবং i.e এর সঠিক ব্যবহার-

১) আমি ভিটামিন "সি" সমৃদ্ধ ফল খেতে পছন্দ করি,  e.g. কমলা, আমলকি এবং আমড়া।

২) আমি ভিটামিন "সি" সমৃদ্ধ ফল খেতে পছন্দ করি,  i.e. সাইট্রিক অ্যাসিড যুক্ত রসালো।

উপরের প্রথম বাক্যে ভিটামিন "সি" যুক্ত ফলের কয়েকটি উদাহরণ দেয়ার জন্য e.g. ব্যবহৃত হয়েছে।

দ্বিতীয় বাক্যে ভিটামিন "সি" সমৃদ্ধ ফল বলতে কি ধরনের ফল বোঝানো হয় সেটার একটি ক্ষুদ্র ব্যাখ্যা দেয়ার জন্য i.e. ব্যবহৃত হয়েছে।


e.g. এবং i.e. এর উৎপত্তি এবং অর্থ-

e.g. = exempli gratia

i.e. = id est

শব্দগুলো মূলত ল্যাটিন। প্রথমটির অর্থ "উদাহরণস্বরূপ", এবং দ্বিতীয়টির অর্থ "তার মানে"।

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস