বার কোড ও কিউআর কোডের পার্থক্য কী?
বারকোড এবং কিউআর (কুইক রেসপন্স) কোড উভয়েই জ্যামিতিক চিত্রের মাধ্যমে তথ্য ধারণ করে যেটি কিনা অপটিকাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে মানুষের পাঠযোগ্য করা যায়।
সাধারণ একটি বারকোড
এটি একটি কিউআর কোড।
বারকোড এবং কিউআর কোড এর পার্থক্য মূলত তিনটি জায়গায়।
প্রথম পার্থক্যটি বাহ্যিক আকৃতিতে।
বারকোড হল একটি একমাত্রিক জ্যামিতিক চিত্র যেখানে কিউআর কোড একটি দ্বিমাত্রিক জ্যামিতিক চিত্র। ফলে বারকোড যেখানে শুধু অনুভূমিক তল বরাবর তথ্য সংরক্ষণ করে, কিউআর কোড সেখানে উল্লম্ব এবং অনুভূমিক উভয়ভাবেই তথ্য সংরক্ষণ করতে পারে।
দ্বিতীয় পার্থক্যটি ধারণক্ষমতায়।
বারকোড শুধুমাত্র আলফানিউমেরিক ডাটা সংরক্ষণ করতে পারে, যেখানে কিউআর কোড আলফানিউমেরিক ডাটা সহ বিভিন্ন ছবি, বাইনারি তথ্যাদি এমনকি কন্ঠস্বর পর্যন্ত সংরক্ষণ করতে পারে। বোঝাই যাচ্ছে কিউআর কোড বারকোড এর চেয়ে অনেক বেশী তথ্য ধারণ করতে পারে।
তৃতীয় পার্থক্যটি হচ্ছে এদের ব্যবহারে।
বারকোড ব্যবহার করা হয় বিভিন্ন সুপারমার্কেট, হাসপাতাল কিংবা সিনেমা থিয়েটারে যেখানে কিউআর কোড ব্যবহৃত হয় মূলত টেকনোলজিকাল ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাবলেট কিংবা কম্পিউটারে।
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।