Self Destructive Messages এর কাজ কি? কিভাবে Send করবেন?

Self Destructive Messages আজকের আর্টিকেল টি সাজানো হয়েছে ধ্বংসাত্মক বার্তা নিয়ে। তাই এই বিষয় যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তবে দেখে নিন বিস্তারিত।

Self Destructive Messages

Self Destructive Messages তাদের জন্য যারা ভয় পান, তাদের তথ্য Third Party কারো কাছে পড়লে সমস্যা হতে পারে।

আজকাল, আমরা গোপনীয়তা সম্পর্কে অনেক কিছু জানি এবং আমরা আমাদের পরিচয় এবং ব্যক্তিগত ডেটা সমগ্র বিশ্বের সাথে ভাগ করতে চাই না

বর্তমান অনলাইনে অনেক প্রমান পাবেন তথ্য ফাস হওয়ার। তা ছোট থেকে বড় অনেক সংস্থার কিংবা গোপনীয় বিষয় গুলোর।

আর এর মূল কারন হলো আমরা অনলাইনে তথ্য প্রেরন করার জন্য Third Party মাধ্যম বেছে নেই।

উদাহরন হিসাবে ধরে নিন Gmail, Facebook ইত্যাদি।

ধরুন আপনি মেইল পাঠালেন তা কোথায় গিয়ে জমা থাকবে অবশ্যই Gmail কিংবা অন্যান্য মেইল সার্ভিস গুলো যা আপনি ব্যবহার করেন।

তাহলে আপনি যা করবেন তার তথ্য জমা থাকবে Third Party কোন সংস্থার কাছে। এখন তারা যদি সবার তথ্য অনলাইনে ফাস করে দেয় তাহলে কি ঘটবে যদি তা হয় অতীব গোপনীয়।

এবার ভাবুন আপনি Secret কোন তথ্য কাউকে পাঠাতে চান আর তা যদি অন্য কারো নিকট পৌছে যায় তবে ঘটতে পারে অনেক বড় কোন সমস্যা।

উদাহরন হিসাবে ধরে নিন আপনি গার্ল ফ্রেন্ড কে ম্যাসেজ পাঠাবেন কিন্তু সেই বার্তা অন্য কারে হাতে পড়লে এখানেই ইতি ঘটার সম্ভাবনা রয়েছে।

বাই দা ওয়ে এটা সেনাবাহিনীর সিক্রেট মিশন ও হতে পারে।

Self Destructive Messages কাকে বলে?

এটা হলো এমন একটা ধ্বংসাত্মক বার্তা যা কিনা নির্দিষ্ট সময় পরে নিজের নাম নিশানা নিজে থেকেই মিটিয়ে দিতে পারে।

Self Destructive Messages এর কাজ কি?

আপনি যদি নির্দিষ্ট সময়ের ভিতর বার্তা টি দেখতে সক্ষম না থাকেন তবে গায়েব হয়ে যাবে একদম মিনা রাজুর দৈত্যের মত।

এর ফলে ম্যাসেজে কি ছিলো তার কোন প্রমান থাকবেনা। তাই তথ্য কোথাও ফাস হয়ে যাওয়ার ভয় থাকবেনা।

আজকাল Telegram, Snapchat, WhatsApp ইত্যাদির প্রায় প্রতিটি জনপ্রিয় বার্তা প্রেরণ করার App গুলোতে Self Destructive Messages সিস্টেম রয়েছে।

Self Destructive Messages App গুলোতে, যখন প্রাপক বার্তাটি পড়ে ফেলবে তখন পাঠানো বার্তাগুলি স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হয়ে যাওয়া নিয়ন্ত্রন করা যায়।

Self Destructive Messages কিভাবে পাঠায়?

আপনার বন্ধুদের কীভাবে Self Destructive Messages প্রেরণ করবেন এবার তা নিয়ে আলোচনা করা যাক।

আজকের আর্টিকেল টিতে সেরা কিছু পদ্ধতি এবং কয়েকটি App এর তালিকা প্রকাশ করতে যাচ্ছি। যা আপনাকে ইন্টারনেটে Self Destructive Messages প্রেরণ সহযোগিতা করবে।

PrivNote

কোনও বন্ধুকে একটি স্ব-ধ্বংসাত্মক বার্তা প্রেরণ করতে চান PrivNote ব্যবহার করতে পারেন।
যারা জানেন না তাদের জন্য "PrivNote মূলত  Self Destructive ম্যাসেজিং সেবা দিয়ে থাকে।
যা ব্যবহারকারীদের Self Destructive ম্যাসেজ পাঠাতে সাহায্য করে।

প্রথমে PrivNote লিংকে প্রবেশ করুন। তাহলে একটি Message লেখার জন্য একটি ঘর দেখতে পাবেন।

আমিও আপনাদের উদাহরন দেওয়ার জন্য একটা ম্যাসেজ লিখে ফেললাম। যা আমার বন্ধুকে পাঠাবো ভাবছি।

যাই হোক ম্যাসেজ লেখা শেষ আপনি চাইলে আরো কিছু ফিচার যোগ করতে পারবেন। তার জন্য Show Options বাটনে ক্লিক করতে হবে।

আপনি নির্বাচন করতে পারবেন Messages টি কখন Self Destructive হবে। যেমন ধরুন একবার পড়া হয়ে গেলেই। ১ ঘন্টা পর নাকি ২৪ ঘন্টা কিংবা ১ সপ্তাহ আর নাহলে এক মাস। পাশাপাশি পাসওয়ার্ড যুক্ত করে দেওয়া যাবে। Confirmation করা ছাড়াই যদি  Self Destruct করাতে চান চেক বক্সে মার্ক করে নিয়েন। আর সকল ঘর পূরন করে Create Note বাটনে ক্লিক করুন।

আপনি উপরের মত একটি লিংক দেখতে পাবেন এবার তা আপনি যাকে পাঠাতে চান তার উদ্দেশ্যে পাঠিয়ে দিন। ব্যস এবার আপনার নির্ধারন করা সময় পর তা নিজে থেকেই গায়েব হয়ে যাবে।

এভাবে যদি আপনি Third Party App ব্যবহার করেও যদি কাউকে বার্তা পাঠান সমস্যা হবে না আশা করি আপনার তথ্য নিরাপদ থাকবে।

PrivNote ছাড়াও চলুন আরো কিছু বিকল্প মাধ্যম গুলো জেনে নেওয়া যাক। যার ব্যবহার করে আপনি সহজেই Self Destructive Messages পাঠাতে পারবেন।

Destructing Message

Destructingmessage.com একটি Free সার্ভিস যা আপনাকে স্ব-ধ্বংসাত্মক বার্তা প্রেরণে সাহায্য করবে। এটা ব্যবহার করে বার্তা পাঠলে সেকেন্ড কিংবা সর্বোচ্চ পাচ মিনিটের মধ্যে বার্তাটি পড়তে হবে নয়তো সময় শেষ হয়ে গেলে এটি আর পড়তে পারবে না। এটা নিশ্চিত করে যে আপনার বার্তা পাঠক ছাড়া আর কেউ পড়েনি এবং বার্তার সমস্ত প্রমাণ মুছে ফেলা হয়েছে।

TMWSD

TMWSD  একটি সুরক্ষিত বার্তা পাঠানোর সার্ভিস দিয়ে থাকে। প্রেরিত বার্তাগুলি encrypted করা হয়, নিরাপদে স্থানান্তরিত হয় এবং সেগুলি পুনরুদ্ধার করা হলে স্বয়ংক্রিয়ভাবে মোছা হয়। ইন্টারফেসটি খুব পরিষ্কার, কেবল বার্তাটি টাইপ করতে হবে এবং একটি পাসওয়ার্ড নির্বাচন করতে হবে।
এরপর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চাইলে একটি লিঙ্ক তৈরি করে পাঠিয়ে দিতে পারবেন।

DUE.IM

DUE.IM  একটি জনপ্রিয় সাইট যা আপনাকে বার্তা পাঠানোর অনুমতি দিবে। আবার সেই বার্তা পড়ার পরে মুছে ফেলার জন্য সার্ভিস দিয়ে থাকবে। এতে কিছু আলাদা ফিচার রয়েছে যেমন আপনি এখানে আপনার URL টি সংক্ষিপ্ত করতে পারেন, ওয়েবসাইটটির সার্ভার Up কিংবা Down পরীক্ষা করতে পারবেন। আপনি Random পাসওয়ার্ডও তৈরি করতে পারবেন।

উপরোক্ত তালিকাভুক্ত তিনটি  সাইট  আপনাকে এনক্রিপ্ট করা বার্তা এবং ফাইলগুলি পড়ার অনুমতি দিবে। আবার সে বার্তা পড়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে মুছবে।
ইউজার ইন্টারফেস গুলো সহজ এবং পরিষ্কার। ব্যবহারকারীদের কেবল তাদের বার্তাটি বাক্সে টাইপ করতে হবে এবং প্রাপকের ইমেল ঠিকানা প্রবেশ করতে হবে এবং তারপরে বার্তাটি প্রেরণ করতে ক্লিক করে দিতে হবে। আর সবশেষে বার্তা পড়ার পরে তা ধ্বংস হয়ে যাবে।

আপনি যদি Android ব্যবহারকারী হয়ে থাকেন তবে আপনি Play Store এ পেয়ে যাবেন অনেক Self Destructive Messaging App.

Telegram

Telegram Android এবং iOS ডিভাইসের জন্য জনপ্রিয় একটি App.
এতে কিছু বিশেষ ফিচার রয়েছে যেমন স্ক্রিনশট সুরক্ষা, স্ব-ধ্বংসাত্মক বার্তা ইত্যাদির মতো সুবিধা।

তাই যারা স্ব-ধ্বংসাত্মক বার্তা প্রেরণ করতে চান  একটি ‘নতুন গোপন চ্যাট’ সেশন শুরু করে দিতে পারেন।
Secret Chat টিতে বার্তাগুলি শক্তিশালী এনক্রিপশন সহ সুরক্ষিত থাকে এবং এতে একটি self Destructive Timer থাকে।

StealthChat

এটি গুগল প্লে স্টোরে থাকা অ্যান্ড্রয়েডের জন্য সেরা ব্যক্তিগত মেসেজিং অ্যাপগুলির মধ্যে একটি।
আর এটাও  একটি Self Destructive Messages নিয়ে তৈরী যা বার্তাটি একবারে মুছে ফেলার জন্য বার্ন টাইমার দেওয়া রয়েছে।
এছাড়াও আপনি আপনার বন্ধুদের কিংবা পরিবারের সদস্যদের কল করতে করতে পারবেন এই এপ দিয়ে।

Confide

আপনি যদি Android মোবাইলের জন্য  সুরক্ষিত বার্তাপ্রেরণ করার App এর সন্ধান এ থাকেন তবে Confide App টি আপনার জন্য।
এই App তার  সুরক্ষা Feature দিয়ে প্রচুর ব্যবহারকারীকে মুগ্ধ করেছে।
এতে কোনও স্ব-ধ্বংসাত্মক সিস্টেম নেই, তবে প্রতিটি বার্তা পড়ার পরে এটি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়।

সুতরাং, এই Article টির মাধ্যমে জানতে পেরেছেন কীভাবে আপনার বন্ধুদের কাছে স্ব-ধ্বংসাত্মক বার্তা প্রেরণ করা যায় সে সম্পর্কে।
আশা করি এই বিষয় টি আপনার ভালো লেগেছে।
এবং তার সাথে Self Destructive Messages সম্পর্কে জানতে সাহায্য করেছে! তাই আপনার বন্ধুদের সাথেও ভাগ করুন।

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।

-

লেখকঃ ইসমাঈল হোসেন (সৌরভ)

Youtube | Page | Group | Website

Level 3

আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস