ফ্রি ক্রিপ্টোকারেন্সি আয় করুন লিখালিখি করে

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন
২০২০ সালের মার্চ মাসের শুরু থেকে কন্টেন্ট লেখক এবং সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সোশ্যাল 
নেটওয়ার্ক Hive সম্পর্কে কিছু হাইপ রয়েছে। হাইভ ব্লগ একটি সামাজিক মিডিয়া, যা মূলত 
Decentralized Social Media নামে পরিচিত, পাশাপাশি একটি বড় ব্লগিং প্ল্যাটফর্ম। 
হাইভ অন্য কোনও সামাজিক মিডিয়া এবং ব্লগিং প্ল্যাটফর্মের থেকে খুব আলাদা, কারণ আপনি এখান থেকে 
ক্রিপ্টোকারেন্সি অর্জন করতে পারেন।

আপনারা সবাই হয়তো Steemit এর নাম শুনেছেন। Hive এর কাজ সম্পূর্ণ Steemit এর মতই। 

Hive কি?

প্রথমেই বলেছি, হাইভ একটি সোশ্যাল নেটওয়ার্ক এবং একইসাথে একটি ব্লগিং প্লাটফর্ম। একেবারে বেসিক লেভেলে এটি Reddit এর মতো আরেকটি সোশ্যাল নেটওয়ার্ক বলে মনে হতে পারে আপনার কাছে। কারন, হাইভ এর প্রায় সব ফিচারসই Reddit এর মতো। Reddit এর মতোই আপনি অন্যান্য ইউজারের টিউনে আপভোট করতে পারবেন, টিউমেন্ট করতে পারবেন, অন্য ইউজারের টিউন নিজের প্রোফাইলে রিটিউন করতে পারবেন, অন্যান্য ইউজারদের টিউন ফিডে পাওয়ার জন্য তাদেরকে ফলো করতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী যেকোনো টপিক ফলো করতে পারবেন, নিজে নতুন টিউন তৈরি করতে পারবেন এবং টিউন করতে পারবেন ইত্যাদি একটি সোশ্যাল মিডিয়া এবং ব্লগে যেসব ফিচার থাকা উচিত তার অনেককিছুই আছে হাইভ এ।

কিন্তু একই সাথে হাইভ তাদের ইউজারদের সাথে রেভিনিউ শেয়ার করে থাকে। এটাই মুলত অন্যান্য যেকোনো সোশ্যাল মিডিয়া এবং হাইভ এর মধ্যে সবথেকে বড় পার্থক্য। আর এই রেভিনিউ শেয়ারিং এর ক্ষেত্রেই স্টিমিট এর সাথে Hive নামক ক্রিপ্টোকারেন্সিটির ইন্টাগ্রেশনের ব্যাপারটি চলে আসে। হাইভ তাদের ইউজারদেরকে রেগুলার ফিয়াট কারেন্সির (টাকা, ডলার পাউন্ড, ইউরো) সাহায্যে পেমেন্ট করে না। বরং হাইভ ইউজারদেরকে পেমেন্ট করে Hive ক্রিপ্টোকারেন্সির সাহায্যে।

আরেকটি মজার ব্যাপার হচ্ছে, ইউজাররা শুধুমাত্র কন্টেন্ট টিউন করার জন্যই পেমেন্ট পেয়ে থাকে না। বরং টিউন করা, আপভোট করা এবং এমনকি কারো টিউনে টিউমেন্ট করার জন্যও পেমেন্ট পেয়ে থাকে। তবে কোন ইউজার কি করার জন্য কতটুকু পেমেন্ট পাবে, সেটা স্টিমিট এর আরও কিছু রুলস এবং কয়েকটি ফ্যাক্টরের ওপরে ডিপেন্ড করে।

 

সেগুলো নিয়ে এবং কিভাবে আপনি হাইভ থেকে আপনার দক্ষতা দিয়ে সহজেই ইনকাম করতে পারবেন  সেগুলো নিয়ে আমি আমার হাইভ ব্লগে বিস্তারিত আলোচনা করেছি।

এইখানে ক্লিক করে পুরো টিউটোরিয়াল পড়ে নিন। কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই টিউমেন্টে জানাবেন। 

কিভাবে আর্টিকেল বা ব্লগ লিখে ডলার ইনকাম করবেন? 

Level 2

আমি marwan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস