গুগল ম্যাপের ৮টি অল্টারনেটিভ ম্যাপ সার্ভিস এবং জেনে নিন এই সার্ভিসগুলো কখন কিভাবে ব্যবহার করবেন

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

আজকে আমি আপনারদের সাথে আলোচনা করবো, গুগল ম্যাপের ৮টি অল্টারনেটিভ সার্ভিস নিয়ে এবং কখন কিভাবে ব্যবহার করবেন তা জানতে পারবেন এই টিউন থেকে, তো কথা না বাড়িয়া মূল আলোচনা শুরু করা যাক।

গুগল ম্যাপ হচ্ছে একটি অসাধারণ ম্যাপিং সার্ভিস, এবং এটি এতটাই জনপ্রিয় যে, কেউ যদি ম্যাপ সার্ভিস ব্যবহার করতে চায় তখন সে প্রথমেই গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করে। আর যখন আমরা অপরিচিত কোন যায়গাতে যাই অথবা নতুন কোন যায়গাতে গাড়ি নিয়ে ঘুরতে যাই তখন নেভিগেট করার জন্য গুগলের ম্যাপ সার্ভিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও গুগল ম্যাপ সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে প্রি-ইন্সটল করা থাকে এবং আইওএস ব্যবহারকারীরাও তাদের অ্যাপ স্টোর থেকে সহজেই ইন্সটল করতে পারবেন।

তবে, গুগল ম্যাপের কিছু ত্রুটি আছে, যা সামনের আলোচনা থেকে একে একে জানতে পারবেন। সুতরাং, আপনার ইচ্ছা এবং প্রয়োজনের উপর নির্ভর করবে আপনি গুগল ম্যাপ এর অল্টারনেটিভ সার্ভিস ব্যবহার করতে পারেন ফলে আপনি উপভোগ করতে পারবেন আরও অত্যাধুনিক ফাংশন আর বিভিন্ন ধরনের এপ্রোচ। নিচের গুগল ম্যাপের বিভিন্ন অল্টারনেটিভ নিয়ে আলোচনা করা হয়, যেখানে আপনি পাবেন পারফেক্ট সব ন্যাভিগেশন টুলস যা আপনার এবং আপনার লাইফ স্টাইলের সাথে ওতপ্রোত ভাবে মিশে আছে।

Waze

প্রাইসঃ Waze সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

বেস্ট ইউজঃ যখন আপনি অনেক বেশি ট্রাভেল করতে থাকেন এবং এখানে সেখানে যাওয়ার জন্য রাস্তারপরিস্থিতি সম্পর্কে জানতে লাইভ আপডেটের প্রয়োজন হয়, তাহলে Waze ই হল আপনার একমাত্র বন্ধু।

যারা অন্য ইউজারদের সাথে লাইভ ইন্টার‍্যাকশন করতে ভালবাসেন তারা সহজেই Waze ন্যাভিগেশন টুলস ব্যবহার করে সহজেই রাস্তারপরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন। যেহেতু প্রত্যেক ব্যবহারকারী প্রতিটি ম্যাপে অ্যাক্সেস রয়েছে তাই আপনি প্রতিনিয়ত ট্র্যাফিক, পুলিশ অ্যালার্ট, ক্যামেরা সতর্কতা ইত্যাদির আপ-টু-ডেট তথ্য পাবেন অনায়াসেই। তাছাড়াও আপনি আপনার ফোনের মিউজিক অ্যাপটি Waze এর সাথে ইন্ট্রিগ্রেট করতে পারবেন ফলে আপনি আরও উন্নত ইউজার এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, গুগল ম্যাপের মত ম্যাপের ডিটেইলস ভিউ Waze ম্যাপে পাবেন না। আর গুগল ম্যাপের সাথে তুলন করলে এই অ্যাপের আরও অনেক ফিচারই খুঁজে পাবেন যা Waze ম্যাপে নাই।

ডাউনলোডঃ অ্যান্ড্রয়েড এবং আইওএস

Maps.me

প্রাইসঃ Maps.me সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

বেস্ট ইউজঃ আপনি যখন নতুন কোথাও বেড়াতে যাওয়ার জন্য ডিরেক্টশন খুঁজবেন এবং যদি আপনার ফোনে পর্যাপ্ত ইন্টারনেট না থাকে তখন অফলাইনে এটা ব্যবহার করতে পারবেন। আর যারা ঘন ঘন ট্রাভেল করেন তাদের জন্য পারফেক্ট একটি টুলস।

অফলাইনে ব্যবহার করা যায় এমন অ্যাপের মধ্যে Maps.me অন্যতম একটি অ্যাপ, এই অ্যাপ ব্যবহার করে আপনি অফলাইনে ম্যাপ ব্যবহার করতে পারবেন আর এই ফিচারের কারনেই গুগল ম্যাপের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি এই অ্যাপে আগে থেকেই বিভিন্ন জায়গার মানচিত্র ডাউনলোড করে রাখতে পারবেন এবং আর এর ডাউনলোড সাইজ খুবই কম সাইজের ফলে আপনার ফোনের কম ম্যামরি খরচ হবে।

এই অ্যাপটি OpenStreetMap এর ডাটাবেজ ব্যবহার করে, ফলে আপনি আরও ডিটেইলসে ম্যাপ গুলো দেখতে পারবেন। কিন্তু এর সার্চ ফাংশনটা কিছুটা লিমিটেড, এর মানে হল আপনি সব জায়গার ম্যাপ এটাতে নাও পেতে পারেন। আর আপনি সহজেই সমস্ত পর্যটনকেন্দ্র খুঁজে পাবেন কিন্তু আপনি যদি কোন প্রতিষ্ঠানের অ্যাড্রেস খুঁজতে চান তবে তাদের ম্যাপ অ্যাড্রেস না থাকলে আপনি তা খুঁজে পাবেন না।

এই ম্যাপ সার্ভিসের খারাপ দিকটি হল আপনি এই অ্যাপে অ্যাড দেখতে পাবেন।

ডাউনলোডঃ অ্যান্ড্রয়েড এবং আইওএস

OpenStreetMap

প্রাইসঃ ফ্রী

বেস্ট ইউজঃ আপনি যখন একটি ফ্রী, অ্যাক্সেসেবল এবং সঠিক ম্যাপিং টুলস ব্যবহার করতে চাইবেন তখন এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।

OpenStreetMap এর অ্যাকুরেসির জন্য সবচেয়ে বেশি পরিচিত আর এই কারনেই গুগল ম্যাপের অল্টারনেটিভ বেস্ট অল্টারনেটিভ। আর এটি একটি ওপেন সোর্স সার্ভিস যেখানে এর সকল ইউজাররা ম্যাপ এডিট করে এবং ডাটাবেজে নতুন ম্যাপ যুক্ত করে পারে।

আর এই কারণেই OpenStreetMap কে এর ইউজারদের কাছে অত্যন্ত ইন্টারেক্টিভ এবং জনপ্রিয় করে তুলেছে, ফলে প্রতিদিনই এতে নতুন নতুন ম্যাপ যুক্ত হচ্ছে এবং এর সার্ভিস কোয়ালিটিকে আরও উন্নত করছে। তবে, বিশ্বের কিছু অংশের ম্যাপের ডাটা অন্য অংশের তুলনার কম থাকার কারণে কম ডেটা এবং ম্যাপ দেখতে পারবেন।

ডাউনলোডঃ এই ম্যাপ সার্ভিসের কোন মোবাইল অ্যাপ ভার্সন নেই

MapQuest

প্রাইসঃ ফ্রী

বেস্ট ইউজঃ আপনি যখন কোন ইউজার ফ্রেন্ডলি ম্যাপ ব্যবহার করতে চাইবেন তখন এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।

উপরের সবগুলো ম্যাপ সার্ভিসের থেকে সবচেয়ে বেশি ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ম্যাপ সার্ভিস হল এই MapQuest। এই অ্যাপ এর ইউজফুল ফিচারের মধ্যে রয়েছে রিয়াল টাইম ট্র্যাফিক আপডেট, অটোমেটিক রিরূট অপশন, আপনার ভ্রমণের আনুমানিক জ্বালানী ব্যয় গণনা করা এবং এমনকি আপনার বর্তমান লোকেশনের তাপমাত্রাও দেখতে পারবেন।

যখন আপনি MapQuest অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার ভ্রমণ পরিকল্পনাগুলি এই অ্যাপে ইনপুট করবেন, তখন আপনি সেই ডাটা গুলি আপনার যেকোনো ডিভাইসে সাথে সিঙ্ক করতে পারবেন এবং তারপরে আপনি চাইলে সেই ডাটা গুলি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে পারবেন।

ডাউনলোডঃ অ্যান্ড্রয়েড এবং আইওএস

Here WeGo

প্রাইসঃ ফ্রী

বেস্ট ইউজঃ আপনি যখন কোন ধরনের ঝামেলা ছাড়াই আপনার নির্বাচিত রুটে নেভিগেট করতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন।

যারা খুবই সিম্পল ইউজার ইন্টারফেস পছন্দ করেন তাদের জন্য Here WeGo অ্যাপটি খুবই ভাল লাগবে কেননা এতে খুবই সিম্পল ডিজাইন ব্যবহার করে অ্যাপ ডেভেলপ করা হয়েছে। এর সিম্পল স্ট্যান্ডার্ড ইন্টারফেসের মাধ্যমে আপনি সহজেই আপনার বর্তমান লোকেশন থেকে ডেসটিনেশন পয়েন্টে যেতে পারবেন। আর এই অ্যাপে এডভান্স রুট প্লানিং অপশন নেই ফলে আপনি অতিরিক্ত কোন প্লান সেভ করে রাখতে পারবেন না।

তবে, Maps.me এর মত আপনি আপনার পছন্দের লোকেশনের ম্যাপ ডাউনলোড কররে এবং এই অ্যাপটিকে অফলাইনে ব্যবহার করতে পারবেন। আর এর ফলে এই অ্যাপটিকে এর ইউজারদের কাছে অন্য সব অ্যাপ থেকে কিছুটা হলেও নির্ভরযোগ্য এবং কার্যকর করে তুলেছে।

ডাউনলোডঃ অ্যান্ড্রয়েড এবং আইওএস

Bing Maps

প্রাইসঃ ফ্রী

বেস্ট ইউজঃ আপনি যখন সবগুলো টুলস এক স্ক্রিনে দেখতে চান তাহলে মাইক্রোসফট এর এই ম্যাপ সার্ভিসটি ব্যবহার করতে পারেন।

আপনি যদি গুগল ম্যাপের মত অল্টারনেটিভ কোন ম্যাপ সার্ভিস খুঁজছেন তাহলে ক্লিয়ার ইন্টারফেস এবং সহজ ন্যাভিগেশন সম্বলিত Bing Maps ব্যবহার করে দেখুন। আর সমস্ত কন্ট্রোল অপশনগুলো স্ক্রিনের উপরের দিকে রয়েছে, আর এই ওয়েব সাইটটি ব্যবহার করা একদম সহজ।

Bing Maps হচ্ছে খুবই ডিটেইলস এবং মাল্টি লেয়ার ম্যাপস, আধুনিক ইন্টারফেস, বিভিন্ন স্থানের লোকেশন সেভ করার অপশন এবং বিভিন্ন ধরনের ম্যাপস টুলস রয়েছে, যার কারণে আপনি এই ম্যাপটি পছন্দ করবেনই

Bing Maps এর একটি মাত্র নেগেটিভ সাইড আর তা হল এর কোণ মোবাইল অ্যাপ নেই। আর কারণ হয়তো অন্যান্য অ্যাপের তুলনায় Bing Maps আরও বেশি ডাটা খরচ করতে তাই তারা এর জন্য কোন মোবাইল অ্যাপ ডেভেলপ করেনি।

ডাউনলোড: এই ম্যাপ সার্ভিসের কোন মোবাইল অ্যাপ ভার্সন নেই

OsmAnd

প্রাইসঃ ফ্রী ব্যবহার করতে আবার প্রতি মাসে ১.৯৯$ বা ১৬৮৳ দিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশনও করতে পারবেন

বেস্ট ইউজঃ আপনি যখন উন্নত ভিউইং, ইউজার এক্সপেরিয়েন্স এবং এক্সট্রা ফিচার দেখার প্রয়োজন পরবে তখন এই ম্যাপটি ব্যবহার করতে পারবেন।

OsmAnd হচ্ছে একটি ন্যাভিগেশন টুলস যা আপনি অনলাইনে এবং অফলাইনে ব্যবহার করতে পারবেন। এটা OpenStreetMap এর ডাটাবেজ ব্যবহার করে, যার মাধ্যমে এর ব্যবহারকারীদেরকে নির্ভুল লাইভ ট্র্যাফিক আপডেট দিয়ে থাকে।

OsmAnd অ্যাপটিতে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে যেমনঃ চেঞ্জ ম্যাপ লুক, ডার্ক মুড এবং উইকিপিডিয়া ইট্রিগ্রেশন ইত্যাদির মাধ্যমে আপনাকে দিবে উন্নত ইউজার এক্সপেরিয়েন্স।

দীর্ঘ ভ্রমণে এই অ্যাপটি হতে পারে আপনার অন্যতম সঙ্গী, কেননা এর রয়েছে অসাধারণ হাইলাইট ম্যাপ যার মাধ্যমে আপনি গাড়িতে বসেই আশে পাশে সুন্দর সুন্দর দৃশ্য অবলোকন করতে পারবেন।

ডাউনলোডঃ অ্যান্ড্রয়েড এবং আইওএস

Citymapper

প্রাইসঃ ফ্রী

বেস্ট ইউজঃ আপনাকে যখন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে।

Citymapper হচ্ছে এই লিস্টের সবচেয়ে ইউনিক অ্যাপ। এই অ্যাপটি আপনাকে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রাভেল করার জন্য সমস্ত রুট এবং ডিরেক্টশন শো করে থাকে যা গুগল ম্যাপ এর থেকে সম্পূর্ণ ইউনিক একটা ফিচার।

Citymapper সমস্ত পাবলিক ট্রান্সপোর্টের রুটের আপ-টু-ডেট ডাটাবেজ রয়েছে যা আপনাকে শহরের মধ্য দিয়ে চলাচলের জন্য অনেক সহায়তা করবে এবং আপনি আর কখনো বাস মিস করবেন না। এর সাথে সম্পর্কিত অন্যান্য দরকারি ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ টিকিটের দামের তথ্য, পাশাপাশি আপনার পছন্দের লোকেশনগুলি সেভ করার অপশন ইত্যাদি রয়েছে।

ডাউনলোডঃ অ্যান্ড্রয়েড এবং আইওএস

শেষ কথা

উপরে এতগুলি অল্টারনেটিভ ম্যাপ সার্ভিস নিয়ে আলোচনা করেছি যে আশা করি আপনার আর গুগল ম্যাপের অল্টারনেটিভ সার্ভিস গুলো আর খুঁজে পেতে সমস্যা হবে না, তবে গুগল ম্যাপে অভস্থ হওয়ার কারণে আমরা সহজেই অন্য অ্যাপ ব্যবহার করে উঠতে পারিনা।

আপনি কি গুগল ম্যাপের অল্টারনেটিভ সার্ভিসগুলো আগে কখনও ব্যবহার করেছেন? তাহলে নিচের টিউনমেন্ট বক্সে টিউমেন্ট করে আপনার অভিজ্ঞতা সম্পর্কে আমাদেরকে জানান।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 189 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bing search engine আমি প্রায়ই ব্যবহার করি, তবে Bing Maps বা Google Maps খুব বেশি ব্যবহার করা হয়নি। Bing maps Google Maps এর মত accurate না। আমার এলাকার main road টা এখনো পুরোপুরি নেই। তবে OpenStreetMap Google Maps এর সাথে পাল্লা দিতে পারবে বলে মনে হয়।

    হ্যা ভাইয়া আপনি ঠিকই বলেছেন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কারণে বেশির ভাগ মানুষই Google Maps থাকে, তবে Google Maps এর মত না হলেও Bing Maps কিন্তু গুগল ম্যাপের কাছাকাছি বলা যায়।

অনেক নতুন কিছু জানতে পারলাম আপনার দেয়া সুন্দর শিক্ষামূলক টিউনটি পড়ে। ধন্যবাদ

OsmAnd Best আমার কাছে।
এইটাই একমাত্র এপ যা গুগলের মত সরি গুগল ম্যাপের আইতে ভালো সার্ভিস দেয়।