পাবজি মোবাইলে চলে আসছে যেসব নতুন ফিচার্স!

পাবজি মোবাইল বর্তমানে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ব্যাটাল রয়াল গেমগুলোর মধ্যে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। কোনো সন্দেহ নেই যে, নিয়মিত আপডেট ও নতুন নতুন ফিচারের কারণেই আজ এতো হয়েছে গেমটি। গত সপ্তাহেই পাবজি মোবাইলে যোগ হয়েছে গেমটির ভিকেন্ডি ম্যাপে নতুন আর্টিক মোড। এবার ধারাবাহিকতায় এবার গেমটির পরবর্তী সবচেয়ে বড় আপডেট ০.১৮.০ সংস্করণের ঘোষণা দিয়েছে পাবজি মোবাইলের নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট গেমস।

অফিশিয়াল কনফার্মেশন অনুযায়ী, আগামী ৭ই মে পাবজি মোবাইলের আসবে বহুল প্রতীক্ষিত ০.১৮.০ আপটেড। গুরুত্বপূর্ণ এই আপডেটে বেশ কয়েকটি নতুন মোডের পাশাপাশি মিরামার ম্যাপের একটি নতুন ভার্সনও আনতে টেনসেন্ট গেমস। যদিও, পরীক্ষামূলক ভাবে পাবজি মোবাইলের বিটা ভার্সনে ইতোমধ্যে যোগ হয়েছে নতুন ফিচারগুলো।

পাবজি মোবাইল ০.১৮.০ নতুন ফিচারস

1. Miramar 2.0

মিরামার ২.০’তে মিরামার ম্যাপে যুক্ত করা হয়েছে রেসিং রেমপ, গোল্ডেন মিরাডো, ভেন্ডিং মেশিন, এবং ওয়াটার সিটি।

2. EvoGround – Safety Scramble Mode

এই মোডটি আসতে যাচ্ছে ইরাঙ্গেল ম্যাপের ওপর ভিত্তি করে। এই নতুন মোডটি কিছুটা ক্লাসিক গেমের ব্লুহোল জোনের মতো।

PUBG : Mobile

3. Jungle Adventure Mode

এই মোডে প্লেয়াররা স্যানহোক ম্যাপে হট এয়ার বেলুন উড়াতে পারবে। এছাড়া ফল খাওয়া সহ আরো অনেক আকর্ষণীয় ফিচার রয়েছে এই নতুন মোডে।

PUBG : Mobile

4. New Gun – P90

নতুন আপডেটে আসতে যাচ্ছে পি 90 নামক জনপ্রিয় এসএমজি বন্ধুক যা বেশিরভাগ শুটিং গেমগুলিতে পাওয়া যায়।

5. Chat Bot to solve general queries

এই নতুন বিটা আপডেটে একটি চ্যাটবোটৈ অ্যাক্সেস পাবেন প্লেয়াররা, যেখানে প্লেয়াররা তাদের সাধারণ এফএকিউ (ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চান) যেমন : পার্সেস ইস্যু, লগইন ইস্যু, ল্যাগ ইস্যু ইত্যাদি সমাধান করতে পারবে।

PUBG : Mobile

6. In-built Internet Booster inside the matchmaking settings

০.১৮.০ আপডেটের নতুন ফিচারের মাধ্যমে প্লেয়াররা তাদের গেমকে আরো স্মুথ ও ল্যাগ ফ্রি করার জন্য ইন্টারনেট স্পীড বুস্ট করতে পারবেন।

PUBG : Mobile

7. আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট

  • রিভ্যাম্পড রেজাল্ট স্ক্রিন
  • নতুন সোশ্যাল ফাংশন
  • নতুন এচিভমেন্টস
  • সেটিংসে কিছু পরিবর্তন
  • ক্লাউডে কাস্টমাইজড সেটিং সেভ রাখার সুবিধা

নতুন এই ফিচারগুলোর সাথে পাবজি মোবাইলের ০.১৮.০ ভার্সনের আপডেট সাইজ হতে পারে ২ গিগাবাইটের কাছাকাছি। পাবজি  কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আগামী ২৪ মে এর মধ্যে রোলাউট শুরু হবে গুরুত্বপূর্ন এই আপডেটটি। গেমে ০.১৮.০ ভার্সনের রিলিজের পরপরই শুরু হতে পারে রয়েল পাস সিজন ১৩।

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ অথবা ফলো করুন ইন্সটাগ্রাম একাউন্ট!

আমার এই লিখা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ!

Level 2

আমি শাহ্‌নাজ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস