চলতি মাসেই আগামী ২৭ এপ্রিল চায়নায় রিলিজ হবে শাওমির নিজস্ব কাস্টম রম MIUI’র পরবর্তী সংস্করণ MIUI 12। সম্প্রতি চায়নার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ওয়েইবোতে MIUI 12’র লঞ্চ ডেট কনফার্ম করেছে শাওমি। এছাড়া ২৭ এপ্রিল চায়নায় MIUI 12’র পাশাপাশি Mi 10 Youth বা Xiaomi Mi 10 Lite স্মার্টফোন।
২৭ এপ্রিল MIUI 12’র চাইনিজ ভার্সন রিলিজ হলেও ধারণা করা হচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ গ্লোবাল রোলাউট হতে পারে MIUI 12। এদিকে প্রথমবারের মতো MIUI 12 এলিজিবল ডিভাইজ চেক করার জন্য ‘MIUI 12 Eligibility Test’ নামের একটি নতুন অ্যাপ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এই অ্যাপটি শাওমি স্মার্টফোন ইউজাররা টেস্ট করে জানতে পারবেন যে, তাদের ডিভাইজে পরবর্তী MIUI 12 আসবে কিনা।
এছাড়া MIUI 12’তে শাওমি তাদের পুশ নোটিফিকেশনেও বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে, নতুন নোটিফিকেশন প্যানেলে আনুভূমিক নোটিফিকেশনের বদলে এখন থেকে গ্রিড সিস্টেমের নোটিফিকেশন দেখা যাবে। এছাড়া অন্যান্য পরিবর্তনের মধ্যে থাকছে নতুন ক্যামেরা ইউ আই এবং আরো অপটিমাইজড ডার্ক মোড।
নেভিগেশন বার থেকে এক সোয়াইপ করলেই আপনি চলে যাবেন হোম পেজে। ২ বারসোয়াইপ করলে আপনি রিসেন্ট ব্যবহার করা অ্যাপগুলো দেখতে পারবেন। এছাড়া বার ডানে বামে সোয়াইপ করেও ইউজাররা অ্যাপ চেঞ্জ করতে পারবেন! আশা করা যাচ্ছে নতুন এসব জেসচারের মাধ্যমে MIUI 12’তে MIUI 11 এর চেয়েও ফ্লুইড মাল্টিটাস্কিং করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ অথবা ফলো করুন ইন্সটাগ্রাম একাউন্ট!
আমার এই লিখা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ!
আমি শাহ্নাজ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।