" সকলের উপর শান্তি বর্ষিত হোক "
ইসলাম জ্ঞান-বিজ্ঞান ও মানব কল্যানের ধর্ম। ইসলামে জ্ঞান-বিজ্ঞানের চর্চার প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করা আছে। আল-কোরআনের প্রথম বানীই হল-
"পড় (জ্ঞান আহরন কর)। আল-কোরআনকে বলা হয়েছে আল হাকীম,বিজ্ঞানময় কুরআন। এতে আরো বলা হয়েছে-
"যাকে হিকমত (সঠিক জ্ঞান) দান করা হয়েছে; তাকে প্রভূত কল্যান দান করা হয়েছে"। আমাদের মহানবী বলেছেন- "প্রত্যেক মুসলমানের ওপর জ্ঞান অণ্বেষন করা ফরয। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষন কর। জ্ঞান অর্জন করতে প্রয়োজন হলে সুদূর চীন দেশে যাও।"
বর্তমান প্রেক্ষপটের দিকে নজর দিলে আমরা মুসলমানরা বিজ্ঞানের ও চিকিৎসার দিক দিয়ে একদম পিছিয়ে আছি। বলা যায় এ দুটো দিকে আমাদের অবদান নেই বললেই চলে। কেন পিছিয়ে গেছি আমরা যারা মুসলমান তারা এক বাক্যেই স্বীকার করে নিবেন -- কোরআন এবং হাদীস থেকে দূরে সরে যাবার কারনেই আমাদের আজকের এই অবস্থা। তার বড় প্রমান আমাদের পূর্বে ৭০০ থেকে ১১০০ খ্রীস্টাব্দ সালে যে সমস্ত মুসলমান বিজ্ঞানীরা জন্মেছিলেন তাদের জীবন ব্যবস্হা গড়া ছিল কুরআন ও হাদীসের শক্ত ভিত্তির উপর। যার ফলে তারা এখনও অমর হয়ে আছেন। আসুন আমরা জানি তাদের অবদানটা কি--
চিকিৎসাবিভাগে মুসলমানদের অবদানঃ
চিকিৎসাশাস্ত্রে মুসলমানদেন অবদান অবিস্শরনীয়।আধুনিক চিকিৎসাশাস্ত্রের উন্নতির মূলে রয়েছে মুসলমানদের বিরাট ভূমিকা।
আবূ বকর আল-রাযী ছিলেন সর্বশ্রেষ্ঠ মুসলিম চিকিৎসাবিজ্ঞানী ও শল্য চিকিৎসাবিদ। তৎকালীন সময়ে তার সুনাম এতই বিস্তৃতি লাভ করেছিল যে,পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপ থেকেও অগনিত রোগী তার নিকট চিকিৎসার জন্য আসত। তিনি ছিলেন শল্য চিকিৎসায় তৎকালের সর্বশ্রেষ্ট ব্যক্তি। তিনি গ্রিকদের চেয়েও উন্নত পন্থায় অস্ত্রোপাচার করতেন। তার রচিত গ্রন্থ ছিল দুই শতাধিক। এর মধ্যে শতাধিকই ছিল চিকিৎসা বিষয়ক। বসন্ত ও হাম রোগ বিষয়ে তার রচিত "আল জুদারী ওয়াল হাসবাহ"নামক গ্রন্থখানি এতই মৌলিক ছিল যে,খ্রিস্ট জগতের লোকেরা এর পূর্বে এ বিষয়ের বৈজ্ঞানিক আলোচনায় তেমন অগ্রগতিই লাভ করতে পারেনি। তার আর একটি গ্রন্থের নাম "কিতাবুল মানসূরী" । এ দুটি গ্রন্থই তাকে চিকিৎসাশাস্ত্রে চির অমর করে রেখেছে।
ইব্ন সীনা বিশ্ববিখ্যাত চিকিৎসাবিদ ও দার্শনিক। চিকিৎসাশাস্ত্রে তার অবদানের জন্য তাকে আধুনিক চিকিৎসাশাস্ত্র ও আধুনিক চিকিৎসা প্রনালী এবং শল্য চিকিৎসার দিশারী মনে করা হয়। তিনি ২৪খানি ছোট ও ২১খানি সুবৃহৎ গ্রন্থ রচনা করেছিলেন। চিকিৎসা বিষয়ে "কানূন ফিত্ তিবব" গ্রন্থটি তার এক অনবদ্য সৃষ্টি। চিকিৎসা বিষয়ে এর সমপর্যায়ের কোন গ্রন্থ আজ পর্যন্ত দেখা যায়না। ডঃ ওসলার এ গ্রন্থকে চিকিৎসাশাস্ত্রে বাইবেল বলে উল্লেখ করেছেন। চিকিৎসাসম্বন্ধনীয় যাবতীয় তথ্যের আশ্চর্য রকম সমাবেশ থাকার কারনে গ্রন্থটিকে ইউননী ও জারবী চিকিৎসাশাস্ত্রের বৃহৎ সংহতি বলা চলে।
একটা জিনিস আমরা লক্ষ্য করি ৮০০ থেকে ১১০০ খ্রিষ্টাব্দ যখন ইসলামের যুগ ছিল তখন কোন অমুসলিম বিজ্ঞানী, কোন চিকিৎসাবিজ্ঞানী, এমনকি কোন দার্শনিক মুসলমান মনীষীদের সামনে ছিল একদম নগন্য যেমনটা আমরা এখন তাদের কাছে। তার মূল কারনই হচ্ছে আমরা বাকাঁ রাস্তায় চলছি। আবূ বকর আল-রাযী এবং ইব্ন সীনা তাদের জীবনী পড়লেই আমরা বুঝতে পারবো তারা কি আকঁড়ে ধরে ছিল আর আমরা আজ কি আকঁড়ে ধরে আছি। বর্তমানে আমরা মুসলমানরা যে পর্যায়েই যে বিভাগেই নিয়োজিত থাকিনা কেন কোরআন ও হাদীসকে আকঁড়ে না ধরলে আমরা কখনই উন্নতি সাধন করতে পারবোনা। আমরা অমুসলিমদের তলানীতেই থাকবো।
বর্তমান বিশ্বে মুসলমানদের আশার এক নাম ডাঃ জাকির নায়ের। ভাই উনি এমনই এক মুসলিম যিনি ডাক্তার হয়েও কূরআন ও হাদীসের এমনই এক অভিতপূর্ন জ্ঞান অর্জনকারী ব্যক্তি,যিনি ১৯৯১ থেকে ২০০৯ পর্যন্ত যতগুলো লেকচার দিয়েছেন তার বিপরীতে কোন প্রশ্নকারক তাকে প্রশ্ন করে থামিয়ে রাখতে পারেনি। এমনকি তার জীবনে এই পর্যন্ত যত বিজ্ঞানী তার সাথে কনফারেন্স বা বৈঠক করেছেন কোরআন ও বিজ্ঞান বিষয়ে, বৈঠক শেষে সকলেই একটি কথা বলেছেন-তুমিই ঠিক বা তোমার যুক্তিটাই সঠিক। ভাই এই আশ্চর্য জিনিসটা সম্ভব হয়েছে তার কোরআনের ও হাদীসের সঠিক জ্ঞানেরই কারনে।
আমাদের অব্যশই ডাঃ জাকির নায়েরের কোরআন ও হাদীসের বিজ্ঞানসুলভ লেকচারগুলি শোনা ও সংগ্রহ করা উচিত। কেননা আমাদের সত্যকে সুন্দরভাবে জানতে ও বুঝতে হবেই। বর্তমানে কোন মাওলানা কিংবা বড় কোন হুজুরের মুখ থেকে কোরআন কিংবা হাদীসের কথা বের হলেই আমরা প্রায়ই লোকের মুখ থেকে বলতে শুনি--
"দূর জমানা এখন আধুনিক এই সময়কি এইসব মাইনা সামনে আগাইয়া যাইতে পারমু। ইটস টাইমটু টেকনোলজি"। তাদেরকেই বলছি, ডাঃ জাকির নায়ের তার জ্বলন্ত প্রমান। একদিক দিক দিয়ে তিনি শিক্ষিত একজন ডাক্তার। একজন লেখক এবং একজন জনপ্রিয় বক্তা। সবচেয়ে বড় জিনিস তিনি কোরআন ও হাদীসের সঠিক জ্ঞান অর্জনকারী ব্যক্তি। তিনি জমানার সাথে ঠিকই চলছেন তবে সঠিকভাবে এবং সঠিক পন্থায়। সামনে এমনও সময় আসবে যখন সবাই তাকে এক নামেই চিনবে। সেই দোয়াই করি।
বিঃদ্রঃ যারা ডাঃ জাকির নায়েরের লেকচার ও ভিডিও সংগ্রহ করতে চান
তারা এখানে ক্লিক করুন। সমস্ত লেকচারগুলো এবং ভিডিওগুলো যাদের দরকার,তা মন্তব্য বিভাগে লিখবো। কারন এখানে প্রতিষ্ঠানটির ঠিকানা দিলে তা বিজ্ঞাপন হয়ে যেতে পারে তাই।
ভাল থাকুণ সবাই এই কামনাই রইল।
আমি shohel islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ । শুধু চিকিৎসা কেন ? বিজ্ঞানের সকল ক্ষেত্রেই মুসলমানদের অবদান আছে । কিন্তু সবাই খ্যাতির আড়ালে রয়ে গেছেন ।
মা’শায়াল্লাহ! সুন্দর উপস্থাপেনর জন্য ধন্যবাদ। আল্লাহপাক আপনাকে উত্তম যাজাহ্ দান করুন।
ডাঃ জাকির নায়েক শুধু কুরআন হাদীসেই পারদরশী নয়, বাইবেল ওল্ড এন্ড নিউ টেস্টামেন, বেদসহ বহু বিষয়ে পারদরশী। আশ্চযের বিষয় হল, প্রশ্নোত্তর বা বক্তব্য সবটাই তিনি তার মেমোরী থেক পেশ করেন সুস্পষ্ট রেফারেন্স সহকারে, কোন নোট ব্যবহার করতে দেখা যায় না। অসাধারণ মেমোরী আল্লাহপাক তাকে দিয়েছেন এবং তিনি তাকে সঠিস পথে কাজে লাগাচ্ছেন। আল্লাহপাক আমাদেরক সঠিকভাবে বুঝার তৌফিক দিন।
Sohel bhai, anek kichu jante parchi apnar kach theke, apnar collection theke, amader kache share karar janno dhanobad. allaha pak apnake jeno dhirghojibi karuk ai kamonai kari. ami apnar atotai bhokto hoye parechi j techtune a dhukley apnar tune khujte thaki protheme. apnar jannoy to ami akhon techtune ar niomito pathok hoye giyechi. asa kari BD gele apnar sange dekha habe Insallah. hoyto apnar tanei akdin bd hajir hoye jabo.
Jakir nayek amader india teo khub popular. uni Gita (Hindu) sampporkeo anek gan dharon karen. he is a great personality. anek Hindu der kacheo tini khub janopriyo.
Rani bai apnake thanks.apnar kono aponjon nai bangladeshe.apnara ki all family india te thaken.
fanatic islamists always jam the internet. they misuse the technology what they could not invent or creat. all rubbish.
thank’s onek kisu janlam. assa kon prosistane pabo soya kore bolben ki?