হ্যালো টেকটিউনস জনগন, কেমন আছেন আপনারা সবাই? টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।
ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি বাংলাদেশেও সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। ফেসবুক একটি আমেরিকান প্রতিষ্ঠান। ফেসবুকে যে কেউ ফ্রিতে একাউন্ট বা আইডি খুলতে পারে। ফেসবুক আইডির মাধ্যমে নিজের বন্ধু, পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করা যায়। চ্যাট, স্ট্যাটাস, ভয়েস কল, ভিডিও শেয়ারিং ইত্যাদি ফেসবুকের জনপ্রিয় ফিচার। ফেইসবুকের মাধ্যমে ব্যবহারকারীগণ নতুন বন্ধু অ্যাড, ম্যাসেজ সেন্ড এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী আপডেট ও আদান প্রদান করতে পারেন।
উপরের লেখাগুলি না পড়েই এখানে চলে এলেন, আপনারা তো দেখছি ফেসবুকের উপর ডিগ্রী নিয়ে ফেলেছেন (হাসির ইমোজি হবে)। তো সে যাই হোক আজকে আমার আলোচনা ফেসবুক নিয়ে না আজকের টিউনে আমি আলোচনা করবো ফেসবুকের নতুন প্ল্যান, সারা বিশ্বের আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়েছে। তো আশা করছি আপনারা আমার এই টিউনের শেষ পর্যন্ত পড়ে নতুন অনেক কিছু জানতে পারবেন।
ফেসবুক সম্প্রতি তাদের বিপুল বিতর্কিত নিজস্ব ডিজিটাল কারেন্সি ঘোষণা করেছে যার নাম Libre (লিব্রা) এবং পাশাপাশি একটি ওয়ালেট রয়েছে যেখানে আপনার Libre (লিব্রা) জমা করা হবে তার নাম Calibra (ক্যালিব্রা)। ব্যাংক থেকে শুরু করে আর্থিক নিয়ন্ত্রক এবং আইনজীবীরা পর্যন্ত সবাই এই প্রজেক্ট সম্পর্কে চিন্তিত। তো আমার এই টিউনের মাধ্যমে ফেসবুকের ডিজিটাল কারেন্সি'র পিছনের গল্প আর জানবো Libre (লিব্রা) আসলে কি এবং কেন এটি এত বিতর্কিত তা নিয়ে আলোচনা করবো।
মূল আলোচনা শুরু করার আগে, এমন নতুন নতুন আরও অনেক টিউন নিয়ে হাজির হবো আর তাই আপনাদেরকে যা করতে হবে তা হলো টেকটিউনসের সাথেই থাকতে হবে, শেয়ার করতে হবে আর আমাকে ফলো তো করতেই হবে। আমাকে ফলো না করলে আপনাদেরকে এমন নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কিত টিউন কে উপহার দিবে?
আমার কাছে Libre (লিব্রা) কেমন লেগেছে তা ব্যাখ্যা করা এবং এর ব্যাকগ্রাউন্ডে কি ঘটছে তা ব্যাখ্যা করা সহজ হবে যখন কিনা আপনি নিজে Libre (লিব্রা) ব্যবহার করেছেন। সুতরাং এখন থেকে এক বা দুই বছরের মধ্যে যখন Libre (লিব্রা) সবাই ব্যবহার করবে তখন আপনি যদি কিছু Libre (লিব্রা) কারেন্সি কালেক্ট করতে চান তাহলে তা কিভাবে কালেক্ট করবেন?
Libre (লিব্রা) সংগ্রহ করতে আপনার কাছে দুইটি পদ্ধতি রয়েছে, প্রথমত আপনি এমন কোন ব্যক্তির কাছে থেকে Libre (লিব্রা) কিনতে পারেন যারা Libre (লিব্রা) বেচাকেনা তে জড়িত।
আর দ্বিতীয়ত আপনি অফিসিয়াল Libre (লিব্রা) এক্সচেঞ্জ সেন্টারে গিয়েও Libre (লিব্রা) সংগ্রহ করতে পারবেন, ফেসবুকের ভাষ্যমতে সারাবিশ্বে অনেকগুলো অফিসিয়াল Libre (লিব্রা) এক্সচেঞ্জ সেন্টার থাকবে।
এখন আপনি যদি Libre (লিব্রা) নিতে চান তাহলে আপনাকে রেগুলার মানি (যেমনঃ টাকা, ডলার ইত্যাদি) প্রদান করতে হবে এবং তারপরে দুইটি ধাপে Libre (লিব্রা) এক্সচেঞ্জ প্রক্রিয়া শুরু হবে। প্রথমে তারা আপনার জন্য নতুন Libre (লিব্রা) তৈরি করবে যা পরে আপনাকে দিবে আর এই Libre (লিব্রা) শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান তৈরি করতে পারবে এবং এরপরে তারা আপনার কাছে থেকে রেগুলার মানি (যেমনঃ টাকা, ডলার ইত্যাদি) নিবে এবং এই রেগুলার মানি এমন কিছুতে বিনিয়োগ করবে যা Libre (লিব্রা) এর মূল্য ধরে রাখতে সহজ হবে যেমনঃ সরকারী বন্ড কিনতে পারে অথবা বড় কোম্পানির গোল্ড স্টোক কিনে রাখতে পারে, কে জানে?
আপনার কাছে থেকে তাদের সংগ্রহ করা অর্থের সাথে অন্যান্য অর্থ মিলিয়ে এমন কোথাও বিনিয়োগ করতে পারে যাতে করে সেই টাকা থেকে তারা আরও অনেক অনেক বেশি লাভ করতে পারে এবং একই সাথে তারা আপনার টাকা কে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়েছে, কি আনন্দ আপনার কাছে এখন Libre (লিব্রা) রয়েছে।
প্রসঙ্গক্রমে, আপনারদের মনে কিভাবে Libre (লিব্রা) বিক্রি করবো এই প্রশ্নটি ঘুরপাক করছে? Libre (লিব্রা) বিক্রয় করা একদম Libre (লিব্রা) ক্রয় করার মতোই, আপনি এটি ব্যক্তিগতভাবে কারো কাছে বিক্রি করতে পারেন।
অথবা অফিসিয়াল Libre (লিব্রা) এক্সচেঞ্জ-এ গিয়েও বিক্রি করতে পারেন, বিক্রি করার ফলে আপনি Libre (লিব্রা) এর পরিবর্তে রেগুলার মানি (যেমনঃ টাকা, ডলার ইত্যাদি) ফেরত দিবে।
আপনার কাছে থেকে Libre (লিব্রা) ফেরত নিয়ে তারা এটিকে ধ্বংস করবে এবং তারা তাদের ক্যাশ থেকে আপনার পাওনা পরিশোধ করবে।
অতএব, তারা আপনাকে রেগুলার মানি (উদাহরণস্বরূপঃ টাকা, ডলার ইত্যাদি) ফেরত দিবে। সুতরাং আপনি উপরের যেভাবে বর্ণনা করা হয়েছে ঠিক সেই ভাবেই Libre (লিব্রা) বেচাকেনা করতে পারবেন।
আমরা এখন Libre (লিব্রা) অ্যাসোসিয়েশন সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, প্রথমত- Libre (লিব্রা) অ্যাসোসিয়েশনের বাজারে কত পরিমাণ লিব্রা রয়েছে তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে যা সম্পূর্ণ বিটকয়েনের বিপরীত, কেননা বিটকয়েন মাইনিং এর মাধ্যমে তৈরি করা হয়।
আর Libre (লিব্রা) অ্যাসোসিয়েশন ঠিক কেন্দ্রীয় ব্যাংকের মত ভূমিকা পালন করে, তাদের যখন লিব্রা দরকার পরে ঠিক তখনই লিব্রা তৈরি করে আর যখন তাদের কাছে লিব্রা ফেরত আসে তখন তা ধ্বংস করে থাকে।
দ্বিতীয়ত- Libre (লিব্রা) অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী Libre (লিব্রা) কেনা ও বেচার জন্য মূল্য নির্ধারণ করে দিবে ফলে বোঝা যাবে আমাদের কত টাকা দিয়ে Libre (লিব্রা) কিনতে হবে।
এবং তৃতীয়ত- কেন্দ্রীয় ব্যাংকের মত অ্যাসোসিয়েশনের একটি রিজার্ভ থাকবে, আর এই রিজার্ভের অর্থ দিয়ে ক্রেতাদের মধ্যে যারা Libre (লিব্রা) ফেরত দিয়ে রেগুলার মানি নিতে চায় তাদেরকে রেগুলার মানি ফেরত দিবে আর এই সিস্টেমটি বেশির ভাগ ক্রিপ্টোকারেন্সি তে নেই। এর ফলে Libre (লিব্রা) গ্রাহকের আস্থা এবং Libre (লিব্রা)'র স্থিতিশীলতা বজায় থাকবে।
এখন আপনি যেভাবে Libre (লিব্রা) কিনবেন আর বিক্রি করবেন সম্ভবত আপনি তা জানেন, কিন্তু সমস্যা হল Libre (লিব্রা) কিনলাম তারপরে সেটা সংরক্ষণ করবো কোথায়? এই সমস্যার সমাধান অনেক সহজ, Libre (লিব্রা) কেনার জন্য আপনার একটা অ্যাকাউন্ট থাকা চাই আর সব Libre (লিব্রা) আপনার অ্যাকাউন্ট সেভ থাকবে।
Libre (লিব্রা) এর অ্যাকাউন্ট কেবল একটি পাবলিক এবং একটি প্রাইভেট কী এর সমন্বয়ে গঠিত, আর এই পাবলিক এবং প্রাইভেট কী দুটি আবার অনেক গুলি অক্ষরের সমন্বয়ে তৈরি করা হয়েছে। পাবলিক কী এবং প্রাইভেট কী এই দুটির একটিকে লগইন এবং অন্যটিকে পাসওয়ার্ড হিসেবে ভাবুন তাহলে সহজেই বুঝতে পারবেন।
ফেসবুক বলেছে যে, Libre (লিব্রা) অ্যাকাউন্ট গুলি ছদ্মনামযুক্ত হবে যার মানে তারা সরাসরি আপনার নাম অথবা আপনি কোথায় বসবাস করেন তার সাথে সম্পর্কিত নয় এবং আপনি চাইলে অনেক গুলি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।
সুতরাং আপনার একটি লিব্রা অ্যাকাউন্ট হল এবং অ্যাকাউন্টে অনেকগুলি লিব্রা রয়েছে। তাহলে পরবর্তী ধাপ নিয়ে কথা বলার এখনই সময়, আপনি লিব্রা ব্যবহার করে কিভাবে লেনদেন করবেন তা জেনে নিব।
আপনার লেনদেনকে অবশ্যই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে এবং কাউকে না কাউকে আপনার করা লেনদেন কে প্রসেস এবং ভ্যালিডেট করতে হবে।
আর এই সিস্টেমটি তথাকথিত অনুমতিহীন বিটকয়েনের থেকে সম্পুর্ন ভিন্ন, কেননা বিশ্বের যেকোন প্রান্ত থেকে যে কেউ কম্পিউটার ব্যবহার করেই বিটকয়েন মাইনিং করতে পারবে।
লিব্রা (Libre) তে লেনদেনগুলি শুধুমাত্র বিশ্বস্ত কর্তৃপক্ষের মাধ্যমে ভ্যালিডেট করা হয় আর তাদেরকে অবশ্যই লিব্রা (Libre) অ্যাসোসিয়েশনের সদস্য হতে হয়।
ফেসবুক বলেছে যে, তারা লিব্রাকে (Libre) ধীরে ধীরে পারমিশনলেস সিস্টেমে মুভ করতে চায়, পারমিশনলেস সিস্টেম বলতে বুঝায় যে কেউ এই নেটওয়ার্কে যোগ দিতে পারবে এবং ট্রান্সজেক্টশন এর ভ্যালিডিটিও দিতে পারবে। যদিও তারা জানে না কিভাবে তারা দক্ষতার সাথে এবং দ্রুততার সাথে এটিকে বাস্তবায়ন করবে।
তারা কমপক্ষে পরবর্তী পাঁচ বছর সময়ের মধ্যে এই ভ্যালিডিটির পারমিশন নিয়ে কাজ করা সমাপ্ত হয়ে যাবে। আর এটাও হতে পারে, সম্ভবত তারা পারমিশনলেস সিস্টেমে কখনও যেতেই চায়নি এবং এটা শুধুমাত্র একটি প্রতিশ্রুতি-ই মাত্র কিন্তু আপাতত আমরা এর থেকে বেশি কিছু জানতে পারিনি।
এবং এভাবেই মূলত লিব্রা (Libre) কাজ করে থাকে, আপনার একটি অ্যাকাউন্ট থাকবে এবং তারপরে লিব্রা (Libre) অ্যাসোসিয়েশন আপনার অ্যাকাউন্টের সবকিছু দেখাশোনা করবে, যেমন লিব্রা তৈরি এবং ধ্বংস করা পাশাপাশি সমস্ত ট্রান্সজেক্টশন কে প্রসেসিং করা।
লিব্রা (Libre), ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এবং রেগুলার মানি (যেমনঃ ডলার বা ইউরো) এই দুইটির মতোই, আর তাই আমরা একে হাইব্রিড মুদ্রাও বলতে পারি। কেননা লিব্রা (Libre) বিটকয়েনের মত ক্রিপ্টোগ্রাফিক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এটি বর্তমানে রেগুলার মুদ্রার মত ম্যানেজ করা হচ্ছে আর এর সাথে রয়েছে শক্তিশালী কেন্দ্রীয় কর্তৃপক্ষ যারা সমস্ত কিছু প্রসেস করে থাকে।
তবে এই টিউনে আমি লিব্রা'র (Libre) ইমপ্লিকেশন নিয়ে এবং প্রথমেই আমি এর পজিটিভ দিক নিয়ে আলোচনা করতে চাই।
যেভাবে কল্পনা করা হচ্ছে ঠিক সেভাবেই যদি লিব্রা (Libre) বাজারে আসে তাহলে এটি একটি বিশাল বিষয়, আর সরকারী নিয়ন্ত্রকরা এটিকে অনুমোদন দিবে বা ফেসবুক এমন কিছু তৈরি করতে সক্ষম হবে কিনা যেগুলো তারা বিভিন্ন সময় বলেছে, তার কোন গ্যারান্টি নেই।
তবে তারা যা বলছে তা যদি করতে পারে তাহলে লিব্রা (Libre) খুবই অল্প সময়ের মধ্যে ও কম খরচে যেকেউ নির্ভরযোগ্যভাবে এবং সুরক্ষিতভাবে ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যেকোন প্রান্তে পেমেন্ট করতে পারবে সহজেই।
মনে করুন বাংলাদেশের একজন শ্রমিক যে ইউরোপে গিয়ে অর্থোপার্জন করছে এবং কোন উল্লেখযোগ্য ফী প্রদান ছাড়াউ নিরাপদে তাদের ফোন থেকে দেশে পাঠাতে পারবে এমনকি কোন ব্যাংক অ্যাকাউন্ট এর প্রয়োজন নেই।
ফেসবুক হিসাব করেছে বিশ্বব্যাপী রেমিটেন্সের গড় ব্যয় 7% এবং যারা তুলনামূলকভাবে গরীব তাদের সিংহ ভাগ অর্থই ফি বাবদ কেটে নেয় যাতে করে তারা বেশি ক্ষতিগ্রস্থ হয়।
তারা লিব্রা (Libre) ব্যবহার করে সহজেই এবং কম খরচে টাকা পাঠাতে পারবে। আবার অনেক টাকা পকেটে নিয়ে ঘোরা ফেরা করা বিপজ্জনক বা লোকাল টাকা মূদ্রাস্ফীতির কারণে তার দাম কমে যাচ্ছে, তারা লিব্রা (Libre) ব্যবহার করে নিরাপদ ভাবে চলাফেরা করতে পারবে।
এছাড়াও লিব্রা (Libre) ব্যবহার করে লোকেরা তাদের সেভিংস ফ্রিতে রাখতে পারবে এবং টাকার মূল্য কমা বা হারিয়ে যাওয়ার নিয়ে চিন্তা করতে হবে না। এবং অবশেষে লিব্রা (Libre) ব্যবহার করে ফেসবুকের প্রতিটি পণ্য এবং পিয়ার টু পিয়ার ট্রান্সজেকশন যা উবার, ইবে সহ লিব্রা (Libre) অ্যাসোসিয়েশন মেম্বার এবং সেই সাথে আরও অনেক ভেন্ডর এবং ব্যবহারকারী, যারা লিব্রা (Libre) কর্নভার্ট করে লোকাল কারেন্সিতে এক্সচেঞ্জ করতে পারবেন।
অন্য কথায় যদি সবকিছু পরিকল্পনা অনুসারে ফেসবুক করতে পারে, তাহলে আমার ধারণা আমাদের বর্তমান ট্রান্সজেক্টশন সিস্টেম এর তুলনায় এটি অনেক বেশি উন্নত হবে এবং আমি এও বিশ্বাস করি লিব্রা (Libre) অনেক উপকারীও বটে।
আমার মতে লিব্রা (Libre) এর ম্যানেজমেন্ট কাঠামো অনেক সুন্দর উদাহরণস্বরূপ বিটকয়েনের মত অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির কোন ম্যানেজমেন্ট কাঠামো নেই। যেকেউ অর্থ ট্রান্সজেক্টশনে বিটকয়েনে জয়েন করতে পারে, যেকেউ বিটকয়েনে করা ট্রান্সজেক্টশন ভেরিফাই করতে পারে, এটা সত্য যে তারা ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখছে। কিন্তু এই ব্যক্তিগত স্বাধীনতার ফলে নতুন সমস্যা তৈরি হচ্ছে যেমনঃ বন্ধুক বেচাকেনা, সন্ত্রাস ইত্যাদি করা।
কিন্তু লিব্রা (Libre) এমন স্বাধীনতা তার গ্রাহকে দেয় না, লিব্রা'কে খুবই ভাল ভাবে ম্যানেজ করা হয় এবং কেন্দ্রীভুত মূদ্রা ব্যবস্থা। কিন্তু এটি লোকাল কারেন্সির মত এটি পরিচালনা কেন্দ্রীয় ব্যাংক করে না বরং তা একটি নির্বাচিত এজেন্সীর মাধ্যমে পরিচালিত হয় যাদের কে কিছু ক্ষমতা প্রদান করে তারাই এর যাবতীয় কাজ করে থাকে।
যেমন লিব্রা একটি দেশের বড় বড় বেসরকারী কোম্পানিকে তাদের এজেন্সী হিসেবে নির্বাচিত করে থাকে এবং তাদেরকে নিয়ন্ত্রন করতে লিব্রা'র সদর দফতরটি সুইজারল্যান্ডে স্থাপন করা হয়েছে।
যার ফলে যেকোন দেশের পক্ষেই লিব্রার বিপক্ষে আইনি লড়াই অনেক অনেক বেশি জটিল করে তুলেছে এবং এটি আসলে একটি সাধারণ কেন্দ্রীয় ব্যাংকের থেকেও শক্তিশালী। কেননা লিব্রা ইচ্ছামত মূদ্রা তৈরি এবং ধ্বংস করতে পারে এবং যা কিনা একটি কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা করা সম্ভব না। অন্য কথায় বলতে গেলে, লিব্রার নেই কোন জবাবদিহিতার ভয় আর তাদের রয়েছে লিব্রার উপর কার্যকারি নিয়ন্ত্রণ।
এখন আমি এর এসোসিয়েশন নিয়ে আলোচনা করবো, লিব্রার এসোসিয়েশনে বর্তমানে আঠাশটি সদস্য রয়েছে আর বেশিরভাগ কোম্পানিই যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রাইভেট কোম্পানি যা ফেসবুক এর দ্বারা যাচাই বাছাই করা।
আর এখানে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করা হয় invite-only সিস্টেমের মাধ্যমে এবং সব সদস্য একত্রে সিদ্ধান্ত নিবে পরে কারা এর সদস্য হতে পারবে এবং নতুন মেম্বার হিসেবে যারা অন্তর্ভুক্ত হতে চায় তাদেরকে বড় এবং ধনী কোম্পানি হতে হবে।
বর্তমানে তারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর ক্লিয়ার উত্তর দেয়নি যেমনঃ কেন এই কোম্পানিগুলি বিশ্ব অর্থনীতিকে চালানোর জন্য উপযুক্ত? উদাহরণস্বরূপ যদি এই কোম্পানিগুলি মধ্যে কোনও একটি গ্রাহকদের সাথে খারপ ব্যবহার করে তবে কী হবে বা কোনও খারাপ ঘটনা ঘটলে জনসাধারণ কীভাবে ক্ষতিপূরণ পাবে?
লিব্রা (Libre) নিয়ে বিশেষজ্ঞরা দুইটি বিষয় নিয়ে চিন্তিত, এক- দেখার বিষয় ফেসবুক লিব্রা (Libre) এর সিস্টেম এবং প্রাইভেসি উপর কতটা কন্ট্রোল রাখতে পারবে! আর তারা যে বর্তমানে তাদের প্ল্যান রিলিজ করেছে সেই অনুযায়ী ফেসবুকই সব কিছু কন্ট্রোল করবে, আর এটা আমাকে কিছুটা অবাক করেছে।
তাছাড়া ভবিষ্যতে ফেসবুক একাই লিব্রা (Libre) এর উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে কিনা। এখন দেখার বিষয় ফেসবুক একাই সব পেমেন্ট প্রসেসিং করতে পারে কিনা কিন্তু তারা তো আবার গ্রুপ অফ কোম্পানি বাছাই করেছে, ফেসবুক এর দায়দায়িত্ব সবার মাঝে ভাগ করে দিবে এবং লিব্রা (Libre) অ্যাকাউন্ট এর জন্য ছদ্মনাম ব্যবহার করে তৈরি করার ফলে কিছুটা হলেও প্রাইভেসি রক্ষা করতে পারবে বলে আমি মনে করি।
আর তাদের যথেষ্ট প্ল্যান রয়েছে লিব্রা (Libre) কে ঠিকঠাক ভাবে কন্ট্রোল করার জন্য এবং তারা যতটা সম্ভব ডাটা কালেক্ট করছে এটা বুঝার জন্য যে সব কিছু ঠিকঠাক ভাবে করছে কিনা? এখন আমরা দেখবো তাদের নতুন ঘোষিত ওয়ালেট এর বিস্তারিত।
ক্যালিব্রা (calibra) মূলত একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ক্রিপ্টো কারেন্সিতে অ্যাক্সেস করতে পারবে আর এটা অন্যান্য সব ব্যাংকিং অ্যাপ্লিকেশন এর মতোই যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যাল্যান্স দেখতে পারে এবং বিভিন্ন লেনদেন করতে পারে।
ডেভেলপার'রা কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করে লিব্রা (Libre) তে আরও অনেক কিছুই করতে পারে কিন্তু ৯৯% মানুষই এটাকে ওয়ালেট হিসেবে ব্যবহার করতে পারবে। আর লিব্রা (Libre) সম্পুর্ন ফ্রিতেই ব্যবহার করতে পারবে এর ব্যবহারকারীরা, ফলে এর মাধ্যমে ফেসবুক এই ওয়ালেট কে সবার কাছে পৌছে দিতে পারবে।
আর এক থেকে দুই বছরের মধ্যেই এতে আরও অনেক ফিচার যুক্ত হবে যা অন্যান্য কোম্পানির ওয়ালেট থেকে অনেক উন্নত হবে। আর এই ওয়ালেটে বিল্ট ইন ভাবে ফেসবুকের সব সার্ভিসে আপনি পেমেন্ট করতে পারবেন, whatsapp এবং messenger থেকে শুরু করে instagram এও পেমেন্ট করতে পারবেন অনায়েসেই।
তবে এই দীর্ঘ আলোচনাকে সংক্ষেপে বলতে গেলে, ফেসবুক পুরোপুরি ক্যালিব্রা (calibra) কে ডিফল্ট ভাবে তৈরি করেছে এবং বিশ্বজুড়ে বেশিরভাগ মানুষই তাদের লোকাল কারেন্সিতে লিব্রা (Libra) ব্যবহার করতে পারবে এবং যা যা প্রয়োজন সবই এই ওয়ালেট থেকে পাবেন। যেহেতু ক্যালিব্রা (calibra) এর মাধ্যমে আপনারা সবকিছুতে অ্যাক্সেস করতে পারবেন এবং ক্যালিব্রা (calibra) অবশ্যই প্রাইভেসি রক্ষা করবে। তবে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা স্ট্যান্ডার্ড ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করে সমস্ত কার্যকলাপ সম্পাদন করবে।
প্রত্যেক ক্যালিব্রা (calibra) ব্যবহারকারীর পরিচয় ভেরিফাই করার সাথে সাথে তার বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য নিবে এবং মানি লন্ডারিং এবং এর সাথে জড়িত সব কিছু যাতে এড়াতে পারে। আর ক্যালিব্রা (calibra), আপনার করা প্রত্যেকটি পেমেন্টই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে যাতে করে আপনার অভ্যাস সম্পর্কে তারা বুঝতে পারে ফলে তারা আপনাকে বিভিন্ন অফার করতে পারে যেমনঃ আপনার লোন লাগবে কিনা বা ইন্সুরেন্স করবেন কিনা অথবা আপনার টাকা কোথায় ব্যয় করলে সবচেয়ে ভাল হবে, ইত্যাদি।
অন্য কথায় ক্যালিব্রা (calibra) এমন একটি সংস্থা যার মালিকানা সম্পুর্ন ফেসবুকের আর আপনার করা সমস্ত পেমেন্ট এর তথ্য তাদের কাছেই রয়েছে। আর ফেসবুক প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্যালিব্রা (calibra) এর সকল পেমেন্ট ইনফর্মেশন Facebook, whatsapp এবং Instagram সোশ্যাল ইনফর্মেশন এর সাথে মিক্স করবে না। কিন্তু তারা অতীতেও এমন অনেক প্রতিশ্রুতি করেছিল এবং সেগুলি ভেঙেও ফেলেছে। আর তাই তাদের অবশ্যই আরও সচেতন হতে হবে এই সব প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, কেননা তারা প্রতিশ্রুতি করেছিল ফেসবুকের সমস্ত তথ্য whatsapp এবং Instagram কেনার পরে এর সাথে মিক্স করবে না। কিন্তু তারা কিছু টাকা ইনকাম করার জন্য ফেসবুক থেকে সমস্ত তথ্য whatsapp এবং Instagram এর সাথে মিক্স করেছে। আর তাই আমি বলবো প্রতিশ্রুতি দেওয়া অত্যান্ত সহজ কিন্তু তা রক্ষা করা অনেক কঠিন।
আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।
আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।
আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 182 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।