সত্যি এবার আয় হবে শুধু প্রশ্ন করে আর প্রশ্নের উত্তর দিয়ে

পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রশ্নোত্তরের ওয়েবসাইট Quora এবং ইয়াহু এনসারস সম্পর্কে অনেকেই হয়তো জানেন। এই দুটি সাইটে পৃথিবীর নানা প্রান্তের মানুষেরা তাদের বিভিন্ন সমস্যা এবং জানা- অজানা বিষয় নিয়ে প্রশ্ন করে। যারা সেই বিষয় সম্পর্কে জানেন তারা উত্তর দিয়ে অন্যদের সাহায্য করেন। আজকে আমি আপনাদের দুটি বাংলা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। ওয়েবসাইট দুটি সম্পর্কে হয়ত ইতিমধ্যেই আপনারা কিছুটা হলেও জানেন। তবে এই সাইট দুটোতে যে পার্টনার প্রগ্রাম বা, ইউটিউবের মত প্রোগ্রাম যেখানে ইউজাররাই কন্ট্রিবিউটর হিসেবে টাকা পান এরকম প্রোগ্রাম চালু করতে যাচ্ছে সেটি হয়তো এখনো আপনাদের অজানা। চলুন তাহলে জেনে নেয়া যাক-

কোরা বাংলাঃ

আমেরিকাভিত্তিক এই ওয়েবসাইটটি বাংলা ভাষাতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই মাসেই ওরা ওদের পার্টনার প্রোগ্রাম বাংলা ভাষার জন্য চালু করেছে। যারা প্রশ্ন করেন, উত্তর দেন তাদের মধ্য থেকে কাকে এই প্রগ্রামে আমন্ত্রণ জানানো হবে সেটি সবার অজানা। ইংরেজি কোরার কল্যাণে এই তথ্যটাও হয়তো জেনে ফেলেছেন। অল্প কয়েকজন ওদের এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছেন, আশা করা যাচ্ছে খুব দ্রুত বড় সংখ্যায় ব্যবহারকারী এদের সাথে যুক্ত হবেন। বাংলা কোরাতে বিজ্ঞাপণ প্রদর্শন এখনো শুরু হয় নি। শুরু করলে এই প্রোগ্রাম নতুন মাত্রা পাবে তাতে কোন সন্দেহ নেই।

এখান থেকে প্রমাণ দেখুন

প্রশ্ন ডট স্পেসঃ

বাংলাদেশী এই ওয়েবসাইটে আজই ঘোষণাটা এসেছে। ওদের দাবী অনুযায়ী ওদের আয়ের শতকরা ৮০ ভাগ ব্যবহারকারীদের সাথে শেয়ার করা হবে। এখানেও এখনও পর্যন্ত কোন বিজ্ঞাপণ প্রচার শুরু করেনি। অদূর ভবিষ্যতে এরাও বিজ্ঞাপণ প্রচার শুরু করবে বলে আশা করা যাচ্ছে। ১০ টাকা বা, এর চেয়ে বেশী আয় হলেই মোবাইল রিচার্জ বা, বিকাশে আপনার টাকা আপনি নিতে পারবেন। প্রত্যেকের নামের পাশে পয়েন্ট দেখায়, এই পয়েন্ট অনুযায়ী সম্ভবত টাকাটা বণ্টন হবে। আর স্প্যামিং এই সাইটে বন্ধ, কপি করা উত্তরও গ্রহণযোগ্য হবে না। লেখার মাণ মোটামুটি ভালো হলে তাদেরকে পার্টনার করা হবে এখানে।

প্রমাণ দেখুন এখান থেকে

এই দুটি ওয়েবসাইটই আমার পছন্দের। কারণ, এখানে প্রশ্ন করে অজানা অনেক কিছুই জেনে নেয়া যায়, আলোচনা করা যায়। আমার মতে দেশী ওয়েবসাইটে যোগ দেয়াটা বেশী লাভজনক। কারণ কোরাতে টাকা দেবে পেপাল এ যা বাংলাদেশে নেই। অন্যদিকে, প্রশ্ন ডট স্পেসে বিকাশ আর মোবাইল রিচার্জে টাকা দিচ্ছে। কিন্তু কোরা আবার বিশ্বের সেরা সাইটগুলোর একটি। আপনাদের কোন প্রশ্ন থাকলে এখানে টিউমেন্ট করতে পারেন, উত্তর দেয়ার চেষ্টা করবো।

সবাইকে ধন্যবাদ, ফালতু বকবকানি পড়ার জন্য। তবে, মিথ্যা বলিনি একবিন্দুও।

আরো পড়ুন-আমার প্রিয় পাঁচটি প্রশ্নোত্তরের ওয়েবসাইটের তালিকা

 

Level 1

আমি Tutorialsbangla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 27 টিউনারকে ফলো করি।

আমার ওয়েবসাইট চাইলে দেখতে পারেন- http://www.tutorialsbangla.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo