অনেকদিন ধরে ভাগ্যে শনির প্রভাব প্রবল রূপে দেখা দিয়েছে। এখন প্রশ্ন করা যায় সেটা কিভাবে? সোজা উত্তর জানিনা, কারন দিনকাল ভালো যাচ্ছে না।
বদ নিউজ:
লার্জ হেড্রন কোলাইডারের টেস্ট ফেজে চালানোর পর সিদ্ধান্ত নেয়া হয়েছে এটা এ বছরের মধ্যে চালনা করার সম্ভাবনা খুব কম।সংঘর্ষ ঘটাতে ঘটাতে হয়তো পরবর্তী জুলাই! যদিও টাইম দিছে নভেম্বর 2008 কিন্তু ফার্মিল্যাবের টেভাট্রনকে 2010 সাল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত মানে....
এই টেভাট্রন নাকি 2009 সাল পর্যন্ত চালানোর কথা ছিলো। এখন টাইনা টুইনা 2010। এক্ষেত্রে খরচ পড়বে আরো 30মিলিয়ন ডলার।
এর ফলে ফার্মিল্যাবের পরবর্তী নিউট্রিনো এক্সপেরিমেন্ট, ইন্টান্যাশনাল কোলাইডার আরো অন্যান্য প্রজেক্ট পিছিয়ে গেলো। যদিও টেভাট্রন কোলাইডারের টিম আর ডিটেক্টর গুলো আগামী বছরের অক্টোবর পর্যন্ত চুক্তি করছে রিস্কের উপর।
আর কিছু লিখতে মন চাইতাছে না। সায়েন্স ওয়ার্ল্ডের গত মাসের জার্নালটা পইড়া জ্বর পরবর্তী দূর্বলতা বাইড়া গেলো।
লার্জ হেড্রন নিয়া আর লিখুম না চালু না হওনের আগ পর্যন্ত। এখন ফুটি।
আমি অশ্রুগুলো রিনকে দেয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছেলেটি পথে নেমেছিলো একদিন নীল মায়ার হাতছানিতে। নিঃসঙ্গতায় হেটে যেতে আবিস্কার করে নিঃশব্দ চাদ তার একান্ত সঙ্গী। এখন সে হাতড়ে বেড়ায় পুরোনো সুখস্মৃতি, ঘোলা চোখে খুজে ফেরে একটি হাসি মুখ!
রিন ভাই .. কত দিন পর.. কই ছিলেন?