প্রযুক্তি ক্রমাগত পেছনে ফেলছে প্রযুক্তিকে। আজ যেটা আধুনিক, কাল সেটা সনাতন। আমি প্রযুক্তি কথন নামে সিরিজ টিউন শুরু করলাম। এখানে আমি বিভিন্ন বিষয়ের উপর সেরা দশকে তুলে ধরব। অবশ্য সবই ইন্টারনেটের কল্যানে। আজকের বিষয় ভবিষ্যতের সেরা দশ ল্যাপটপ ডিজাইন।
১. Canova Dual Screen Laptop
এটা DUAL SGREEN-এর ল্যাপটপ। পুরুটাই multi sensitive touch screen, যা ব্যাবহার করা খুবই সহজ হবে। এটা দিয়ে দৈনন্দিন COMPUTING-এর কাজ অত্যন্ত বৃহৎ পরিসরে করা যাবে। তবে, মজার বিষয় হচ্ছে এটা দিয়ে REAL MODE-এ দুই দিক খুলে পএিকা পড়া যাবে। ইচ্ছে থাকলে এই বছরেই আপনি মালিক হতে পারবেন এই ল্যাপটপটির। কারন, শীঘ্রই আসছে.....
২. Vaio Zoom
যখন এটি অফ মোডে থাকবে, তখন এটির মনিটর হবে transparent holographic glass এবং কি-বোর্ড থাকবে অস্বচ্ছ পর্দা, যাতে কোন লেখা থাকবেনা। কিন্তু যখনই আপনি এটা চালু করবেন, তখনই মনিটরে দেখবেন রং-এর খেলা, আর সুদৃশ্য TOUCH PAD কিবোর্ড। ২০১৪-এ বাজারে আসছে এই ডিভাইস।
৩. DesCom
এটা আসলে 2 IN 1 ধারনায় তৈরি যা ল্যাপটপ এবং অখন্ডভাবে ডেস্কে বসিয়ে DESKTOP হিসেবেও ব্যাবহার করা যাবে।
৪. MacTab
সত্যিকার অর্থেই MACTAB ল্যাপটপে পূর্ণতা নিয়ে আসবে। এটার অবিশ্বাস্য চিকন তারহীন কি-বোর্ড যা চুম্বক এবং খাঁজের সমন্বয়ে তৈরি, পরিবহনের সময় মনিটরকে সুরক্ষা করবে। ২০১৫-এ আসছে এই ডিভাইসটি।
৫. LG Ecological Laptop Concept
এটা organic light-emitting diode (OLED) display technology-এর অপূর্ব এক সৃষ্টি। যা ইতোমধ্যেই সেরা ডিজাইনের জন্য Red Dot Award nomination পেয়েছে।
৬. Compenion Laptop Concept
এটা DUAL SCREEN-এর সমন্বয়ে তৈরী যার একটি KEY BOARD আর একটি MONITOR হিসেবে USE করা যাবে, যখন যেমন প্রয়োজন।
৭. Samsung Amoled Concept
এটা SAMSUNG-এর সবচেয়ে thin and sleek and a touch-sensitive keyboard-এর সমন্বিত ডিজাইন।
৮. Traveller Concept Laptop
এটি মূলত TRAVELLER-দের জন্য। এর GPS এবং Geotagging functionality আপনাকে তাৎখনিক ভাবে জানিয়ে দেবে আপনি কোথায় ছবি তুলছেন এবং কোথায় আছেন।
৯. Canvas Laptop Concept
এটার সম্পর্কে তেমন কিছু বলতে হবেনা কারন, এটা এতই পাতলা যে আঙ্গুল দিয়ে স্পর্শ করতে ভয় পাবেন।
১০. Macbook 0801
এটা Isamu Sanada ডিজাইন করা বর্তমান MACBOOK AIR-এর ভবিষ্যত সংস্করন।
এই লিংকটি শেয়ার করতে ভূলে গিয়েছিলাম। YOUTUBE ভিডিও। একটি ভবষ্যত ROLL ON ROLL LAPTOP-এর অসাধারন VEDIO। অবশ্যই ভাল লাগবে। লিংক YOUTUBE।
সামনে অন্য কোন সেরা দশ নিয়ে হাজির হব ইনশা-আল্লাহ। আমি নতুন একটি ব্লগ তৈরী করেছি, গুগল এডসেন্স সম্বলিত নয়, একান্তই ব্যাক্তিগত। একটু ঘুরে আসুন CLICK . আর একটি কথা, আমার ব্লগে প্রচুর রেফারাল লিংক এবং আয়ের পথ দেওয়া আছে। যারা এগুলো পছন্দ করেন না, তারা PLEASE যাবেন না। সবাইকে ধন্যবাদ।
আমি ওমর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যদি মোর বিদায়-ক্ষনে পিছিয়ে পরে কেউ, বলব আমি কূল না-ভাঙ্গা সেই সে নদির ঢেউ। -সময়ের অপেক্ষায় বর্তমান.....
অনেক ধন্যবাদ ভাই। চমৎকার পোস্ট!!!