Xiaomi MIUI বিজ্ঞাপণ বন্ধ করার প্রসেস গুলো

Xiaomi এর MIUI প্রায় সবার কাছে পছন্দের একটি ইউজার ইন্টারফেস। খুব কম মানুষই এই ইউজার ইন্টারফেস ডিসলাইক করে থাকে। কিন্তু সবচেয়ে বড় বিরক্তিকর ব্যাপার হলো এর অযাচিত বিজ্ঞাপণ যা চাইলে খুব সহজে আপনি বন্ধ করতে পারেন। আর এই বিজ্ঞাপণ গুলো বন্ধ করার জন্য আপনাকে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করতে হবে। তবে অবশ্যই আপনার হ্যান্ডসেটটি MIUI 10 এ থাকতে হবে।
বিজ্ঞাপণ বন্ধ করার প্রসেস গুলো নিন্মে দেয়া হলো:-
ফোনের সেটিংস থেকে ‘Additional Settings’ এ গিয়ে ‘Authorization & Revocation’ এ গিয়ে ‘MSA’ অপশনটি বন্ধ করে দিতে হবে।

এরপর ‘Additional Settings’ এর ‘Privacy’ সেটিংস থেকে ‘Ad services Personalized ad recommendations’ অপশনটি বন্ধ করে দিতে হবে।

এছাড়াও শাওমি ফোনে থাকা বিল্ট ইন কিছু অ্যাপ্লিকেশন যেমন, মি ভিডিও, মিউজিক, মি ফাইল ম্যানেজার, মি ব্রাউজার ইত্যাদি থেকে কিছু বিজ্ঞাপণ প্রদর্শিত হয়।

এগুলো থেকে নিস্তার পেতে যেই অ্যাপের বিজ্ঞাপণ প্রদর্শন বন্ধ করতে হবে সেটির সেটিংস থেকে ‘Receive recommendations’ অপশন খুঁজে নিয়ে তা বন্ধ করে দিতে হবে। এই রকম আর তথ্য পেতে ভিসিট করতে পারেনTechT20.com

Level 0

আমি সুমন কান্তি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস