আশাকরি সবাই ভাল আছেন। আমাদের দেশের টেকনোলজি পাগল তরুণ-তরুণীদের জন্য আজ নতুন একটা প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।
Technology Part হচ্ছে বাংলাদেশের Trusted Technology Website। যার মাধ্যমে আপনারা বেশ কয়েকটি ক্যাটাগরি নিয়ে খুবই উন্নত মানের লেখা নিয়মিত ভাবে আপলোড করে থাকি।
কেন Technology Part Visit করবেন?
বাংলাদেশের শত শত টেকনোলজি বিষয়ক ওয়েবসাইটের মধ্যে কিছু ওযেবসাইট আছে যা জনপ্রিয় কিন্তু সেই জনপ্রিয় ওয়েবসাইটগুলোতেও মানসম্মত লেখার অভাব। এমনকি এমনও কিছু লেখা আছে যা খুবই নিম্নমানের। আর এই Website গুলোর সেই মানহীন ও নিম্নমানের কন্টেন্ট ফলো করে এদেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণী ভুল শিক্ষায় বড় হচ্ছে। অনেকেই প্রযুক্তি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এরই দিক বিবেচনা করে আমরা এক মহৎ উদ্দোগ নিয়েছি। আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো Publish করা হয় তা ১০০% বিশ্বাসযোগ্যও উন্নত মানের।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য :
Technology Part Team সঠিক ওবিশ্বাস যোগ্য প্রযুক্তি সবার হাতে পৌছে দিতে কাজ করে যাচ্ছে। এদেশের প্রযুক্তির উন্নতির লক্ষ্যে আমরা কোয়ালিটি সম্পন্ন Information যেন সবার মাঝে পৌছে দিতে পারি তাই আমাদেরলক্ষ্য। কারন সঠিক দিক নির্দেশনা ছাড়া কখনও প্রযুক্তির উচ্চ শিখরে পৌছা যায় না।
আমাদের উদ্দেশ্য হল বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে নিয়ে যাওয়া। প্রযুক্তি পাগল সকলকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করা। কারণ সঠিক তথ্য ছাড়া কোন ভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না।
Our Website - http://www.technologypart.com
Our Facebook Page - http://www.facebook.com/technologypart
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
You can also check chotosite.
chotoSite is one of the best website design company in bangladesh.
https://www.chotosite.com