ডিজিটালাইজেশনের নাম করে আমরা দিন দিন কোথায় চলে যাচ্ছি?
আমরা কি আসলেই ডিজিটাল যুগে বাস করছি নাকি ডিজিটাল দুনিয়া আর স্মার্টফোনের দুনিয়া আমাদের কে রীতিমত ধোঁকা দিয়ে যাচ্ছে?
ধোঁকা আর ষড়যন্ত্রের শিকার কিছু অসহায় মানুষ; যারা কিনা একটা সমস্যা থেকে রেহাই বা মুক্তির পথ খুজতে গিয়ে পড়ে যাচ্ছে এর চেয়েও বড় কোন ধোঁকা আর ষড়যন্ত্রে।
জানতে হলে দেখে ফেলুন এই সাউথ মুভিটি।
যাদের সাউথ মুভি নিয়ে এলার্জি আছে তারাও দেখতে পারেন মুভিটি।
এই মুভির গল্প, গল্পের সিকোয়েন্স আপনার আমার সামনে হয়তো নিয়মিত ঘটছে বা ঘটবে।
প্রথম আধ ঘন্টা বিরক্তি আসতে পারে।
গল্প আর টুইস্ট আপনাকে কোথায় নিয়ে থামাবে তা বলা মুশকিল।
ধন্যবাদ।
আমি ইমাম উদ্দিন। SEO Expert | Blogger | Web Designer | E-Commerce Expert, NextGen Digital, Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
আমি 'মুহাম্মদ ইমাম উদ্দিন'। গুগল ও অন্যান্য জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলো আমাকে 'imamuddinwp' হিসেবে চিনে। সহজ কথায় বলতে গেলে গুগলে আপনি 'imamuddinwp' লিখে সার্চ করলে আমার online activities এবং social media profile গুলো দেখতে পাবেন। ভাল লাগে প্রযুক্তি নিয়ে পড়তে ও লিখতে। Imam Uddin - imamuddinwp ( https://imamuddinwp.com/) নামে আমার...