প্রযুক্তি প্রিয় টেকটিউনস বাসী সবাই কেমন আছেন?
আশা করি আপনারা সবাই ভালোই আছেন। টেকটিউনস পরিবারের সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। অনেকদিন পর টেকটিউনসে ফিরলাম; একটি মজার আলোচনা নিয়ে, আজকাল দিনে সবাই আপডেটেড থাকতে চায়, আমিও তাই চাই। কিন্তু সেটা কতটা যুক্তিযুক্ত সেটা কি একবারও ভেবে দেখেছেন।
আমার মতে হ্যাঁ। তবে কয়েকটা বিষয় মনে রাখতে হবে, যে নতুন সফটওয়্যার আপডেট এলো তাতে নতুন কি আছে, যদিও সেটা না জেনেই অধিকাংশ মানুষ নিজের সফটওয়্যার আপডেট করে। তাছাড়া সেটা আপনার কাজের জন্য কতটা যুক্তিযুক্ত সেটা জানা নিশ্চয়ই দরকার,
যেমন ধরা যেতে পারে ফটোশপ cs6 আর নতুন ফটোশপ এর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, কিন্তু নতুন ফটোশপ ইনস্টল করতে গিয়ে হয়তো আপনার পিসির কনফিগারেশন পাল্টাতে হতে পারে, আর পুরোনো সফটওয়্যার দিয়ে যদি কাজ চলে যায় তাহলে আপডেট না করলেও হয়। যার জন্য আজও বহু পিসিতে উইন্ডোস 7 চলছে। তবে আপনার যদি কাজের সুবিধা হয় আর প্রয়োজন থাকে তবে আপডেটেড সফটওয়্যার ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ।
এটা অনেকেই করে থাকে, ভালো অপশন নিঃসন্দেহে। তবে খিদেটা যদি আপনার হয় তো খেতে হবে আপনাকেই। খালি দেখে নিতে হবে খাবার পেটে হজম হবে তো। কেউ রিভিউ দিলো কি দিলো তার জন্য বসে না থেকে, নিজে নিজেই রিভিউ করে দেখুন না একবার দেখবেন বেশ মজা লাগবে। আর তা ছাড়া আজকের যুগে সবাই এগিয়ে থাকতে চায় তাই সেই এগিয়ে আসতে গেলে নিজেকেই রিভিউযার হতে হবে।
এই প্রসঙ্গে বলতে পারি, আজ থেকে বছর ছয়েক আগে যারা এই টেকটিউনসে লিখতো তারা আজ আর সেই রকম করে কিছু লেখেনা। তার জায়গা তে এসেছে নতুন টিউনারা। যাদের লেখায় আজ টেকটিউনস পূর্ণ, তাই নতুন যদি বা আপনার নিজে থেকেই রিভিউযার না হোন তাহলে তো কি হতো বা হবে সেটা নিশ্চয় বুঝতে পারছেন।
আমি এই ধারণাকে একদম সর্মথন করিনা। কিন্তু আপনি যদি অলস প্রকৃতির একজন কেউ হন তবে এই ভাবনাটা আপনারই। আরে আপনি দেখলেন না ব্যবহার করলেন না আর ভেবেনিলেন। তবে অনেক সেকেলে মানুষ আছে যারা আজো অনেক কষ্টে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছে, আর বলে কি যে - " এতে কোনো সুইচ নেই, আর তার উপর কোনটা সোজা আর কোনটা উল্টো সেটা বুঝতে পারছিনা "। তারা যদি নিজেকে যুগের সাথে পাল্টাতে পারে তবে আপনিও পারবেন। আসুন অলসতা ছেড়ে সবাইকে দেখিয়ে দিন আপনি ও পারেন। আমার এই লেখাটা পড়ে বেশি উত্তেজিত হয়ে লাভ নেই, যদি সত্যি আপনার প্রয়োজন হয় তবেই আপডেট করুন নিজেকে, নিজের পিসি, নিজের ফোন সবাইকেই, আর দেখিয়ে দিন আপনিও পারেন।
এই প্রসঙ্গে বলতে গেলে আমাদের এই টেকটিউনস এর কথাই ধরুন না আগে কি ছিলো আর এখন কি হয়েছে, অনেক নিন্দুক মনে করে আগেই ভালো ছিলো আজ আর আগের মতো নেই আরে ভালো খারাপ তো সেটা আপনাদের উপর আপনারা চাইলে আগে ভালো ছিলো আর এখন আরো বেশি ভালো হবে। কি তাইতো?
টেকটিউনস যে যারা বেশি আসে তাদের একটা বড় অংশ কিন্তু কিশোর বয়সি, তাদের উদ্দেশ্য বলছি নিজের যে ফোনটা আছে সেটাতে হয়তো ভালো সেলফি তোলা যায় না কিন্তু তুমি যদি একটা ভালো ফটো এডিটিং সফটওয়ার ইনস্টল করে নাও তাহলেই কাজ মিটে যায় তার জন্য মাকে, বাবাকে তেল না দিয়ে। ভালো করে এডিট করে সবাইকে চমকে দিতে তুমিই পারো, তখন কেউ কিন্তু তোমায় আর তোমার ফোনটা পুরোনো বলে আর হেয় করতে পারবে না। কি তাইতো তারপর নাহয় একটু টাকা পয়সা জমিয়ে আরো ভালো একটা ফোন কিনে সুপার আপডেটেড হয়ে যেয়ো।
গুগল প্লে স্টোরে যেমন কিছু এপ্লিকেশনের আপডেট খুব তাড়াতাড়ি পাওয়া যায়, সব ক্ষেত্রে আপডেট না করলেও চলে, কারণ যত বেশি আপডেট ততো বেশি স্টোরেজ আর ডেটা নষ্ট, এপ্লিকেশনটি আপডেট করতে বললেই যে সব সময় করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নিয়ম ও নেই। তবে এখন যদি আপনার দুটোই খুব বেশি থাকে তাহলে আপনি আপডেটেড থাকুন সেটা কোনো দোষের নয়।
অনেক জ্ঞান দিয়ে দিলাম, কিছু মনে করবেন না যেন।
অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না। যারা টিউমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে। কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা। আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত। আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশ্য নেই। জোশ টিউন হওয়ার উপযুক্ত মনে হলে, জোশ টিউন মনোনয়ন করতে পারেন। আর দয়া করে টেকটিউনকে সাপোর্ট, প্রমোট করুন, আর অবশ্যই নির্ভেজাল টিউন করে টেকটিউনস পরিবারকে সমৃদ্ধ করুন।
খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন একটি নিরুদেশের কাহানি নিয়ে।
ভালো থাকবেন, ভালো রাখবেন, আর প্রবেলম হলে আমিতো টেকটিউনসে আছি।
আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।
ধন্যবাদ , এই টিউনটির জন্য