শুরু হয়ে গেল প্রযুক্তি গ্রুপের প্রতিযোগিতা। প্রতিযোগিতার শর্ত নিন্মরুপঃ
দুই ভাবে প্রতিযোগিতায় বিজয়ী হওয়া যাবে, প্রতিযোগিতা চলবে ৩১/০৫/২০১৮ইং পর্যন্ত
>>>> ক) টিউন করে
>>>> খ) টিউমেন্টে করে
*
>>>>>>>>>>> টিউন করে<<<<<<<<<<<
১। গ্রুপে প্রযুক্তি বিষয়ক যেকোন টিউন করুন।
২। প্রযুক্তি নির্ভর ছাড়া কোন টিউন গ্রহণযোগ্য হবে না।
৩। যার টিউনে সবচেয়ে বেশি প্রশংসা এবং পজেটিভ লাইক পরবে তার বিজয়ী হওয়ার সম্ভবনা ততই বেড়ে যাবে।
৪। কোন ধরনের স্পেমিং গ্রহণ করা হবে না।
*
*
>>>>>>>>>>> টিউমেন্টে করে<<<<<<<<<<<
১। গ্রুপে কাউকে ছোট করে বা হিংস্র মনোভাব নিয়ে টিউমেন্ট করা যাবে না
২। যত ভাল সম্ভব পজেটিভ টিউমেন্ট করতে হবে।
৩। যার টিউমেন্ট সবচেয়ে বেশি প্রশংসা এবং পজেটিভ লাইক পরবে তার বিজয়ী হওয়ার সম্ভবনা ততই বেড়ে যাবে।
৪। কোন ধরনের স্পেমিং গ্রহণ করা হবে না।
*
https://www.facebook.com/groups/projuktee/permalink/1665955696850286/
আমি রিম্যাক্স আইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে গ্রুপে পোস্ট করে আপনাদের লাভ কি ?এটাতো আপনার পার্সোনাল ওয়েবসাইট না,তাইলে আপনাদের আয় হবে কেমনে ? , তাইলে বিনা প্রফিটে মোবাইলে কেন দিবেন ? আমার মনে হয় স্পাম টিউন করলেন।